বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’ Worldly life is short, so turn to Allah before you return to Allah.

05/08/2025

৩৬ই জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিজয়ী গণমিছিল পরবর্তী বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।

05/08/2025

৩৬ই জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিজয়ী গণমিছিল পরবর্তী বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলমগীর হোসেন।

৩৬ জুলাই (৫ আগস্ট) ২য় স্বাধীনতার ১ম বার্ষিকী উপলক্ষে সংগ্রামী ছাত্র-জনতাকে জানাই বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা।
04/08/2025

৩৬ জুলাই (৫ আগস্ট) ২য় স্বাধীনতার ১ম বার্ষিকী উপলক্ষে সংগ্রামী ছাত্র-জনতাকে জানাই বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা।

02/08/2025

আমীরে জামায়াত বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করে দেশের চিকিৎসকদের সম্মানিত করেছেন, চিকিৎসাব্যবস্থাকে উৎসাহিত করেছেন এবং তিনি যা বলেন তা করে দেখিয়েছেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে মহানগরী আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল।

29/07/2025

চাঁ°দা নয়‚ জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব -
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে কথিত চাঁ°দাবাজির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন -
বাংলাদেশ জামায়াতে ইসলামী‚ নাটোর জেলা।

আলহামদুলিল্লাহ ❤️
26/07/2025

আলহামদুলিল্লাহ ❤️

রুকন সম্মেলন ২৫-০৭-২০২৫ #বাংলাদেশ_জামায়াতে_ইসলামীঢাকা মহানগরী দক্ষিণ
25/07/2025

রুকন সম্মেলন ২৫-০৭-২০২৫
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
ঢাকা মহানগরী দক্ষিণ

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তাউত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায়...
22/07/2025

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

যদি হাসপাতালে আহতদের দেখতে যাওয়া, পাশে দাঁড়ানো আর আর্থিক সহায়তা করা রাজনীতি হয় — তাহলে আমি বলবো এমন রাজনীতি এই দেশেই দরক...
22/07/2025

যদি হাসপাতালে আহতদের দেখতে যাওয়া, পাশে দাঁড়ানো আর আর্থিক সহায়তা করা রাজনীতি হয় — তাহলে আমি বলবো এমন রাজনীতি এই দেশেই দরকার।

গতকাল জামায়াতে ইসলামীর আমির বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়েছিলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। অনেকেই প্রশ্ন তুলছেন, সমালোচনা করছেন। অথচ তারা হয়তো জানেন না — তিনি নিজেই একজন ডাক্তার। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন চিকিৎসক।

সমালোচনা আগে না করে অন্তত মানবিকতাকে সম্মান করতে শিখুন।

পঞ্চাশ লক্ষ টাকা ও বিশ জন (বার্ণ) প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন "বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর" ডা. শফিকুর রহমা...
22/07/2025

পঞ্চাশ লক্ষ টাকা ও বিশ জন (বার্ণ) প্লাস্টিক সার্জারি সার্জন পাঠিয়েছেন "বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর" ডা. শফিকুর রহমান।
#আলহামদুলিল্লাহ

ঢাকা শহরে ইবনে সিনা হাসপাতালের ১৮ টি সেন্টার ও ইসলামি ব্যাংক হাসপাতালের ৪ টি সেন্টারে ভুক্তভোগী যে কোন ধরনের সেবা নিতে পারবেন ফ্রি অব চার্জ।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর  রহমানের বক্তব্যের মধ্যে অন্যতম ছিলঃ —১। পূর্বাচলে ৩ কাটা করে প্লট বরাদ্দ পেতেন এমপি, মন্ত্রীরা...
19/07/2025

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে অন্যতম ছিলঃ —

১। পূর্বাচলে ৩ কাটা করে প্লট বরাদ্দ পেতেন এমপি, মন্ত্রীরা। জামায়াতের এমপি হলে এ সুযোগ থাকবে না!

২। আগে এমপিদের - মন্ত্রীদের জন্য শুল্কমুক্ত গাড়ী বরাদ্দ ছিলো, পূর্বেকার এ ঐতিহ্যও শেষ!!

৩। এমপিরা নিজ এলাকার উন্নয়নে যা বরাদ্দ পাবেন, বছর শেষে ১৮ কোটির সামনে হিসাব উপস্থাপন করতে হবে।

৪। দুর্নীতি করবেন না, করতেও দিবেন না।

একজন জামায়াত কর্মী হিসাবে আমি বলতে চাই,
এরপরেও যদি জামাতের কোন নেতৃবৃন্দ এবং এমপি মন্ত্রীদের কেউ দুর্নীতির সাথে জড়িত হয় এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা লড়বো --ইনশাআল্লাহ

আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই! যেখানে দুর্নীতি অন্যায় অবিচার থাকবে না।
একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি।

মৃত্যু ভয়ে আমরা ভীত নই!

আমি শিশুদের বন্ধু,আমি যুবকদের ভাই,আমি বয়স্কদের সহযোদ্ধা।— আমীরে জামায়াত ড. শফিকুর রহমান।মহান আল্লাহ তাআলা সম্মানিত আমী...
19/07/2025

আমি শিশুদের বন্ধু,
আমি যুবকদের ভাই,
আমি বয়স্কদের সহযোদ্ধা।

— আমীরে জামায়াত ড. শফিকুর রহমান।

মহান আল্লাহ তাআলা সম্মানিত আমীরে জামায়াতকে সুস্থ রাখুন এবং হিম্মাহকে বাড়িয়ে দিন।
#আমিন

Address

Thakurgaon
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘‘শুখানপুকুরী শাখা’’ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share