Samim Iqbal

Samim Iqbal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samim Iqbal, Digital creator, Thakurgaon.

Living life with swag & a touch of class ✨
Swag isn’t just a style, it’s my lifesty🔥
Creating art 🎨
Following my heart 💖
Usually smart 🧠
Sometimes fall apart 💔
Samim Iqbal

Explainমানসিক কারাগার এমন- যেখানে তালা তুমি নিজেই চাবি ভেবে ধরে রেখেছো।এটা সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে মানুষ নিজের মানসিক...
06/09/2025

Explain

মানসিক কারাগার এমন- যেখানে তালা তুমি নিজেই চাবি ভেবে ধরে রেখেছো।

এটা সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে মানুষ নিজের মানসিক সীমাবদ্ধতা, ভ্রান্ত বিশ্বাস, কিংবা সম্পর্কের ফাঁদকে মুক্তি বলে ভুল করে।

এই কারাগার তৈরি হয় বাইরে থেকে নয়- হয় ভেতর থেকে। কেউ হয়তো তোমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে, এমনভাবে ভাবতে শিখিয়েছে, এমনভাবে ভালোবাসা বা ভয় দেখিয়েছে- যে তুমি ভাবছো, তুমি স্বাধীন। অথচ তুমি একটা বন্দিশালায় আছো, চাবি মনে যেটার তালা তুমি নিজেই ধরে আছো করে।

তোমার চিন্তা, আচরণ, সিদ্ধান্ত সবকিছুই প্রভাবিত -কিন্তু তুমি ভাবছো, এসবই তোমার নিজের ইচ্ছায় হচ্ছে। আসলে কেউ একসময় তোমার চিন্তাধারার ভিতরে ঢুকে গেছে, আর এখন তুমি তার তৈরিই একটা চরিত্র বেঁচে নিচ্ছো।এই মানসিক কারাগারের কিছু উদাহরণ:

তুমি মনে করো, "আমি এভাবে বাঁচতে চাই।"

> আসলে, সেটা তার শেখানো সীমা -যা তুমি কখনো প্রশ্ন করোনি।

তুমি ভাবো, "আমি ভালোবাসা পেয়েছি।"

> কিন্তু সেটি ছিল শর্তযুক্ত এবং নিয়ন্ত্রণময় - তুমি শুধু বন্দিত্বকে "ভালোবাসা" ভেবেছো।

তুমি বলো, "আমি কিছু বলি না, কারণ শান্তি চাই।"

> কিন্তু তুমি ভেতরে ভেঙে পড়ছো- কণ্ঠরোধকে তুমি শান্তি বলে মেনে নিয়েছো।

Self-imposed Limitation:

মানুষ নিজের বিশ্বাসকে নিজেই গলার দড়ি বানিয়ে ফেলে, যখন সেই বিশ্বাস অন্য কারো হাতে তৈরি।

Cognitive Imprisonment:

সবচেয়ে বিপজ্জনক নিয়ন্ত্রণ সেটা যেটা তুমি নিজের ইচ্ছা বলে বিশ্বাস করো।

Identity Hijacking:
যখন তুমি এমন কিছু বিশ্বাস করো, যা আসলে তোমার নয় - বরং অন্য কেউ ঢুকিয়ে দিয়েছে।

এই বাক্যটি মনে করিয়ে দেয়- সবচেয়ে ভয়ঙ্কর শৃঙ্খল বাইরের নয়, ভেতরের। আর সবচেয়ে কঠিন মুক্তি সেই, যেখান থেকে পালানোর দরজা খোলা তবুও তুমি বসে আছো, কারণ তুমি বিশ্বাস করো তুমি বন্দি নও। ゚viralシfypシ゚viralシalシ

Explainএটি এমন এক মানসিক প্রভাবের কৌশল, যেখানে তোমার স্বাধীনতার অনুভূতিটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভ্রম। তুমি বিশ্বাস করো, তোম...
05/09/2025

Explain

এটি এমন এক মানসিক প্রভাবের কৌশল, যেখানে তোমার স্বাধীনতার অনুভূতিটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভ্রম। তুমি বিশ্বাস করো, তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পছন্দ, প্রতিটি সিদ্ধান্ত-সবই তোমার নিজের নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তের বীজ অনেক আগেই কেউ তোমার মনে রোপণ করে দিয়েছে।

সে তোমার চিন্তাকে সরাসরি পরিবর্তন করে না-বরং ধীরে ধীরে তোমার চারপাশের তথ্য, কথোপকথন, অনুভূতি, আর অভিজ্ঞতাগুলো এমনভাবে সাজিয়ে দেয়, যাতে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, তা আসলে তারই কাঙ্ক্ষিত পথে চলে যায়।

এখানে ভয়ংকর দিক হলো-তুমি প্রতিবারই মনে করছো তুমি জিতেছো, কারণ সিদ্ধান্তটা তুমি নিয়েছো। অথচ সত্য হলো, তুমি শুধু সেই পথ বেছে নিয়েছো যা আগে থেকেই তোমার জন্য অদৃশ্যভাবে আঁকা ছিল। আর এভাবেই নিয়ন্ত্রণ সবচেয়ে নিখুঁত হয় -যখন বন্দি নিজেই ভাবে, সে মুক্ত। ゚viralシfypシ゚viralシalシ

তোমার চাহুনিতে মিশ্রিত পৃথিবীর নিষিদ্ধ কোনো মা'দক, নয়তো এমন করে আমার মস্তিষ্ক শূন্য হয়ে যায় কেনো তোমার দিকে তাকাতেই? মনে...
04/09/2025

তোমার চাহুনিতে মিশ্রিত পৃথিবীর নিষিদ্ধ কোনো মা'দক, নয়তো এমন করে আমার মস্তিষ্ক শূন্য হয়ে যায় কেনো তোমার দিকে তাকাতেই? মনে হয় যুগের পর যুগ তাকিয়ে থাকি তোমার চোখের দিকে। তুমি এমন করে তাকাও; আমার বুকে বইতে থাকা সমুদ্র মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়। হয়ে উঠে মরুভূমিতে ফুল বাগান। অনুভব হয় এই চোখ জোড়া আমার সমস্ত ক্লান্তির সমাপ্তি! ゚viralシfypシ゚viralシalシ

প্রিয় প্রাক্তন,তোমাকে কত মানুষ এখনো দেখে-হয়তো প্রতিদিন, হয়তো হেঁটে যেতে যেতে, হয়তো একফাঁকে চোখ পড়ে যায় কারো। তুমি এখন আর...
04/09/2025

প্রিয় প্রাক্তন,
তোমাকে কত মানুষ এখনো দেখে-হয়তো প্রতিদিন, হয়তো হেঁটে যেতে যেতে, হয়তো একফাঁকে চোখ পড়ে যায় কারো। তুমি এখন আর আমার জন্য সংরক্ষিত কোনো দৃশ্য নও। তুমি এখন সবার জন্য খোলা আকাশের নিচে হাঁটা এক মানুষ। অথচ আমার চোখে ধরা দাও না বহুদিন ধরে। শুধু স্মৃতির পেছনের ছায়া হয়ে রয়ে গেছো।

আমি ভাবি, তুমি কেমন করে হাঁটো এখন? মুখে কি এখনো সেই অভিমানী চাহনি থাকে? তুমি কি এখনো গ্রীষ্মের দুপুরে ছায়া খোঁজো, নাকি শেখে গেছো রোদের সঙ্গে মিশে যেতে?

তোমাকে আমি দেখি না। অথচ কত কী দেখি-ফেসবুকে কারো ছবি, রাস্তায় ছুটে চলা অচেনা মুখ, ছাদে শুকাতে দেওয়া পুরনো শাড়ি-সব কিছুতেই কখনো না কখনো খুঁজে নিই তোমার অবয়ব। তোমাকে না-দেখার অভ্যেসটা বুঝি এখনো পুরোপুরি রপ্ত হয়নি।

তুমি আছো। কোথাও। কারো দিনে, কারো দৃষ্টিতে। শুধু আমার দিনপঞ্জিকায় অনুপস্থিত। ゚viralシfypシ゚viralシalシ

ইচ্ছা হয় একটা মুহূর্তের জন্য তোমাকে আমার কষ্টটা ছুঁইয়ে দিই। না, কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু যাতে তুমি বুঝতে পারো, তোমার অব...
03/09/2025

ইচ্ছা হয় একটা মুহূর্তের জন্য তোমাকে আমার কষ্টটা ছুঁইয়ে দিই। না, কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু যাতে তুমি বুঝতে পারো, তোমার অবহেলা, তোমার না-ফেরা, না-বলা কথাগুলো আমাকে কতটা গভীরে ভেঙে দিয়েছে।

আমি চাইনি তুমি ব্যথা পাও, আমি চেয়েছিলাম তুমি বুঝো, এই ব্যথা আমি কেমন করে বয়ে বেড়াই।

তুমি কখনও বুঝোনি, আমি চুপ থাকলে তার মানে সব ঠিক না, বরং সেটা ছিল সবচেয়ে জোরে কান্না করার চেষ্টা।

আমার প্রতিটি নীরবতা ছিল তোমার অস্পর্শতায় পুড়ে যাওয়া মুহূর্ত। তুমি যেটাকে 'তুচ্ছ' ভাবতে শিখে গেছো, সেইটুকুই আমার ভিতরটা নীরবে ছিঁড়ে দিয়েছে।

ভালোবাসা একতরফা হলে তা অভিশাপ হয় না, হয় অভিমান আর বোবা কান্নার ঘর।

আমি প্রতিশোধ চাই না, শুধু একবার, এক মুহূর্তের জন্য, যদি তুমি আমার চোখ দিয়ে আমার যন্ত্রণাটা দেখতে পারতে, তাহলেই বুঝতে, তুমি আমায় কতটা আঘাত করেছো।
゚viralシfypシ゚viralシalシ

03/09/2025

তুমি যা হতে চাও, সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু।"

কারণ 'হতে চাওয়া'র ভিতর লুকিয়ে আছে তুমি এখন যা, তা 'অপর্যাপ্ত'। তুমি নিজের অস্তিত্ব অস্বীকার করে এক ভবিষ্যতের ভূতকে পূজা করছো।

゚viralシfypシ゚viralシalシ

যখন কেউ বলে 'ভালোবাসি'জানতে ইচ্ছে করে, কেন "ভালোবাসো?মন প্রশ্ন করে, কতদিন এভাবে ভালোবাসতে পারবে?জীবনের শেষ অবধি ভালোবাসত...
02/09/2025

যখন কেউ বলে 'ভালোবাসি'

জানতে ইচ্ছে করে, কেন "ভালোবাসো?

মন প্রশ্ন করে, কতদিন এভাবে ভালোবাসতে পারবে?

জীবনের শেষ অবধি ভালোবাসতে পারবে তো?

শুধু আমার ভালো দিকগুলোই কি ভালোবাসবে, নাকি খারাপগুলোও মেনে নেবে?

যদি কাল আর সুন্দর না থাকি, তবুও কি থাকবে পাশে?

যদি কোনো ভুল করি, তুমি কি দূরে সরে যাবে, নাকি নিজের মনে করে শুধরে নেবে?

যখন সবাই ছেড়ে চলে যাবে, তখন কি শক্ত করে আমার হাতটা ধরে বলতে পারবে, "ভালোবাসি"?

ভালোবাসি বলাটা সহজ, কিন্তু ধরে রাখা সত্যিই কঠিন।

ভালোবাসা ছোট একটা শব্দ হলেও, এর গভীরতা অপরিসীম।

সবাই শুরুতে চায় ধরে রাখতে, কিন্তু সময়ের সাথে অনেকেই ছেড়ে দেয়।

একবারও ভাবে না, ছেড়ে দিলে অন্যজন কেমন ভেঙে পড়বে।

তবুও, যদি মন থেকে সত্যিকারের ভালোবাসো, তাহলে মনকে স্থির করে সমস্ত বাধা পেরিয়ে ভালোবাসাটা ধরে রাখা যায়।

কারণ সত্যিকারের ভালোবাসা, সবকিছু জয় করতে পারে
゚viralシfypシ゚viralシalシ

সূচনা কে ছিল সেটা বড় বিষয় না। উপসংহার পর্যন্ত যে থেকে যাবে, সে আমার জীবনের সবটুকু ভালোবাসা পাবে।কারণ জীবনটা শুধুই শুরু আ...
01/09/2025

সূচনা কে ছিল সেটা বড় বিষয় না। উপসংহার পর্যন্ত যে থেকে যাবে, সে আমার জীবনের সবটুকু ভালোবাসা পাবে।

কারণ জীবনটা শুধুই শুরু আর শেষের খেলা নয়, এটা সেই সকল মুহূর্তের সমষ্টি যেখানে কেউ পাশে থাকে, যেখানে হাসি, চোখের জল, কথা ও নীরবতা-সব মিলিয়ে তৈরি হয় ভালোবাসার আসল গল্প।

আমি চাই সেই মানুষটা জানুক, সে শুধু আমার জীবনের অংশ নয়, সে আমার গল্পের সেরা অধ্যায়। যেখানে থাকা মানেই বেঁচে থাকা, যেখানে থাকা মানেই হৃদয়ের সব রঙ তোমার জন্য খোলা।
゚viralシfypシ゚viralシalシ

31/08/2025

ভালো কিছুর আশা-ই যারা পাল্টে গেছেন। তারা আর ফিরে আইসেন না। তাহলে কঠিন ভাবে অপমানিত হবেন। ধন্যবাদ 😊🥱

30/08/2025

"ভালো আপনাকে হতেই হবে"

বিয়ের আগে যত খুশি যারে ইচ্ছা লগ ইন করেন কিন্তু বিয়ের পরে ভালো হয়ে যাইয়েন। বিয়ের পরেও ভালো না হলে সমস্যা নাই। অন্তত সন্তান হলে ভালো হয়ে যাইয়েন। সন্তান হলেও সমস্যা নাই। সন্তান বড় হলে ভালো হয়ে যাইয়েন। সন্তান বড় হলেও সমস্যা নাই। সন্তানের বিয়ে দেয়ার পরে ভালো হয়ে যাইয়েন। সন্তানকে বিয়ে দিলেও সমস্যা নাই। নাতি নাতকর হবার পরে ভালো হয়ে যাইয়েন। নাতি নাতকর হলেও সমস্যা নাই। মরার আগে ভালো হয়ে যাইয়েন।

জীবনের এত বড় জার্নিতে ভালো হবার কত সময় আপনি পাচ্ছেন। ভালো আপনাকে হতেই হবে। কারণ, মরার পর আর ভালো হবার সুযোগ নাই।

゚viralシfypシ゚viralシalシ

25/08/2025

এই পৃথিবীতে মানসিকভাবে সুস্থ থাকতে হলে আপনাকে একান্ত একটা জগৎ তৈরী করে নিতে হবে। আপনি দু:খ পাবেন, কষ্ট পাবেন, অপমানিত হবেন, হতাশা -ব্যার্থতায় দুমড়ে মুচড়ে যাবেন, তারপর এসে আপনার নিজস্ব সেই জগতে ঢুকে যাবেন। সেই জগৎ আপনার একান্ত। আপনার যা ভালো লাগে সেগুলো দিয়েই সেই জগৎ সাজানো। হয়তো সেখানে গান থাকবে, মুভি থাকবে, বই থাকবে, প্রিয় মানুষের সান্নিধ্য থাকবে, ইবাদত, উপাসনা অথবা স্থির চুপ চাপ বসে থাকা কিংবা ভ্রমণ থাকবে, গন্তব্যহীন হেঁটে চলা অথবা যৌনতা থাকবে।

মোদ্দা কথা, আপনার সামর্থ্যের মধ্যে যা যা করতে ভালো লাগবে সেখানে সবই থাকবে। সেটা ভালো নাকি খারাপ এসবের কোন প্রশ্ন আসবে না। মানুষের ক্ষতি করা ছাড়া আপনি আপনার জগতে যা করবেন সবই আপনার। বেঁচে থাকা খুব সহজ আবার খুব কঠিনও।

৩০/৩২ বছরের সুস্থ সবল তরুণ হুট করে হৃদরোগে মারা যায়। হাসি খুশি প্রানবন্ত ছেলে শেষ রাতে সিলিং ফ্যানে ঝুলে যায়। এগুলো পারিপার্শ্বিক চাপ। মনের অসুখ। এগুলো কোন ডাক্তারে কাজ হয় না। এগুলো কোন মনোবিদে সেরে যায় না। আপনি পৃথিবীতে ঘাত প্রতিঘাত সয়ে বেঁচে আছেন। অবিরত লড়াইয়ের মধ্যেও যোদ্ধাদের বিশ্রাম লাগে। আপনার বিশ্রামের জায়গায় আপনার সেই নিজস্ব জগত। যেখানে আপনি ক্ষত সারাচ্ছেন, প্রশান্তি লাভ করছেন, তারপর সেখান থেকে বের হয়ে পঁচে যাওয়া পৃথিবীতে আবার ঝাপিয়ে পড়ছেন, কামড়াকামড়ি করে বেঁচে থাকতে।

আমাদের গ্রামের এক সিনিয়র বড় ভাই, সারাদিন ফেসবুকে গল্প কাহিনী লিখতো। সেটা ২০১৫/১৬ সালের কথা। ফেসবুকে যে এসব লিখালিখি করা যায় তখন আমার সেই ধারনাও পরিপক্ব রুপে আসে নি। মানুষ তাকে বলতো 'কি সব লিখো সারাদিন। কাজ কর্ম নাই?" সে আমাকে বলতো " ভাই আমি গাঞ্জা মদ সিগারেট কিছুই খাই না। আমি শুধু লিখি। এটা আমার আসক্তি। না লিখলে আমি ভালো থাকি না। নিশ্চই গাঞ্জা মদ খাওয়ার চেয়ে লিখার এই আসক্তি ভালো?! তার জগতে লিখালিখি করার অভ্যাস ছিলো। একা ঘুরে বেড়ানো ছিলো। জারুল তলায় বসে স্থির দৃষ্টিতে ছুটে চলা মানুষ দেখা ছিলো। এগুলো তার জগত। সেখানে সে ভালো থাকতো। আরেক বন্ধু ছিলো তার কাছে পৃথিবীর সব ঝামেলার একমাত্র সমাধান পর্ন দেখা। সে কষ্ট পেলেই পর্ন দেখতো।

একেক মানুষের নিজস্ব জগৎ একেক রকম হবে। এটাই স্বাভাবিক। জগৎ সেটা যেমন ই হোক। জগৎ অবশ্য ই একটা থাকা উচিৎ। মাঝরাতে পরিবারের চিন্তা, ক্যারিয়ারের চিন্তা, অফিসের চিন্তা, হতাশা গ্লানি, ব্যার্থতা সব এক সাথে করে শিরা ধমনী রক্তনালী ফুলিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা শেষ রাতে সিলিং ফ্যানে ঝুলে যাওয়ার চেয়ে বেশ্যা পাড়ায় গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। মোদ্দা কথা বেঁচে থাকো। 'বেঁচে থাকা' পৃথিবীর সবচেয়ে অমুল্য প্রাপ্তি ।

13/08/2025

জীবন কি শুধুই টাকার হিসাব, সংসারের গল্প আর ভালোবাসার নাটক?"

সবাই ভাবে-

জীবন মানে কেরিয়ার, টাকা, বিয়ে, সন্তান, প্রেম, ভালোবাসা...

তাই নিয়েই দৌড়, প্রতিযোগিতা, চাপ আর ক্লান্তি।

কিন্তু খুব কম মানুষ বোঝে, জীবনের মানে আসলে শুধু এগুলো না।

মানুষের একটা নিজস্ব জগৎও আছে-যেখানে সে নিজের মতো করে নিঃশ্বাস নিতে চায়, চায় একটু চুপচাপ বসে থাকা, চায় প্রশ্নহীন ভালোবাসা, চায় হাসতে... বিনা কারণে।

জীবনের মানে-

কখনো কারো পাশে নিরবে দাঁড়িয়ে থাকা, কখনো এক কাপ চায়ের মাঝে সুখ খুঁজে নেওয়া, কখনো কারো কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বলা

"সব ঠিক হয়ে যাবে..."
জাবনের মানে-

নিজেকে খুঁজে পাওয়া,

নিজের ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখা, একটা গল্প লেখা, যেটা শুধু নিজের জন্য।

জীবন কেবল দায়িত্বের বোঝা না, জীবন মানে অনুভব করা, ভালোবাসা শেখা, মানুষ হওয়া... মানুষ হয়ে বাঁচা।
জীবন মানে নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দেয়ার পরে কোন এক টা টানে প্রতিদিন কাঁটা চামচের আঘাত বুকে নিয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা। জীবন মানে হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে ও আমি ঠিক আছি, বেঁচে আছি মূলক মেকি হাসির আড়ালে বুকের গভীরে জমা নীল কষ্ট গুলোকে লকিয়ে রেখে খরিয়ে খরিয়ে চলা

Address

Thakurgaon
5130

Telephone

+8801318910794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samim Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share