OnkKichu.Com

OnkKichu.Com অর্ডার করুন অনলাইনে ডেলিভারি নিন ঘরে বসে।।।
(2)

14/04/2025

আসসালামু আলাইকুম। onkkichu.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা।

With Excellent Product Excellent Life – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
14/04/2025

With Excellent Product Excellent Life – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

25/01/2025
🌟 কিনোয়া: সব বয়সের সুস্বাস্থ্যের জন্য 🌟কিনোয়া এমন এক খাদ্য, যা বিভিন্ন ধরনের রোগীর জন্য অত্যন্ত উপকারী। আসুন জেনে নেই কে...
18/01/2025

🌟 কিনোয়া: সব বয়সের সুস্বাস্থ্যের জন্য 🌟

কিনোয়া এমন এক খাদ্য, যা বিভিন্ন ধরনের রোগীর জন্য অত্যন্ত উপকারী। আসুন জেনে নেই কেন!

🔵 ডায়াবেটিস রোগীদের জন্য:
👉 লো গ্লাইসেমিক ইনডেক্স থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
👉 উচ্চ ফাইবার ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।

🟢 হার্টের রোগীদের জন্য:
👉 কোলেস্টেরল কমাতে সহায়ক, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
👉 এতে আছে ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

🟡 গ্যাস্ট্রিকের রোগীদের জন্য:
👉 গ্লুটেন-ফ্রি হওয়ায় এটি সহজে হজম হয়।
👉 পাকস্থলীর প্রদাহ কমায়।

🔴 ওবেসিটি বা অতিরিক্ত ওজনের রোগীদের জন্য:
👉 উচ্চ প্রোটিন ও ফাইবার মেটাবলিজম বাড়ায় এবং ক্ষুধা কমায়।
👉 ওজন কমাতে কার্যকর।

🟣 অ্যানিমিয়ার রোগীদের জন্য:
👉 এতে আছে প্রচুর আয়রন, যা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে।

✅ কিনোয়া: প্রকৃতির অপূর্ব উপহার! সুস্থ থাকতে আজই যুক্ত করুন আপনার খাদ্যতালিকায়।
📦 অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে।
📞 01764718480

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/11/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

👉এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম।                  -Female and male-কার্যকারিতা :--------------------* ফাইন লাই...
11/11/2024

👉এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম।
-Female and male-

কার্যকারিতা :
--------------------
* ফাইন লাইন্স এবং ঝুলে পড়া ত্বককে স্বাভাবিক করে।
* ত্বক র্ফসা করতে অত্যন্ত কার্যকরী এবং চোখের নীচের বলি রেখাসহ কালো দাগ দূর করে।
* ব্রণের দাগও লোমকূপ পরিষ্কার করে এবং অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান।
* এটি সানবার্ন, ত্বকের মোটা হয়ে যাওয়ার ফাটা দাগ, স্ট্রেচ মার্ক ও ছোপ ছোপ দাগ দূর করে।
* 'স্কিন অ্যাক্সকোলিয়েটার' এটি ত্বকের ময়লা দূর করে তারুণ্য ধরে রাখে।
* প্রাকৃতিক ব্লিচিং প্রপাটিজ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বক উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে।
* শুকনো, রুক্ষ ও খসখসে চামড়া সরাতে সক্ষম, তাই চমড়া মোলায়েম ও নরম থাকে।
* ত্বকের পুষ্টি যোগায় ও নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ ও তরতাজা থাকে।
* প্রাপিন ও ভিটামিন 'এ' নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং আমিষকে ভেঙ্গে ত্বকের মৃত কোষ দূর করে।

[ 👉বিশেষ করে যারা Fair and Lovely ব্যবহার করেন
তারা আমাদের Vegetable fairness cream
ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই পার্থক্য
বুঝবেন ইনশাআল্লাহ ✔️ ]

উপাদান: হলুদ, পেঁপে, শসা, গাজর ও এ্যালোভেরা ইত্যাদি।

Excellent Orange Face Wash (100gm)কার্যকারিতাঃ০১. ব্রণকে শুকিয়ে ফেলতে সিটিরিক এসিড উপাদান রয়েছে।০২. ভিটামিন “সি” র সমৃদ্...
09/10/2024

Excellent Orange Face Wash (100gm)
কার্যকারিতাঃ
০১. ব্রণকে শুকিয়ে ফেলতে সিটিরিক এসিড উপাদান রয়েছে।
০২. ভিটামিন “সি” র সমৃদ্ধ উৎস যা ত্বকের গঠন এবং রঙকে উন্নত করে।
০৩.কোলাজেন পুনরুদ্ধার করতে সাহায্যে করে যা,চামড়া দৃঢ় করে অকালে বার্ধক্য থেকে মুক্তি দেয়।
০৪. ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট বিদ্যমান, তাই শুষ্ক ত্বক স্বাস্থ্যকর এবং জ্বলজ্বলে সুন্দর হয়।
০৫. মুখের ভিতরের ছিদ্র পরিমার্জন েএবং তৈলাক্ততা নিয়ন্ত্রণ করবে।
০৬. ত্বককে করে মসৃণ, নরম ও কোমল এবং স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধির উদ্দীপন ক্ষমতা আছে।
০৭. সূর্যের অতি বেগুণী রশ্নি থেকে কোষের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা করে।
০৮. অ্যালনটাইন চামড়া ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্যে করে।
০৯. বিভিন্ন স্থানে পোড়া, ক্ষত এমনকি ব্রণ দূর করে।

ব্যবহার বিধিঃ ইহা মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী, সকাল ও রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

🌟 নিম এ্যালো তুলসি ফ্রেসওয়াশউপাদান: এ্যালোভেরা, নিম, তুলসি, পলিমার, বুস্টার, শসা, অ্যাকোয়া, গ্লিসারিন, সিএপিবি, পিইজি-৪...
07/10/2024

🌟 নিম এ্যালো তুলসি ফ্রেসওয়াশ
উপাদান: এ্যালোভেরা, নিম, তুলসি, পলিমার, বুস্টার, শসা, অ্যাকোয়া, গ্লিসারিন, সিএপিবি, পিইজি-৪০০, এম.পি.পি, এম.পি.এস, পারফিউম ইত্যাদি।
কার্যকারিতা:
১. ত্বকে বলিরেখা রোধ করে, যৌবন ধরে রাখে ও পিম্পল দূর করে।
২. মেকআপ উঠাতে ব্যবহার হয়। ৩. ভিটামিন এ, বি, বি১, বি২, বি৩, বি৬, বি১২ সমৃদ্ধ, যা ত্বকের
সুস্থতায় বিশেষ কার্যকর। তাই জীবাণুর আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, মসৃণ, কোমল ও উজ্জ্বল করে। ৪. অ্যান্টিসেপটিক,
৫. ফাংগাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় কাজ করে।
৬. ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য উপকারী।
৭. টোনার হিসেবে কাজ করে এবং ইনফেকশন, চুলকানি ও অ্যালার্জি দূর করে।
৮. মুখের ক্ষত চিহ্ন ও মুখের কালো দাগ দূর করে।

অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন

Excellent Neem Oil - এক্সিলেন্ট নিম তেল।আপনিকি চুল পরা নিয়ে চিন্তিত? এখন আর নয় চিন্তা,ব্যবহার করুন এক্সিলেন্ট অর্গানিক ন...
08/09/2024

Excellent Neem Oil - এক্সিলেন্ট নিম তেল।
আপনিকি চুল পরা নিয়ে চিন্তিত? এখন আর নয় চিন্তা,ব্যবহার করুন এক্সিলেন্ট অর্গানিক নিম তেল।
★উকুন নাশ করে।
★চুল পড়া বন্ধ করে।
★চুলের পুষ্টি যোগায়।
★ খুশকি দুর করে।
★চুল কালো ও উজ্জ্বল করে। ★মাথা ঠান্ডা রাখে।
★অনিদ্রা দুর করে।
উপাদানঃ- নিম তেল, তিলের তেল, সূর্যমুখী তেল, মিনারেল অয়েল, পারমিউম ইত্যাদি।
১০০% পরীক্ষিত তাই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই।
(ছেলে-মেয়ে উভয় ব্যবহারযোগ্য)

যেসব আপুরা রুপচর্চা করতে ভালোবাসেন তাদের জন্য দারুন এক সুখবর।এক ঢিলে দুই পাখি মারার মতো কিনোয়া শুধু খাওয়ার জন্য নয় এই কি...
26/02/2024

যেসব আপুরা রুপচর্চা করতে ভালোবাসেন তাদের জন্য দারুন এক সুখবর।

এক ঢিলে দুই পাখি মারার মতো কিনোয়া শুধু খাওয়ার জন্য নয় এই কিনোয়ার গুড়া বা আটা দিয়ে ঘরে বসেই নিজে নিজেই ফেসিয়াল করতে পারবেন।

কিনোয়া ত্বকের জন্য অনেক উপকারী।

নিয়মিত কিনোয়া ব্যবহারের ফলে ত্বক হয়ে উঠবে কোমল ও মোলায়েম।

ঝুলে পড়া ত্বককে টানটান করতে সাহায্য করে ফলে বয়সের ছাপ দুর হবে।

ত্বকের মৃত কোষকে দুর করতে সাহায্য করে ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

কাঁচা হলুদ ও কিনোয়ার গুড়া একসাথে মিশ্রন করেই সহজেই তৈরী করে নিয়ে পারেন এই পেসপ্যাকটি।

এই ফেসপ্যাক ব্যবহার করে হয়ে যান ন্যাচারাল সুন্দরী।

এক কেজি কিনোয়া নিলেই আপনি খাওয়া +ত্বকরে যত্ন দুটোই নিতে পারবেন।

তাই আর দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন।

রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারির সুবর্ণ সুযোগ।

30/01/2024
17/01/2024

Address

Pirganj
Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when OnkKichu.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share