পঞ্চগড় ইসলামিক দাওয়াহ

পঞ্চগড় ইসলামিক দাওয়াহ words of Quran and Hadith. ❣️

🤑 ২০ টাকার নোটে মন্দিরের ছবি: ইমানের এ.সি. সেন্সর চালু হয়েছে!দেশে এক নতুন ফিতনা দেখা দিয়েছে—না না, ঘুষ-দুর্নীতি না...২০ ...
04/06/2025

🤑 ২০ টাকার নোটে মন্দিরের ছবি: ইমানের এ.সি. সেন্সর চালু হয়েছে!

দেশে এক নতুন ফিতনা দেখা দিয়েছে—
না না, ঘুষ-দুর্নীতি না...
২০ টাকার নোটে মন্দিরের ছবি!!
ইমান কাঁপছে, বুক ধুকপুক করছে, কেউ কেউ তো নোট দেখেই অজু ভেঙে ফেলছে! 🙈

🔍 ভাবলাম, কুরআন-হাদিস খুলে দেখি –
"নোটে মন্দির থাকলে নামাজ ভঙ্গ হয় কিনা?"
কি আশ্চর্য! কোথাও তো পেলাম না!
হাদিসে আছে প্রাণীর ছবি সম্পর্কে সতর্কতা,
কিন্তু নোটে স্থাপত্য? – সাইলেন্ট মুডে! 😶

তবুও আমাদের কিছু ভাইয়ের ইমান এতো সেন্সিটিভ –
পকেটে নোট রাখলে অজু তো দূরের কথা, মনে হয় রুকু-সিজদাও ইনভ্যালিড হয়ে যায়!
ভাইয়েরা রীতিমতো ফতোয়া দিয়েই বসে গেলেন:
➡️ “এই নোট পকেটে থাকলে নামাজ হারাম!!” 😤
হায়! যদি ইমান এমন ছবিভিত্তিক হতো, তাহলে তো ঈমানদারির শর্ত হতো—“সেলফি মুক্ত জীবন”! 📸

🤣 অথচ এতদিন ধরে আমরা
→ মুজিবের ছবিওয়ালা টাকা নিয়ে ওয়াশরুমে গেছি,
→ ঐ টাকাতেই সিগারেট কিনেছি,
→ এক টাকা ব্যাঙ খাই, পাঁচ টাকায় ঘুষ দিই—
তখন কারো ইমান গড়াগড়ি খায়নি!

কারণ? তখন তো প্রশ্ন করলে ধারা ৫৭-এর মামলায় ঠাঁই হতো!
“চুপ! রাষ্ট্রপিতা!”—এই আওয়াজেই তখন ইমান চুপসে যেত। 🙃
কিন্তু এখন?
২০ টাকার মন্দির দেখে, হঠাৎই অনেকে “মুফতি অফ ফেসবুক” হয়ে গেছেন!

এখন নতুন ট্রেন্ড হতে পারে:
ভাই, নামাজ তো পড়তাম, কিন্তু আজকাল পকেটে বিশ টাকার নোট... তাতে মন্দিরের ছবি। এখন কইয়া বলেন, কিভাবে নামাজ পড়ি?” 😩
কেউ কেউ তো নোট রাখার আগে তার উপরে চাপ দিয়ে বলছে:
"লা ইলাহা ইল্লাল্লাহ"—এইবার ঠিক আছে!" 😑

� বাস্তবতা:
ইমান যদি এত ঠুনকো হয়, যে একটা ছবিই তাকে নাড়া দেয়—
তাহলে সেই ইমান আসলে কিসের?
নোটের ডিজাইন না বদলালে কি ইবাদত হয় না?

আসুন ভাই ও বোনেরা,
ইমানকে বানাই জ্ঞানের উপর ভিত্তি করে,
টাকায় থাকা ছবির উপর না!

ইসলাম ফটোসেন্সিটিভ ধর্ম নয় – এটা যুক্তি, দলিল ও হিকমাতের ধর্ম।
আর ব্যালেন্সে থাকুন, ব্যালান্স নষ্ট করলেই রোজার মতো সওয়াবও চলে যেতে পারে… 😉

28/05/2025
প্রচলিত কুসংস্কার নিয়ে নিয়মিত পোষ্ট থাকবে ইনশাআল্লাহ ❤️সকলেই পেইজটিকে ফলো দিয়ে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেই👍
25/05/2025

প্রচলিত কুসংস্কার নিয়ে নিয়মিত পোষ্ট থাকবে ইনশাআল্লাহ ❤️
সকলেই পেইজটিকে ফলো দিয়ে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেই👍

21/05/2025

মুসুল্লিদের প্রশ্ন ❓

হুজুর পড়ালেন মাগরিবের নামাজ
কিন্তু সুরা পড়লেন আসরের🤔

প্রশ্ন থেকে যায়।
05/05/2025

প্রশ্ন থেকে যায়।

03/05/2025

অযৌক্তিক এবং অত্যন্ত ভয়ংকর 'বৈবাহিক ধ*র্ষ*ণ' আইন বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। প্রমাণ না থাকায় দুশ্চ'রিত্রা নারীরা ফায়দা নিবে, এতে পুরুষরা মারাত্মক হেনস্থা হবে।

03/05/2025

স্বামী -স্ত্রীর মাঝেও ধ-র্ষ-নের আইন চায়
অথচ পতিতাদের শ্রমিকের স্বীকৃতি চায়।

আগেই বলেছিলাম😬
28/04/2025

আগেই বলেছিলাম😬

Address

Bhojonpur
Tetulia
5030

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চগড় ইসলামিক দাওয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share