Apu Chandra Barman - অপু চন্দ্র বর্মন

Apu Chandra Barman - অপু চন্দ্র বর্মন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apu Chandra Barman - অপু চন্দ্র বর্মন, Digital creator, Rajshahi.

জীবন এক নিরবচ্ছিন্ন সাধনা, যেখানে আত্মোপলব্ধি ও চেতনার বিকাশই প্রধান লক্ষ্য। মননের গভীরতায় নিমজ্জিত থেকে জ্ঞানের অন্বেষণ ও সৃজনশীলতাই আমার পথচলার প্রেরণা। প্রতিটি শব্দে প্রতিফলিত হয় হৃদয়ের অনুরণন ও বোধের দ্যুতি।

পোস্ট—
৯:০০ সকাল
১:০০ দুপুর
৭:০০ সন্ধ্যা নমস্কার, আমি অপু চন্দ্র বর্মন। জন্ম ও শৈশব কেটেছে বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা রাজাগাঁও নামক এক শান্তশিষ্ট গ্রাম

ে। জন্মলগ্ন হইতে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আমার এক অপার আকর্ষণ। বাংলাভাষার সৌন্দর্য ও তার অন্তর্নিহিত রসে সিক্ত হইয়া আমি নিজেকে নিয়োজিত করিয়াছি সাহিত্যচর্চায়।

ছোটকাল হইতেই কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনার মাধ্যমে আত্মপ্রকাশ করিবার প্রচেষ্টা চলিয়াছে। আমার লেখায় আমি মানুষের অন্তর্জগতের স্পন্দন, সমাজের দ্বন্দ্ব, ধর্মীয় মূল্যবোধ এবং মানবতার চিরন্তন আহ্বানকে প্রতিফলিত করিবার চেষ্টা করি। আমি বিশ্বাস করি—কলমই হইতে পারে সত্য, ন্যায় ও সুন্দরের অমোঘ বাহন।

শিক্ষাজীবনে আমি বাংলাভাষা ও সাহিত্যে অধ্যয়ন করিতেছি। লেখালেখির পাশাপাশি আমি একটি তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়িয়া তুলিবার স্বপ্ন দেখিতেছি—যেখানে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে মানবিক সেবা, ধর্মীয় চেতনার জাগরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাইবে। আমি প্রত্যাশা করি, আমার প্রতিষ্ঠান দেশব্যাপী শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীল করিতে সক্ষম হইবে।

আমার চিন্তা, অনুভব, স্বপ্ন ও অভিজ্ঞতার এক আন্তরিক মঞ্চ। আমি চাই, পাঠকগণ আমার লেখনীর মধ্যে খুঁজে পান জীবন ও জগতের অনাবিল সৌন্দর্য। আপনাদের মন্তব্য ও মতামত আমার পথচলায় আলোর দিশা দিবে—এই কামনায়, এই যাত্রা।

📖 প্রি-অর্ডার চলছে✨ বইয়ের নাম: এই শহরের মানুষ🖊️ সম্পাদনা: রায়হান মাহমুদ💰 মূল্য: ৩৫০ টাকা🚚 ডেলিভারি চার্জ: ঢাকা ও ঢাকার ...
18/09/2025

📖 প্রি-অর্ডার চলছে

✨ বইয়ের নাম: এই শহরের মানুষ
🖊️ সম্পাদনা: রায়হান মাহমুদ
💰 মূল্য: ৩৫০ টাকা
🚚 ডেলিভারি চার্জ: ঢাকা ও ঢাকার বাইরে ৬০ টাকা

🌿 এই বইয়ে একসাথে স্থান পেয়েছেন দশজন প্রতিভাবান কবি ও লেখকের কবিতা।
তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও স্বপ্নকে এক মলাটের ভেতর বেঁধে দেয়া হয়েছে ভালোবাসার বাঁধনে।

💌 আপনার বুকশেলফে নতুন মাত্রা যোগ করতে কিংবা প্রিয়জনকে উপহার দিতে বইটি হতে পারে অনন্য নির্বাচন।

📩 প্রি-অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ দিন।

👉 সীমিত সংখ্যক কপি প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে।

🌟 কেন পড়বেন এই বই?

সমকালীন দশজন কবির কবিতার সমাহার

শহরের জীবন, প্রেম, বেদনা ও স্বপ্নের বহুমাত্রিক প্রকাশ

সংগ্রহে রাখার মতো একটি সাহিত্যিক দলিল
#এইশহরেরমানুষ #বইপ্রি_অর্ডার #বাংলাবই #কবিতারবই #কবিতাপ্রেমী #নতুনবই #বইমেলা_২০২৫ #শহরেরমানুষ

শুদ্ধীকরণ:✅ থাকতো > থাকত [ক্রিয়ার শেষে যথাসম্ভব ও-কার পরিহার করতে হবে।]✅ মন্ত্রীগন > মন্ত্রীগণ ['গণ' বানানে মূর্ধন্য-ণ অ...
17/09/2025

শুদ্ধীকরণ:
✅ থাকতো > থাকত [ক্রিয়ার শেষে যথাসম্ভব ও-কার পরিহার করতে হবে।]
✅ মন্ত্রীগন > মন্ত্রীগণ ['গণ' বানানে মূর্ধন্য-ণ অপরিহার্য।]
✅ চাকুরী > চাকুরি [চাকরি/চাকুরি ফারসি শব্দ। তাই ঈ-কার পরিহার্য। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৪৫২।]
✅ ব্যবসা > ব্যাবসা [সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১০২৬।]
✅ কোনভাবেই > কোনোভাবেই
✅ গনপরিবহনে > গণপরিবহনে
✅ অতিজরুরী > অতি জরুরি [এটি একটি ফারসি শব্দ। তাই ঈ-কার পরিহার্য। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৫০৬।]
✅ কোন > কোনো ['কোন’ যখন সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ— কী, কে, কোনটি (কোন দিন)। ক্রিয়াবিশেষণ হিসেবে অর্থ— কী প্রকারে, কীভাবে, কীসে (তুমিই বা কোন ভালো খেলোয়াড়)। এটি কোনো বা কোনও শব্দের সমার্থক নয়। ‘কোনো’ অর্থ— অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক বিষয় বা বস্তু, কে বা কী (কোনো বিষয়), বহুর মধ্যে একটি বা একজন।]
✅ এবিষয়ে > এ বিষয়ে
✅ জনগনের > জনগণের [প্রাগুক্ত]
✅ কোন > কোনো [প্রাগুক্ত]
✅ উদ্ধোধন > উদ্‌বোধন [সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১০২৬।]
✅ জনগনকে > জনগণকে [প্রাগুক্ত]
✅ সম্পূর্ন > সম্পূর্ণ
✅ জনগনকে > জনগণকে [প্রাগুক্ত]
✅ দূদকের > দুদকের [দুর্নীতি দমন কমিশন: দুদক, দূদক নয়।]
✅ সম্পূর্ন > সম্পূর্ণ
✅ সন্ত্রাসী - তাদের >সন্ত্রাসী— তাদের

✍️ ভুল ধরা কমিটি

16/09/2025

প্রিয় পাঠক, আপনার জন্যে একটি নোট —

ঠিক এই মুহূর্তে আপনি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন না কেন এটা কোনো বড় ব্যাপার নয়; হতে পারে যে, আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত সফলতার সর্বোচ্চ শিখরে রয়েছেন অথবা সংগ্রাম করে যাচ্ছেন আপনার পথটি পাওয়ার জন্যে। আমি জানি, আমাদের ভেতর একটা সাধারণ ব্যাপার রয়েছে (সম্ভবত একটার চেয়ে অনেক বেশি, কিন্তু একটার ব্যাপারে আমি নিশ্চিত)। সেই মিলটি হচ্ছে, আমরা আমাদের জীবনের উন্নতি করতে চাই, আমাদের নিজস্ব জীবনের।

এটা এরকম কোনো পরামর্শ দেওয়া নয় যে, আমাদের ভেতরে, আমাদের জীবনে কোনো ভুল আছে; কিন্তু মানুষ হিসেবে আমাদের জন্মই হয়েছে ক্রমাগত বিকশিত হওয়া ও উন্নতি করার সহজাত আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা নিয়ে। আমি বিশ্বাস করি, এটা আমাদের সবার ভেতরে বিদ্যমান। তারপরও, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি এবং জীবন প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকে।

একজন গ্রন্থকার হিসেবে, কী-নোট স্পিকার হিসাবে, সফলতার প্রশিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে মানুষকে শেখানো, কীভাবে আমাদের প্রত্যেকের ভেতরের অপরিসীম সম্ভাবনা কাজে লাগিয়ে পূর্ণতার দিকে নিয়ে যাওয়া যায়। মানব সামর্থ্য ও আত্মউন্নয়নের একজন নিবেদিতপ্রাণ ছাত্র হিসেবে সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে আমি বলতে পারি যে, The Miracle Morning সবচেয়ে বাস্তব, ফলাফলকেন্দ্রিক ও জীবন পরিবর্তনকারী একটি পদ্ধতি— যা আমি উপস্থাপন করেছি আপনার জীবনের প্রতিটি দিক উন্নত করার জন্যে।

যাদের জীবনের চাওয়া-পাওয়া অনেক বড়, তাদের জন্যে The Miracle Morning একটি পরিপূর্ণ game changer যা আপনাকে অধরা পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত সফলতা অতীতের সব অর্জনকে ছাড়িয়ে যাবে। আর এসবের ভেতর রয়েছে আপনার উপার্জন বৃদ্ধি, ব্যবসায়ের বিস্তার, বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। এই বইটিতে আরও অধিক যে বিষয়টি রয়েছে, তা হচ্ছে নতুন নতুন উপায় আবিষ্কার করার মাধ্যমে সফলতার এমন পূর্ণতার স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা অর্জন যা আপনি হয়ত এতদিন অবহেলা করেছেন। এর অর্থ আপনার শরীর, সুখ, সম্পর্ক, টাকাপয়সা, আত্মিক জগত অথবা যেকোনো ক্ষেত্র, যা আপনার অগ্রাধিকার তালিকার প্রথম দিকে রয়েছে-সেগুলোর তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন।

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা সম্পর্ককেন্দ্রিক- একটি জিনিস বারবার প্রমাণিত হয়েছে, The Miracle Morning যে কাউকে অনতিক্রম্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শক্তিমান করে তুলবে, যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিরাট সফলতা এনে দেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। আর প্রায়ই এসব ঘটবে খুবই সংক্ষিপ্ত সময়ে।

আপনি নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উন্নতি করতে চান কিংবা বিরাট কোনো পরিবর্তনের জন্যে প্রস্তুতি গ্রহণ করেছেন, যা ব্যাপকভাবে আপনার সমগ্র জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। আপনি আশা করেন, সেই পাল্টানো জীবনে আপনার এই বর্তমান পরিস্থিতি হবে শুধুই একটা স্মৃতি মাত্র। সেক্ষেত্রে নিশ্চিতভাবে এটা বলা যায় যে, আপনি সঠিক বইটি নির্বাচন করেছেন। একটি বৈপ্লবিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি শুরু করতে চলেছেন একটি অলৌকিক ভ্রমণ যা নিশ্চিতভাবে রূপান্তর ঘটাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই… সবকিছুই সকাল ৮টার আগে।

The Miracle Morning ইতোমধ্যে পৃথিবীব্যাপী হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছে (আমার নিজের জীবনেও) এবং আপনার জীবনে ব্যাপক পরিবর্তন বয়ে আনার জন্যে এটা হতে পারে একেবারে একটা পাকা অনুঘটক। আপনার সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে পারাকে এখন আমি বিরাট সম্মানের ব্যাপার বলে মনে করি। আমি আমার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছি এটা নিশ্চিত করতে যে, এই বইটি প্রকৃতই হবে একটি জীবন পাল্টানো বিনিয়োগ- যা আপনার সময়, শক্তি, পর্যবেক্ষণ ও মনোযোগে রূপান্তর ঘটাবে। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার জীবনের একটা অংশ করার জন্যে। একসঙ্গে আমাদের অলৌকিক ভ্রমণ শুরু হতে চলেছে।

ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি (সব সময় )।

“Yo Pal” Hal

বই: দ্য মিরাকল মর্নিং

কারো বেডরুম নক না করে এ ঢুকে পড়া, না পারমিশন নিয়ে কারো টাওয়েল ব্যাবহার করা, মোবাইল ধরা, কারো ব্যাগ খোলা-এইগুলা যে অসভ্যত...
15/09/2025

কারো বেডরুম নক না করে এ ঢুকে পড়া, না পারমিশন নিয়ে কারো টাওয়েল ব্যাবহার করা, মোবাইল ধরা, কারো ব্যাগ খোলা-এইগুলা যে অসভ্যতা এইটা বেশীর ভাগ মানুষ বোঝেইনা৷ তারা এইটা কে কোন ব্যাপারই মনে করেনা।

আরেক গ্রুপ আছে দেখা হলেই জিজ্ঞেস করবে এই তুমি কি কালো হয়ে গেসো,শুকায় গেসো, মোটা হয়ে গেস!!!! এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন ,আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি না বললে আমি জানতাম না,আমার বাসায় আয়না নাই।

আরেক জাতি আছে যারা ,বেতন কত? বাড়ি,গাড়ি করতে পারসি কিনা? বিয়ে করবো কি না!!!

মানুষের এতটুকু পারসোনাল স্পেস থাকা এবং রাখা জরুরী,আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নেই।

এইসমাজ শিক্ষিত হইসে কিন্তু কার্টিসি বা ভদ্রতার এক বিন্দুও শিখে নাই!

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাশয়, বিসর্জনের সময় বেঁধে দেওয়া রাষ্ট্রের কাজ নয়। এই সময় আমাদের শাস্ত্রীয় বিধান অনুযা...
08/09/2025

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাশয়,

বিসর্জনের সময় বেঁধে দেওয়া রাষ্ট্রের কাজ নয়। এই সময় আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী নির্ধারিত হয়। রাষ্ট্রের দায়িত্ব কেবলমাত্র পূজা ও বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করা। তাই আমাদের বিনীত অনুরোধ, পূজা ও বিসর্জনের সময় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবেন, যাতে কোনো প্রকার অশান্তি সৃষ্টি না হয়। বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যাতে শান্তিবাহিনীর নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে মূর্তি ভাঙচুর না করে।

তাছাড়া মদ ও গাঁজার আসরে শুধু কিছু কুলাঙ্গার হিন্দুই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। তাই সেদিকেও কঠোর নজরদারির ব্যবস্থা থাকা জরুরি। একইভাবে পূজা মণ্ডপে ভক্তদের ভিড়ের মধ্যে নেশাগ্রস্ত ছাড়াও চোর, পকেটমার, উগ্রবাদী জঙ্গি এবং নারীর শরীরে অশালীন আচরণকারী অসামাজিক মানুষ প্রবেশ করে থাকে। সেদিকেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অতএব, পূজা ও বিসর্জনের সময় রাষ্ট্র যেন নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষা করে এবং সকল ভক্ত, দর্শনার্থী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করে—এই আবেদন জানাচ্ছি।

07/09/2025

আমাদের জেনারেশন টার সমস্যা হলো,কেউ কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়!

কন্ঠের নীরবতাঅপু চন্দ্র বর্মন ◼️নিশ্ছল চুপের আড়ালে,কতো মানুষ হারায় পথ,কন্ঠে জীবন বাঁচায়—কথা বলা হয়নি, তাই কেউ আসে না...
07/09/2025

কন্ঠের নীরবতা
অপু চন্দ্র বর্মন
◼️

নিশ্ছল চুপের আড়ালে,
কতো মানুষ হারায় পথ,
কন্ঠে জীবন বাঁচায়—
কথা বলা হয়নি, তাই কেউ আসে না কাছে।

প্রিয় মুখের হাসি ফিকে হয়ে যায়,
অজানার দূরত্বে হারায় অভিসার,
হৃদয় ভাঙে নীরবতার ঢেউয়ে,
মধুর স্মৃতিও হয় বিলীন।

কেন আঁধারে হারায় আত্মার আলো?
কেন নিঃশব্দে ম্লান হয় হৃদয়ের সুর?
যদি সাহস করি কন্ঠে বলার,
হয়তো ফিরে আসে ছায়া-হাসি।

শীতল বাতাসে ভেসে যায় শব্দহীন ক্ষণ,
প্রিয়জনের চোখে থেকে যায় ফাঁকা চিহ্ন।
প্রতি নিঃশ্বাসে কেঁদে ওঠে স্মৃতি,
যেখানে কথার সেতু নেই, শুধু ফাঁকা পথ।

কতো বার কলঙ্কের মত শোনা যায়—
“কথা বলা হয়নি, তাই বুঝতে পারিনি।”
কোথায় হারায় ভালোবাসার স্পর্শ?
কোথায় যায় অমোঘ অনুভূতির দ্যুতি?

তবু হৃদয় ছাড়ে না আশা,
যদি সাহস করি প্রকাশের পথে হাঁটতে।
কন্ঠের সেতু বাঁধি দূরত্বের ওপরে,
দূরত্ব হয় অল্পস্মরণীয়, ফিরে আসে প্রিয়জন।

শুধু না বলা কথায় নয়,
শুধু নীরবতায় নয়—
প্রত্যেক মুহূর্তে লুকানো থাকে জীবন,
প্রকাশের জন্য অপেক্ষা করে অন্তরস্পন্দন।

শেষে বুঝি—কন্ঠই জীবন,
কথা বলা না হলে হারায় মানুষ।
হৃদয়ের ভাষা শোনার সাহস চাই,
নাহলে চিরকাল দূরে সরে যাবে প্রিয়জন।

04/09/2025

এতদিন পর বুঝলাম ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে, আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর!

04/09/2025

তোমার না থাকা, মেঘের ফাঁকে ছায়া,
শহরের ধুলোর রাস্তায় হারানো মায়া।
নদীর মতো সময় বয়, পূর্ণ করে সব,
তবু তোমার অভাব, শূন্য গাছের কষ্টের রব।

নিয়ন আলোয়, বৃষ্টির ফোঁটায় তোমার নাম,
হৃদয়ে থেকে যায়, শিশিরের মতো অধরা ধাম।

— অপু চন্দ্র

02/09/2025

মাঝে মধ্যে খারাপ সময় আসাটা খুব দরকার! কে তোমার ভালো চায়, কে খারাপ চায়, কে তোমার শুভাকাঙ্ক্ষী, আর কে আসলে মু'খো'শপড়ে ছিলো!তার সবই এক নিমেষে টের পাওয়া যায়! ❤️

শুভ সকাল 🥀
02/09/2025

শুভ সকাল 🥀

With Prakash Creation – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉
29/08/2025

With Prakash Creation – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉

Address

Rājshāhi
5103

Alerts

Be the first to know and let us send you an email when Apu Chandra Barman - অপু চন্দ্র বর্মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apu Chandra Barman - অপু চন্দ্র বর্মন:

Share