Riyaz Mohammad Officials

Riyaz Mohammad Officials Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riyaz Mohammad Officials, Digital creator, Tejkunipara.
(4)

আমাদের পেজ এর বেশী ভাগ পোস্ট সংগ্রহ করা। আমাদের ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাদের ইনবক্সে knock দিবেন, আমরা ভিডিও delete করে দিব... Dm for cadit... Like comment দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ!

যেখানে রিকশা, সিএনজি ভাড়া বাড়িয়ে নিচ্ছে। দোকানদার ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করছে।প্রাইভেট কার দাঁড়ায়নি  সেখানে বাইকার...
22/07/2025

যেখানে রিকশা, সিএনজি ভাড়া বাড়িয়ে নিচ্ছে। দোকানদার ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করছে।প্রাইভেট কার দাঁড়ায়নি সেখানে বাইকার ভাই ফ্রিতে সেবা দিচ্ছে।
গরিব বড়োলোক কথা না বিষয় টা মনুষ্যত্বের।

Respect 🫡

২২ নাকি ২২২?
22/07/2025

২২ নাকি ২২২?

ধন্যবাদ সকলকে 👍এই না হল আমার সোনার বাংলাদেশ 😅
22/07/2025

ধন্যবাদ সকলকে 👍
এই না হল আমার সোনার বাংলাদেশ 😅

একটি স্থির চিত্র!🙂২২.০৭.২০২৫, মাইলস্টোন স্কুল।
22/07/2025

একটি স্থির চিত্র!🙂

২২.০৭.২০২৫, মাইলস্টোন স্কুল।

22/07/2025

একটা বোমারু বিমান জিতে গেছে,
হেরে গেছে মানুষ!
নিজের আবিষ্কারের কাছে হেরে যেতে
কেমন লাগে মানুষ?

শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যু ঝুকি অনেক বেশি। ৬০% এর বেশি পুড়লে বাঁচানো খুব টাফ। অনেক বাচ্চারই দেখলাম...
22/07/2025

শরীরের ৪০% এর বেশি যাদের পুড়ে গেছে, তাদের মৃত্যু ঝুকি অনেক বেশি।
৬০% এর বেশি পুড়লে বাঁচানো খুব টাফ।
অনেক বাচ্চারই দেখলাম ৪০ - ৬০,% বার্ণ।

আবার যাদের ফুল থিকনেস বার্ণ তাদেরও মৃত্যু ঝুকি অনেক বেশি। প্লেন ক্রাসে অনেক হিট জেনারেট হয় যা সাধারণত ফুল থিকনেস বার্ণ তৈরি করে৷ আবার মুখের আশেপাশে যাদের পুড়েছে, তাদেরও মৃত্যু ঝুকি অনেক - কারণ, এক্ষেত্রে শ্বাসনালীও পুড়ে যায় অনেক সময়।

মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর নিয়ে অনেক পোস্ট নজরে আসছে। মৃত্যুর মিছিল এখনো শেষ হয়নি৷ সামনে অনেকেই সেপটিক + হাইপোবলিউমিক শকে মারা যাবে৷ যারা বেঁচে আছে তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাবে সেটা ভাবতেই কষ্টে বুকটা ভারি হয়ে উঠছে৷

ইন্টেরিম! মৃত্যুর সংখ্যা নিয়ে হাসিনার মতো রাজনীতি করবেন না প্লিজ৷ খারাপ হবে৷

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর। মাইলস্টো...
22/07/2025

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর।

মাইলস্টোন স্কুলেরই ছাত্র সে। গত দুইদিন যাবত প্রচন্ড অসুস্থ ছিল ছেলেটা। অসুস্থতার জন্যে মাকে বলেছিল আজকে স্কুলে যাবে না।

কিন্তু স্কুলের নিয়ম হচ্ছে টানা তিনদিন অনুপস্থিত থাকলে জরিমানা দিতে হয় এবং পানিশমেন্টও থাকে, পাশাপাশি গার্ডিয়ানদেরও স্কুলে ডাকায়।

ফাইয়াজ বলেছিল স্কুলে না যেতে কিন্তু মা কিছুটা বকাঝকা দিয়েই স্কুলে পাঠিয়েছিল তাকে। এই অসুস্থ শরীর নিয়েই স্কুলে গিয়েছিল ছেলেটা।

ওর মা বলে দিয়েছিল- টিফিনের পর স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসতে। কিন্তু ছুটির আগেই সবশেষ।

বাড়িতে ঠিকই ফেরা হলো ফাইয়াজের, কিন্তু ফিরলো লাশ হয়ে। অসুস্থ শরীর নিয়ে স্কুলে না গেলে আজকে হয়তো বেঁচে থাকতো ছেলেটা। জীবন কতটা ট্র্যাজেডি, কতটা অনিশ্চিত! আহারে জীবন

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ভোলার দৌলতখানের মেয়ে তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩)। মঙ্গলবার রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপ...
22/07/2025

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ভোলার দৌলতখানের মেয়ে তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩)। মঙ্গলবার রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। 🤲

হায় আল্লাহ 😭
22/07/2025

হায় আল্লাহ 😭

লা*শে*র রা*জ*নীতি....!তারপরও কিছু সুশীল কমেন্ট বক্সে বলবে আমি আ*ওয়া* বি*এন*পি চোখের সামনে সবকিছু দেখেও যদি না দেখার ভান ...
22/07/2025

লা*শে*র রা*জ*নীতি....!

তারপরও কিছু সুশীল কমেন্ট বক্সে বলবে আমি আ*ওয়া* বি*এন*পি
চোখের সামনে সবকিছু দেখেও যদি না দেখার ভান করে থাকেন তো বেশি দূরে নয় ফিরে যাওয়া সেই গত স্বৈ*রা*চার আমলে.!

চোখ থাকতেও অন্ধ আপনারা 😅✌️

কালকে থেকে আর তাদের "Homework" নেই।☺️💔
21/07/2025

কালকে থেকে আর তাদের "Homework" নেই।☺️💔

21/07/2025

এই বিমান গুলো মিনিমাম ২০ বছর আগে পৃথিবীর প্রায় সব দেশে ব্যাবহার বন্ধ হয়েছে। আমাদের দেশে চলে কেন?

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyaz Mohammad Officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share