
দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho
- Home
- Bangladesh
- Dhaka
- দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho
The Daily Lakhokantho is the most popular newspaper of Bangladesh. Email:[email protected]
(1)
Address
Dhaka
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to দৈনিক লাখোকণ্ঠ - Daily Lakhokantho:
Shortcuts
Category
লাখোকণ্ঠ - সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি
সমাজমঙ্গলের ভাবনা থেকেই লাখোকণ্ঠ পথচলা শুরু । তবে সমাজ কথাটাতো বেশ বড় বিষয়। তাই এই পথচলার কাজকে একটু ভেঙে ভেঙে এগুতে হচ্ছে । সমাজের ভদ্রলোকেদের কথা, শিক্ষিতসমাজের কথা, ক্ষমতাধরদের কথা, সরকারপাটি, বিরোধীপার্টির কথা, দেশবাসী অনেক শুনেছে । লাখোকণ্ঠ এবার কিছুটা অন্যদিকে চোখ রাখতে চায়, অন্যত্র কান পাততে চায়। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে লাখোকণ্ঠের পথ চলা ।
তবে লাখোকণ্ঠ প্রকাশ করতে চায় গ্রামের মধ্যে ‘প্রান্তিক আঁধার গ্রামের খবর; শহরের মধ্যে অলিগলি-ঘুপচি-শহরতলীর খবর; শ্রমিকের মধ্যে যারা অধিকার বঞ্চিত, যারা অগণিত অথচ ‘প্রান্তিক,’অসংগঠিত’ নামে পরিচিত তাদের খবর। উপকুলিয় অঞ্চলের ভাঙ্গা-গড়ার সাথে নিত্য লড়াই করা মানুষের খবর,জেলে-প্রান্তিক চাষির কথা। পরিবারের মধ্যে মেয়েদের খবর, এমনকী বাচ্চাদের আর বয়স্ক বলে যারা বাতিল তাদের খবর। লাখোকণ্ঠ এসব খবরের দেওয়া নেওয়া করতে গিয়ে যে বিশ্ব রাজনীতি, বিশ্বপ্রকৃতি ও পরিবেশ-পরিমন্ডলের মধ্যে আমাদের ঠাঁই, অবশ্যই তার খবরও সমানতালেই রাখতে চায় । কারণ আমরা সবাইতো এই প্রকৃতিরই সন্তান। লাখোকণ্ঠ আপনাদের কেবল হাত গুটিয়ে থাকা পাঠক হিসেবেই চায় না। লাখোকণ্ঠ মনে করে, যে একজন পাঠক সে একজন লেখকও।
বিশ্বজোড়া মাটির মানুষেদের নিয়ে আমাদের এই ‘ লাখোকণ্ঠ। অনেক চড়াই উৎরাই ফেরিয়ে লাখোকণ্ঠ ৩ বছর শেষ করে ৪ বছর বয়সের পথ চলা শুরু করেছে । নিয়মিত প্রকাশিত হওয়ার পাশা- পাশি ২৪ ঘন্টার সারা দেশের সংবাদ “লাখোকণ্ঠ.কম ” প্রকাশ হচ্ছে,সাথে থাকছে “লাখোকণ্ঠ ২৪ লাইভ টিভি চ্যানেল’ । আমরা কৃতজ্ঞ চিতে স্মরণ করছি, যারা বিভিন্ন ভাবে লাখোকণ্ঠকে আকুণ্ঠ সহযোগিতা করেছে তাদের সকলকে ও সকল প্রতিষ্ঠানকে। বাকী দিন গুলোতেও লাখোকণ্ঠের পথ চলার সাথে সবাইকে পাবো এই প্রত্যাশা করছি।