Sabina Svpms

Sabina Svpms পেজটিতে আসার জন্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে যাবেন প্লিজ।

Happy birthday my little darling daddy🥰🥰 আজকে আমার ছোট্ট সোনামণির তিন বছর পূরণ হল সবাই তার জন্য দোয়া করবেন ❤️❤️
27/05/2025

Happy birthday my little darling daddy🥰🥰 আজকে আমার ছোট্ট সোনামণির তিন বছর পূরণ হল সবাই তার জন্য দোয়া করবেন ❤️❤️

24/03/2025

দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু একমাত্র আল কোরানেই আছে। আলহামদুলিল্লাহ 💕🥰

20/11/2023

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই।যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।
সংগৃহীত 🌹

17/11/2023

২০০৭ সালের কথা, ফখরুদ্দিন তখন ক্ষমতায়। হঠাৎ চালের দাম বেড়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়েও মানুষকে বোঝানো যাচ্ছে না। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার একটা ফর্মুলা আবিস্কার করল -- 'ভাতের বদলে আলু খান, চালের উপর চাপ কমান।'

রেডিও টেলিভিশনে আলুর নানাবিধ গুণাগুণ প্রচারিত হতে লাগলো। বিটিভিতে সকাল বিকাল মমতাজ গান গাইতে শুরু করলেন, 'আমার একজন ভাবী আছে খুবই আলাপী , মাঝে মাঝে আলু দিয়ে বানায় জিলাপী।'

এখন চাল আর আলুর দাম সমান দেখে ষোল বছর আগের মমতাজ এর গাওয়া গান মনে পড়ছে, 'রাইতে যখন খাইতে বসে আমার ঘরের কর্তা,একটু দিলে আরেকটু চায় সিদ্ধ আলুর ভর্তা।' Sagor Ahmed

18/02/2023

অসাধারণ একটা নাচ সবার মিলে একসাথে।।

18/02/2023

Apex pharma ltd.Annual picnic 2023 shayan Resort..

22/12/2022

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Sabina Svpms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabina Svpms:

Share