15/10/2025
সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে বিজিবি কর্তৃক ছিনতাইকারী আটক বিরল থানা হস্তান্তর।।
মোঃ আইয়ুব আনছারীঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ১১৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২১/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে প্রায় ১.৫ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিম দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া গ্রামের শালবাগান নামক স্থানে এক অটোচালককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়।
সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে বিজিবি কোম্পানী কমান্ডারসহ কর্তব্যরত টহল দল ঘটনাস্থলে গমন করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানতে পারে, আহত ব্যক্তির নাম মোঃ নোবেল (৩০), পিতা-মোঃ সুমন মিয়া, গ্রাম-খালপাড়া (দিনাজপুর মডেল সরকারী কলেজের পার্শ্বে), জেলা-দিনাজপুর। গত দিনাজপুর সদর হতে তার অটোতে কয়েকজন যাত্রী নিয়ে বিরল যাওয়ার সময় পথিমধ্যে যাত্রীরা তাকে জোরপূর্বক (অটোসহ) শালবাগান (সাতদাগ) নামক এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে তারা অটো চালককে টাকা দিতে বললে তার কাছে টাকা না থাকায় ছিনতাইকারীরা তাকে বাড়িতে ফোন করে টাকা আনার জন্য জোর করে। অটো চালক ছিনতাইকারীদের কথা অনুযায়ী ফোন না করায় তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। উক্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে, বিজিবি টহল দল ছিনতাইকারীদের আটক করতে বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়। পরবর্তীতে অদ্য আনুমানিক ১৫০০ ঘটিকায় স্থানীয় লোকজন ০২ জন ছিনতাইকারীকে শালবাগানে দেখতে পেয়ে বিজিবিকে সংবাদ প্রদান করে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে গমন করে এবং স্থানীয়দের সহায়তায় নিম্নবর্ণিত ০২ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ছিনতাইকারীদেরকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
মোঃ শ্রাবন ইসলাম (২১), পিতা-মৃত বাবুল হোসেন, মোঃ নভেল (২০), পিতা-নাছির উদ্দিন, উভয়ের গ্রাম-পশ্চিম বালুয়াডাংগা, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুর।
ভবিষ্যতে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত রেখে সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে সন্ত্রাস, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করেছে।