Gen Z Vaipar

Gen Z Vaipar ভাগ্য কারো হাতে লেখা থাকে না,, ভাগ্য তাদেরও থাকে, যাদের হাত থাকে না 🥰 This page is good page

শরীর থেকে মেদ,মাথা থেকে জেদ,অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন । দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির
25/07/2025

শরীর থেকে মেদ,মাথা থেকে জেদ,অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন । দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির

23/07/2025

একমাত্র ছাত্রলীগ স্টুডেন্ট সাজার কারণেই ড. ইউনুস ভিক্ষুক সেজেছে।

23/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

বড়ো হয়ে যারা গরীবের পাশে দাঁড়াতে চায়ছিলেন,, তারা প্লিজ সরকারের পাশে দাঁড়ান।
22/07/2025

বড়ো হয়ে যারা গরীবের পাশে দাঁড়াতে চায়ছিলেন,, তারা প্লিজ সরকারের পাশে দাঁড়ান।

22/07/2025

সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া —এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই!!

আজকে আর এমনটা দেখতে পারবো না,,, স্কুলের প্রতিদিনের চিত্র। কতটা নিষ্পাপ তারা 😅❤
22/07/2025

আজকে আর এমনটা দেখতে পারবো না,,, স্কুলের প্রতিদিনের চিত্র। কতটা নিষ্পাপ তারা 😅❤

21/07/2025

এইচএসসি পরীক্ষার্থী রুবাইয়ের মা মাইলস্টনে মারা গেছে, উপদেষ্টা সাহেব আপনি আমাকে একটু জানান যে উনি কি কালকে তার মায়ের লা*শ দাফন করতে যাবে নাকি আগামীকাল পরীক্ষা দিবে?

21/07/2025

রাজনৈতিক নেতারা হসপিটালে গেলে তাদের থেকে অব‍্যশই ১ ব্যাগ করে ব্লা-ড রেখে দেয়া হোক..পারলে ২ ব‍্যাগ 🙂

21/07/2025

পুড়ে চামড়া উঠে যাওয়া একটা বাচ্চা আপনার সামনে সাহায্যের জন্যে দৌড়াচ্ছে আর আপনি তার ভিডিও করছেন,মানসিক শান্তনা দিলেও তাদের উপকার হতো ভাই আপনার নিজের বাচ্চা হলে কি ভিডিও করতে পারতেন?🙂

যেই পুরানো বিমান থাকার কথা ছিলো মিউজিয়ামে,সেই পুরনো জং ধরা বিমান রাষ্ট্রের দু'র্নীতির প্রতীক হয়ে এতোদিন আকাশে উড়ে বেড়িয়ে...
21/07/2025

যেই পুরানো বিমান থাকার কথা ছিলো মিউজিয়ামে,
সেই পুরনো জং ধরা বিমান রাষ্ট্রের দু'র্নীতির প্রতীক হয়ে এতোদিন আকাশে উড়ে বেড়িয়েছে। আকাশ থেকে মাটিতে পরেই সে শুধু রাষ্ট্রের শ্রেষ্ঠ পাইলটের জীবন কে'ড়ে নেয় নি, সে কে'ড়ে নিয়েছে অসংখ্য অবুঝ জীবন। যারা জানেই না তাদের অপ'রাধ কি, যারা কখনোই জানবে না কেনো তাদেরকে এভাবে জীবন দিতে হলো। চিন্তা করে দেখুন আমাদের দুর্নীতি আজ আকাশ অব্দি ছুঁয়েছে।
যেই বিমান বহু আগেই উন্নত দেশের লোকেরা ভাংগারির দোকানে ফেলে দিয়েছে, সেই বিমান কুড়িয়ে এনে আমাদের রাষ্ট্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।
ফলাফলঃ বেসামরিক জোনে প্রশিক্ষণের নামে লা'শের পর লা'শের স্তুপ। যেই বিমান প্রশিক্ষণের কাজেই লাগে না সেটা কিভাবে আমাদেরকে সুরক্ষা দিবে....??
এটা দূরঘটনা...?? না না মোটেও না।
এটা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের অবহেলা। এটা দুর্নীতিগ্রস্ত সেই সকল লোকের পাপের ফ'ল, কিন্তু তাদের পা'পের খেসারত আমরা কেনো দিবো...??
এই জবাব আমাদেরকে কে দিবে.....??

21/07/2025

আমরা কিছুই করতে পারছি না শুধু দোয়াই করছি।
এই মুহুর্তে সকলের
মুনাজাত ও প্রার্থনা মাইলস্টোনের বাচ্চাগুলোর জন্য হোক 🤲

অনেক মা বাবা হয়তো জানতো না, তাদের ছেলে মেয়েদের আজকে শেষ বারের জন্য স্কুলে রেখে এসেছে😭😭অনেক মা হয়তো আদরের সন্তানের প্রিয় ...
21/07/2025

অনেক মা বাবা হয়তো জানতো না, তাদের ছেলে মেয়েদের আজকে শেষ বারের জন্য স্কুলে রেখে এসেছে😭😭অনেক মা হয়তো আদরের সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছে তার সন্তান ছুটির পর ফিরে সেই খাবার আয়েশ করে খাবে 🥲 তা আর হলো কোথায়? এই অপেক্ষা তো ছিলো শেষ অপেক্ষা 🥲মৃত্যু আমাদের প্রতি নিয়তো পায়চারা করে যাচ্ছে। আল্লাহ তুমি নিহত সবাইকে জান্নাত নসিব করো আর আহত সবাইকে সুস্থ করে দাও🤲🤲

Address

Sherpur
Dhaka
2100

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z Vaipar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gen Z Vaipar:

Share