18/07/2025
১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন সবাই।
বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807 # ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807 #, বাংলালিংক গ্রাহকরা *121*1807 # এবং টেলিটক গ্রাহকরা *111*1807 # ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।