Breaking News 24

Breaking News 24 24/7 Breaking News Update

08/07/2025

সদরপুর উপজেলা বিএনপির পুনঃবহাল আহবায়ক কমিটির বিরুদ্ধে মঙ্গলবার সকালে সদরপুর থানার সামনে অনুষ্ঠিত হওয়া মানববন্ধন নিয়ে প্রতিক্রীয়া জানিয়ে বক্তব্য রাখছেন সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা।

08/07/2025

সদরপুর উপজেলা বিএনপির পুনঃবহাল আহবায়ক কমিটির বিরুদ্ধে মঙ্গলবার সকালে সদরপুর থানার সামনে অনুষ্ঠিত হওয়া মানববন্ধন নিয়ে প্রতিক্রীয়া জানিয়ে বক্তব্য রাখছেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু।

08/07/2025

সদরপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের ত্যাগি ও নির্যাতিত কর্মীদেরকে বাদ দিয়ে সুবিধাবাদী কর্মীদের দিয়ে এক তরফা কমিটি পুনঃবহাল করার প্রতিবাদে সদরপুর উপজেলা তৃণমূল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকালে সদরপুর থানার সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

05/07/2025

আকোটেরচর পদ্মা পাড়ের মাছ বাজারে চলছে মাছের ডাক। নতুন পানির এ মাছের স্বাদ নিয়েছেন কি?

02/07/2025

মাকে ফিরে পাওয়ার আশায় এখনো পথ চেয়ে অপেক্ষা করছে ছোট্ট মেয়েটি। তার মা কি ফিরে আসবে?

বর্ষার নতুন পানিতে যৌবন ফিরে পেয়েছে আড়িয়াল খাঁ  ছবিটি সদরপুরের চন্দ্রপাড়া ট্রলার ঘাট থেকে তোলা।
01/07/2025

বর্ষার নতুন পানিতে যৌবন ফিরে পেয়েছে আড়িয়াল খাঁ ছবিটি সদরপুরের চন্দ্রপাড়া ট্রলার ঘাট থেকে তোলা।

সদরপুর উপজেলার অন্যতম সুন্দর জায়গা শয়তানখালি ঘাটটি এখন নদী ভাঙন কবলে।দ্রুত কতৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন স্থান...
01/07/2025

সদরপুর উপজেলার অন্যতম সুন্দর জায়গা শয়তানখালি ঘাটটি এখন নদী ভাঙন কবলে।
দ্রুত কতৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ
করেছেন স্থানীয়রা।

01/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

রাস্তাটি দেখতে সুন্দর হলেও এই রাস্তায় রাত হলেই ঘটে ডা*কাতি ও ছিন*তাইসহ ভ*য়ংকর সব ঘটনা। সদরপুরের ভাষানচর (নতুন বাজার) টু ...
30/06/2025

রাস্তাটি দেখতে সুন্দর হলেও এই রাস্তায় রাত হলেই
ঘটে ডা*কাতি ও ছিন*তাইসহ ভ*য়ংকর সব ঘটনা।
সদরপুরের ভাষানচর (নতুন বাজার) টু কৃষ্ণপুর যাতায়াতে রাতেরবেলা যারা এই রাস্তা ব্যবহার করেন তারা সাবধান। না হয় বিপদে পরতে পারেন।
👉জনসচেতনতামূলক এই পোস্টটি লাইক,
কমেন্টস ও শেয়ার করে সবাইকে সর্তক করুন।

30/06/2025

সদরপুরে ১৩ জন গ্রেফ*তার, থানায় কান্নার রোল।
বিস্তারিত দেখুন ভিডিওতে। শেয়ার করে ছড়িয়ে দিন।

—ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর সদর ও ঢেউখালী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী থেকে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সদরপুর ও ঢেউখালী ইউনিয়নে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সহায়তায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।

20/06/2025

Live🔴 সোনার বাংলা ক্রীড়া চক্র (বাইশরশি) বনাম ১নং ওয়ার্ড (আটরশি) মেগা ফাইনাল ফুটবল খেলা

19/06/2025

কেও যদি বলে কোনদিন আওয়ামীলীগের থেকে
সুবিধা নিয়েছি, নাকে খত দিয়ে চলে যাবো —বাবুল

Address

Tejkunipara

Telephone

+8801617752463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Breaking News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Breaking News 24:

Share

Category