Dawah Deen Islam

Dawah Deen Islam It's a page of dawah.. here u can find Islamic posts, pics, etc

25/01/2025

মানুষটাকে দেখতাম... সারাক্ষণ ব্যস্ত। খাওয়া নেই, ঘুম নেই, সার্বক্ষণিক ছোটাছুটি। রাতে বাসায় ফিরছে দেরি করে, সকাল হতেই বেরিয়ে যাচ্ছে। মাঝেমাঝে জিজ্ঞেস করলে বলতো, আল্লাহই তো রিযিকের জন্য পরিশ্রম করতে বলেছেন।

এরপর কয়েক বছর পর...

তার সেই ব্যস্ততা আর নেই। ব্যবসা করছে ঠিকই, কিন্তু সেই চঞ্চলতা, অস্থিরতাটুকু নেই। নামাজের সময় হলে আযান দিলেই মসজিদে চলে যাচ্ছে। বিভিন্ন দ্বীনি মাজলিসে শরিক হচ্ছে। ফ্যামিলি নিয়ে ছুটির দিনগুলোতে ঘুরতে যাচ্ছে।

ভাবলাম ব্যবসা মেবি ওয়েল স্ট্যাবলিশড হয়ে গিয়েছে। এখন আর তেমন সময় না দিলেও চলে। কিন্তু জিজ্ঞেস করাতে বললো ভিন্ন কথা।

ব্যবসা আগের চেয়ে কম। আগে ১০টাকা ইনকাম হলে এখন হয় ৮ টাকা। তবে এখন আমি রিযিক তালাশ করি, প্রতিযোগিতা করি না। আমার এখন অমুকের মত হওয়ার চাহিদা নেই। নির্দিষ্ট কোন টার্গেট নেই।

আমি দিনের ফিক্সড টাইমে রিযিক খুঁজি আর রাসূলের শেখানো দুআটা পড়ি - “আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন। আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দিন।”

আমি রিযিকের সাথে নতুন করে আল্লাহর কাছে থেকে সুকুন (প্রশান্তি) চেয়ে নিয়েছি।

ওযালিল্লাহিল হামদ।…

© Rizwanul kabir

'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' হল ক্যান্টিনে পর্দানশীল ডাক্তার বোনদের জন্যে চালু হলো "পর্দা কর্ণার"। ইতোপূর...
25/01/2025

'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' হল ক্যান্টিনে পর্দানশীল ডাক্তার বোনদের জন্যে চালু হলো "পর্দা কর্ণার"।
ইতোপূর্বে কুমিল্লা মেডিকেল কলেজেও অনুরুপ উদ্যোগ দেখা গিয়েছিলো।

25/01/2025

ফেসবুক থেকে অন্তত এক সপ্তাহের জন্য বিদায় নিব ইনশাআল্লাহ এবং সুযোগ থাকলে আপনাদের ও বিরতি নেয়ার অনুরোধ করছি 🍀

এই কয়দিন আমরা ফেসবুক আনস্টল করে দিব বা আইডি ডিএক্টিভেট করে দিব। পড়া বা পড়ানোর জন্য অন্য এপ্স খোলা থাকতে পারে কিন্তু ইন্টারনেট চালিয়ে ফেসবুক, ইউটিউবে ঢোকা টোটালি অফ করতে হবে।
তাই ইউটিউব ও ডিজেবল (disable) করে দিবেন। অন্য কোন এপ্সে টাইম নস্ট হলে সেটাও আনস্টল করবেন।
ইন্টারনেটে অযথা সময় নস্ট করা হতে বাঁচতে এবং এতে অভ্যস্ত হতে এই প্রচেষ্টা। বিশেষ করে নিজের আমল ইবাদতের উন্নতির জন্যেও এই বিরতির দরকার আছে।
এই পোস্ট যার যেদিন ই চোখে পড়ুক সুযোগ থাকলে তার ১/২ দিনের মাঝে ই এই চ্যালেঞ্জ নেয়ার চেষ্টা করার অনুরোধ থাকবে। এবং অবশ্য ই আল্লাহর সাহায্য তাওফিক চেয়ে নিবেন।

▪️ এই কয়দিনে কি কি করতে পারেন-

🌱 আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে টার্গেট হিসেবে নিয়ে প্রতি ওয়াক্তেই চেষ্টা করতে হবে দ্রুত নামাজ পড়া শুরুর। অন্তত পুরো ওয়াক্তের অর্ধেক টাইম পার হবার আগেই পড়ার চেষ্টা করবেন।
এবং নামাজ পড়তে হবে যথাসাধ্য ধীরেধীরে মন দিয়ে। প্রতিটা সূরা তাসবিহ শুদ্ধভাবে খেয়াল করে উচ্চারণের চেষ্টা করতে হবে।

আর সুযোগ থাকলে ফজরের পর নিষিদ্ধ টাইম পার হবার পর দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন নিয়মিত। আমল অল্প হোক কিন্তু নিয়মিত হোক এটা গুরুত্বপূর্ণ।

🌱 প্রতি অজুর সময় মেসওয়াক করার চেষ্টা করবেন এবং ঘুম হতে উঠেও।
মিসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত।
এছাড়া অন্য কোন সুন্নত ও আমলে পরিনত করার চেষ্টা করবেন চাই তা এক দুইটাই হোক না কেন।

🌱 কুরআন পড়ার সুযোগ আছে যাদের
(অর্থাৎ বোনেরা হায়েজ-নেফাস বিহীন অবস্থায় থাকলে)
প্রতিদিন অবশ্য ই কুরআন অন্তত ১০ পৃষ্ঠা পড়ার চেষ্টা করবেন। একান্ত না পারলে ৫ পৃষ্ঠা।
বিশেষ করে সূরা মুলক মুখস্থ না থাকলে মুখস্থ এর চেষ্টা করতে পারেন অবশ্য ই।
প্রতিদিন ৪/৫ আয়াত মুখস্থ করলেই হবে।

🌱 কুরআন এর ২৮ নং পারার অর্থ ও ব্যাখ্যা (তাফসীর) খুব খেয়াল করে পড়বেন প্রতিদিন। প্রতিদিন অন্তত একটা সূরার অর্থ ব্যাখ্যা পড়ার চেষ্টা করা গেলে ১০ দিনের মাঝে ই এক পারা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যস্ততা বেশি হলে অল্প করেই পড়েন তবু পড়তে থাকুন। এবং অবশ্য ই অর্থ এর সাথে তাফসীর ও পড়ে নিবেন।
আমি ২৮ নং পারা সাজেস্ট করছি কিন্তু যার ইচ্ছে অন্য কোন পারা পড়তে পারেন।

ব্যাখ্যা পড়তে তাফসীরে উসমানি
বা তাফসীরে মাআরেফুল কুরআন পড়তে পারেন এগুলো সহজবোধ্য। বা অন্য কোন ভালো তাফসীরের কিতাব। বাসায় না থাকলে এবং কেনার সুযোগ এখন না থাকলে "Muslim bangla" এপ্স হতে তাফসীর ডাউনলোড করে নিতে পারেন। Markazul quran এপ্স হতেও তাফসীর ডাউনলোড করতে পারেন।

🌱 অবসর পেলে একটা ভালো ইসলামি বই হতে কিছু পড়ুন উপকার ফায়দা লাভের নিয়তে আমলের নিয়তে।
সুন্নত বিষয়ক বই থাকলে আমলের নিয়তে কিছু সুন্নত পড়ে পড়ে আমল করার চেষ্টা শুরু করবেন।

-🌱 প্রতিদিন সকাল সন্ধ্যা ১০০ বার পড়বেন- سُبْحَانَ اللّهِ وَ بِحَمْدِهِ
(ছুবহানাল্ল-হি ওয়া বিহামদিহী)

এছাড়া দিনের কোন টাইম ফিক্সড করে কিছু জিকিরের চেষ্টা করতে পারি আমরা। প্রয়োজনে এলার্ম দিয়ে রাখবেন রিমাইন্ডার হিসেবে।
যেমন প্রতিদিন ১০০ বার করে পড়তে পারেন - ছুবহানাল্লহ।
আলহামদুলিল্লাহ।
আল্লহু আকবার।
লা ইলাহা ইল্লাল্ল-হ।
لا حَوۡلَ ولاَ قوّةَ اِلاّ بالله
লা হাওলা ওয়ালা ক্কুউয়াতা ইল্লা বিল্লাহ।
এবং ১০০ বার দরুদে ইব্রাহীম বা ছোট দরুদ।
১০০ বার যে কোন ইস্তেগফার।

এবং সারাদিন যত পারা যায় "আস্তাগফিরুল্লহ" বা "আল্লহুম্মাগ ফিরলিই" পড়তে থাকা বা দরুদ পড়তে থাকা। আর সুযোগ পেলেই দুয়া করতে পারেন। দুয়াও ইবাদত।

🌱রাতে দ্রুত ঘুমের অভ্যাস করতে পারাটা অনেক অনেক দরকারী আমাদের জন্য। আমি নিজেই এটা খুব চেয়েও এখনো অভ্যাস করতে পারছিনা
তাই এটাও অন্যতম টার্গেট হিসেবে দেখি।
এবং দুয়া চেষ্টা চালিয়ে যেতে চাই।

⚠️ ইভেন যদি আমল ঠিকমতো না করা হয় তবু ফেসবুক ইউটিউবে ঢুকবেন না।
কোন নিউজ জানার জন্যেও না।
একান্ত ই জানা জরুরী হলে নিউজপেপার বা পেপার পড়ার এপ্স আছে তো।
আর আমল করতে আগ্রহ না ই পেলে অবসরে একটু দুয়া করুন। আমলের তাওফিক চান। সময় থাকলে পছন্দমতো কোন বই পড়া বা শখের কাজ ই করুন তবু যে নিয়তেই হোক সুযোগ পেলেই মোবাইল ইন্টারনেট চালানোর আসক্তি/ অভ্যাস দূর করতে কিছুদিনের জন্য হলেও এই বিরতি নিন প্লিজ।

- Jumana Puspo
ুসলিম_নারী

কপি করে পোস্ট দিতে পারেন যদি অন্য কারো
উপকারে আসে এই আশায় 🍀

25/01/2025

হঠাৎ যদি দুনিয়া থেকে বিদায় নেই......

কখনো হয়তো আমি আপনার হক নষ্ট করেছি,গীবত করেছি,আপনার মনে কষ্ট দিয়েছি,আপনার রাগের কারন হয়েছি,আপনার অন্তর ভেংগে দিয়েছি, আপনাকে নিয়ে কুধারনা করেছি!! এসব কারণে আমার জন্য আপনার মনে যেসব, রাগ, অভিমান, কষ্ট জমে আছে তা সব ঝেড়ে ফেলে আমার রব আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিন।নিশ্চয় এর উত্তম প্রতিদান আমার রব আপনাকে দিবেন,আমাকে আপনার দুয়াতে রাখবেন, এটা আমার অনুরোধ!!

আমার নাম ধরে দু'আ করে দিয়েন
একবার সুরা ফাতেহা, ৩বার সুরা ইখলাস পড়ে দিবেন ❤️
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُك َحُسْنَ الْخَاتِمَة

উচ্চারণ: আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই!
[তিরমিযি, ২১৪০]

©

25/01/2025

[৬৭:২৯] আল মুল্‌ক

قُل هُوَ الرَّحمنُ آمَنّا بِهِ وَعَلَيهِ تَوَكَّلنا فَسَتَعلَمونَ مَن هُوَ في ضَلالٍ مُبينٍ

বায়ান ফাউন্ডেশন:
বল, ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর উপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে’?

25/01/2025

[৬৭:২৩] আল মুল্‌ক

قُل هُوَ الَّذي أَنشَأَكُم وَجَعَلَ لَكُمُ السَّمعَ وَالأَبصارَ وَالأَفئِدَةَ قَليلًا ما تَشكُرونَ

বায়ান ফাউন্ডেশন:
বল, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তকরণসমূহ দিয়েছেন। তোমরা খুব অল্পই শোকর কর’।

25/01/2025

[৬৭:১৩] আল মুল্‌ক

وَأَسِرّوا قَولَكُم أَوِ اجهَروا بِهِ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

বায়ান ফাউন্ডেশন:
আর তোমরা তোমাদের কথা গোপন কর অথবা তা প্রকাশ কর, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত।

Address

আর্দশ হাই স্কুলের সামনে
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Deen Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share