বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’ Worldly life is short, so turn to Allah before you return to Allah.

10/02/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন শাখার পক্ষ থেকে রাস্তা মেরামত।

স্থানঃ লাউথুতি, ঠেংগামেলী।
প্রোজেক্টঃ ৩

সার্বিক তত্ত্বাবধানেঃ ডাঃ মোঃ আবুল কাশেম। সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন শাখা।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ❤️🌙Blue Haven Shop এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ বয়ে আনুক স...
10/04/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ❤️🌙

Blue Haven Shop এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ।

Let this Eid we dedicate to the children of Palestine 🇵🇸


07/04/2024

যে কারণে আমাদের উন্নতি হয় না _ শায়খ মাহমুদ আল হাসানাত।

New Arrivals 🤩Available Color: সাদা / সুরমা কালার।ফেব্রিক্সঃ Comfortable & Soft Cottonসাইজঃ M, L, XL (40, 42, 44)✅ অর্ডা...
27/03/2024

New Arrivals 🤩

Available Color: সাদা / সুরমা কালার।
ফেব্রিক্সঃ Comfortable & Soft Cotton
সাইজঃ M, L, XL (40, 42, 44)

✅ অর্ডার কনফর্ম করতে আপনার নাম, ঠিকানা, নাম্বার দিয়ে ইনবক্সে মেসেজ করুন। অথবা
☎ যোগাযোগ করুন :-
01755416443 / 01303-022200 (Whatsapp)

এছাড়াও আপনি আমাদের Website থেকেও Order করতে পারেন - https://bluehavenshop.com

💥💥 Stock Limited

🌙 স্পেশাল ঈদ কালেকশনআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম সব পাঞ্জাবি কালেকশন। বিঃদ্...
25/03/2024

🌙 স্পেশাল ঈদ কালেকশন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম সব পাঞ্জাবি কালেকশন।

বিঃদ্রঃ সারা দেশে হোম ডেলিভারি একদম ফ্রী। এছাড়াও থাকছে পন্য হাতে পেয়ে দেখে বুঝে মূল্য পরিশোধ করার সুবিধা।

✅ অর্ডার কনফর্ম করতে আপনার নাম, ঠিকানা, নাম্বার দিয়ে ইনবক্সে মেসেজ করুন। অথবা
☎ যোগাযোগ করুন :-
01755416443 / 01303022200 (Whatsapp)

এছাড়াও আপনি আমাদের Website থেকেও Order করতে পারেন - https://bluehavenshop.com

🔥🔥স্টক সীমিত। তাই দেরি না করে এখনি Order করুন।

Men's Premium Quality Panjabi - Indian dobi febrics কোডঃ PNJ-317কালারঃ কালোফেব্রিক্সঃ ইনডিয়ান ডবি ফেব্রিক্সসাইজঃ M, L, X...
22/03/2024

Men's Premium Quality Panjabi - Indian dobi febrics

কোডঃ PNJ-317

কালারঃ কালো
ফেব্রিক্সঃ ইনডিয়ান ডবি ফেব্রিক্স
সাইজঃ M, L, XL (40, 42, 44)

100% কোয়ালিটির নিশ্চয়তা
প্রিমিয়াম এমব্রয়ডারি
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি।

Navy Blue Fashionable Indian dobi febric Panjabiকোডঃ PNJ-311কালারঃ নেভি ব্লুফেব্রিক্সঃ ইনডিয়ান ডবি ফেব্রিক্সসাইজঃ M, L, ...
22/03/2024

Navy Blue Fashionable Indian dobi febric Panjabi

কোডঃ PNJ-311

কালারঃ নেভি ব্লু
ফেব্রিক্সঃ ইনডিয়ান ডবি ফেব্রিক্স
সাইজঃ M, L, XL (40, 42, 44)

100% কোয়ালিটির নিশ্চয়তা
প্রিমিয়াম এমব্রয়ডারি
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি।

18/03/2024

যে ব্যক্তি দীর্ঘায়ু ও রিযিক বৃদ্ধির আশা করে, সে যেনো পিতা-মাতার আনুগত্য করে এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে!
(মুসনাদ আহমাদ, ৩২৭৭) 🍂

08/03/2024

৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ-

১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা।
২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা।
৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা।
৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া।
৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা।
৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা।
৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা।
১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
১১. সালাতুল দোহা আদায় করা।
১২. সময়মতো ফযর, যোহর, আছর,
মাগরিব ও এশার নামাজ আদায় করা।
১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা।
১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা।
১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা।
১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা।
১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা।
১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও
সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা।
১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া।
২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আ-মীন।

08/03/2024

তোমাদের মধ্যে যারা বিবাহহীন (তারা পুরুষ হোক কিংবা নারী), তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ অতিপ্রাচুর্যময়, সর্বজ্ঞ।

সূরা আন-নূর, আয়াত (৩২)

"No matter how big the problem may seem, do not lose hope, for Allah's wisdom and guidance surpass all obstacles, lighti...
06/03/2024

"No matter how big the problem may seem, do not lose hope, for Allah's wisdom and guidance surpass all obstacles, lighting the path to resolution."

29/02/2024

চান আল্লাহর নেয়ামত নেমে আসুক?

"আপনি যখন আল্লাহর নিকটে ক্ষমাপ্রাপ্ত হবেন, তখন আপনার অবাধ্যতার কারণে যেসব রিজিক থেকে বঞ্চিত হতেন সেগুলো আসতে থাকবে।

আল্লাহর কাছেই আমাদের সকল চাওয়া, তিনিই আমাদের দেন। কিন্তু কিছু রিজিক আমাদের অবাধ্যতার পাপের কারণে আটকে থাকে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি অবশ্যই দিবেন। আল্লাহ তাওবাকারীর তাওবা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এজন্য তাওবা করে আপনার পাপ, অবাধ্যতা ও ভুলের জন্য তাঁর কাছে ফিরে এসে ক্ষমা চান। তিনি আপনার সমস্যাগুলো ধীরে ধীরে মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ।"

বই : আমি ও আমার রব

মূল : উস্তাদ নোমান আলী খান

Address

Thakurgaon
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share