13/05/2024
ব্রাজিল যেখানে ফিলিস্তিনের জন্য সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করছে, উলটো আর্জেন্টিনা তখন জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিচ্ছে।
আর আমরা সেই আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে দিচ্ছি।
আমিও নিজে একজন আর্জেন্টিনার ভক্ত ছিলাম কিন্তু আজকের পর থেকে মন থেকে মুছে ফেললাম আর্জেন্টিনার নাম।
কথাটা অনেক কে খারাপ লাগতে পারে। কিন্তু একটু ভেবে দেখুন তো একটা দেশের উপর আর কতটা নির্যাতন, নিপীড়ন করলে আর্জেন্টিনার মতো দেশের চোখে পড়বে, যে একটা দেশের সাথে, একটা জাতির সাথে কতটা অন্যায় করা হচ্ছে।
এই যদি হয় একটা দেশের সরকারের মানসিকতা তাহলে কেমন করে আমরা সেই আর্জেন্টিনার পতাকা বাড়ির উপর টানিয়ে রাখি।
আমাদের মাঝে সামান্য জ্ঞান থাকলে, আমরা আর এমন দেশকে সাপোর্ট করতে চাইবো না। আর যাদের এইটুকুও নেই তারা এসে কমেন্টে গালাগালি করে যাবে।