15/09/2024
কি আপা,,,, হাতে আংটি পড়ার জায়গা নেই, ফ্ল্যাট কেনার টাকার ওভাব নেই, আইফোন কিনলেন মানুষ কে দেখানোর জন্য অন্নের টাকায়। কত কত মিথ্যা কথা যে বল্লেন, সুখ তো কিনতে পারলেন না। সুখ দেয়ার মালিক আল্লাহ। আপনি মানুষকে আখের গুছাইতে বলেন। আপা আপনি কি আখের গুছাইলেন। আজকে কোথাও থাকার মতো জায়গা নেই, আপনার অপকর্ম গুলো মানুষের কাছে বলে বেরায়। সেগুলো সুনে খারাপ লাগে। কিছু বলতে ইচ্ছে করে কিন্তু কেন কিছু বলি না জানেন। কারণ আপনাদের লেভেল আর আমার লেভেল এক না। তার পর ও দোয়া করি আল্লাহ আপনাদের কে হেদায়েত দান করুক। এবং আপনাদের কে যেন ভাল রাখে। আমিন,,,