Kagoj Pratidin

Kagoj Pratidin সীমাহীন দায়বদ্ধতা

জুলাই আন্দোলনে যে ৭ জন ম্যাজিস্ট্রেটের নির্দেশে রামপুরা,যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে ছাত্রদের উপর ১২৪০ রাউন্ড গুলি ছোড়া হয়।...
21/05/2025

জুলাই আন্দোলনে যে ৭ জন ম্যাজিস্ট্রেটের নির্দেশে রামপুরা,যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে ছাত্রদের উপর ১২৪০ রাউন্ড গুলি ছোড়া হয়। তারা কে কোথায় আছেন? খোঁজ নিয়ে দেখা গেছে, ৭.৬২ ক্যালিবার চায়নার তৈরী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলির নির্দেশদাতা সবাই ৫ আগস্টের পরে ভালো পোষ্টিং পেয়েছেন।

১. অমিত কুমার সাহা। তার নির্দেশে রামপুরা টিভি ভবন এলালকায় ছাত্রদের ১৫৩ রাউন্ড গুলি ছোড়া হয়। গত ২৬ ফেব্রুয়ারী তাকে বরিশাল বিভাগে বদলী করা হয়। কিন্তু ২ মাসের মধ্যে সেখান থেকে তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হোন।

২. সোনিয়া হোসেন জিসান। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর ২৭৪ রাউন্ড গুলি ছোড়া হয়। গত ২৬ ফেব্রুয়ারী তাকে বরিশালে বদলি করা হয়। কিন্তু ১ মাসের মাথায় তিনি আবার ঢাকায় ফিরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি কালেক্টর রেভিনিউ পদে বসেন।

৩. মো.মেহেদী হাসান। তার নির্দেশে মোহাম্মদপুরে ছাত্রদের উপর অন্তত ৮০ রাউন্ড গুলি ছোড়া হয়। গত ২৮ অক্টোবর তাকে রাজশাহী বদলি করা হয়। সেখান থেকে ২০ মার্চ তাকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। তবে ১৩ মার্চ তাকে পায়না সমুদ্র বন্দরের এস্টেট অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।

৪. শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর ১০৪ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের রিট শাখায় কর্মরত আছেন।

৫. সায়েম ইমরান। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর ২৭৯ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি হিসেবে কর্মরত আছেন।

৬. মো. জাকির হোসেন। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর ৩১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। ধানমন্ডি সার্কেল থেকে সহকারি কমিশনার ভূমি ডেমরা রাজস্ব সার্কেলে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।

৭. উজ্জল কুমার হালদার। তার নির্দেশে ছাত্রদের উপর ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। গত ২৫ নভেম্বর তাকে রংপুরে বদলি করা হয়। বর্তমানে তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

বি:দ্র: চায়না রাইফেল ৭.৬২ ক্যালিবার অস্ত্র। যা শতভাগ প্রাণঘাতী। তাদের নির্দেশে বিজিবির সদস্যরা রামপুরা, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর এলাকায় এই গুলি ছোড়েন। চায়না রাইফেলের গুলিতে কি হতে পারে।

পাকিস্তানের রাজপথে জনতার উচ্ছ্বাস- ছবি এএফপি
10/05/2025

পাকিস্তানের রাজপথে জনতার উচ্ছ্বাস- ছবি এএফপি

10/05/2025

এনসিপির দুই নেতার নেতৃত্ব দৈনিক জনকণ্ঠ অফিসে হা-ম-লা। সাংবাদিকদের মা-র-ধর।

10/05/2025

আওয়ামী লীগ নি-ষি-দ্ধের দাবিতে রাজপথে এনসিপি নেতারা।

৯৫ বছর বয়সী এক চীনা ডাক্তার প্রতিদিন এটি পান করেন! তাঁর লিভার ও অন্ত্র এখনো তরুণদের মতো!
11/04/2025

৯৫ বছর বয়সী এক চীনা ডাক্তার প্রতিদিন এটি পান করেন! তাঁর লিভার ও অন্ত্র এখনো তরুণদের মতো!

৩ দিন আগে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সিদ্ধান্তে বাংলাদেশে একটি পক্ষের মধ্যে কান্নার রোল পড়ে গ...
11/04/2025

৩ দিন আগে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সিদ্ধান্তে বাংলাদেশে একটি পক্ষের মধ্যে কান্নার রোল পড়ে গেলো। এই বুঝি বাংলাদেশ গেলো! তখন ড. ইউনুস জরুরী সভা ডেকে সিদ্ধান্ত নিলো মার্কিন সরকারকে এই শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে একটি চিঠি দিবেন। গত সোমবার ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করে একটি চিঠি দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এর ঠিক দুইদিন পরে একমাত্র চীন বাদে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি কাকতালীয় হলেও সত্য হলো, কেনো ট্রাম্প ওই ৯০ দিন বেছে নিলেন? তবে কি নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের অনুরোধই রাখলেন ডোনাল্ড ট্রাম্প? না হলে ৯০ দিনই কেনো? ১৫ দিন, ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর কেনো নয়? ইটস, ম্যাজিক্যাল ইউনুস🙏
উল্লেখ্য: পৃথিবীতে আর কোনো রাষ্ট্র কিন্তু ঠিক ওই ৯০ দিনের জন্য ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানায়নি। তারমানে, আমাদের একজন নোবেলজয়ীর অনুরোধে বিশ্ব অর্থনীতি ঘুরে গেলো! এবার বিশ্লেষণ করুন কোথায় কি হলো। জবাব মিলে যাবে।

12/12/2024

জোর যার মুল্লুক তার😅😒

Address

৯০ বীর উত্তম সিআর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা-১০০০
Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Kagoj Pratidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kagoj Pratidin:

Share