ইসলাহুল উম্মাহ পাঠাগার

ইসলাহুল উম্মাহ পাঠাগার ইসলাহুল উম্মাহ পাঠাগার কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে পরিচালিত একটি অরাজনৈতিক দ্বীনি দাওয়াতি প্ল্যাটফর্ম।

ই/জ/রা/য়ে/লি পন্য সহজেই চিনবেন যেভাবে:Google Play Store বা App Store এ "No Thanks App" পাবেন, যেটি ডাউনলোড করলে, যে কোনো...
16/04/2025

ই/জ/রা/য়ে/লি পন্য সহজেই চিনবেন যেভাবে:

Google Play Store বা App Store এ "No Thanks App" পাবেন, যেটি ডাউনলোড করলে, যে কোনো পন্যের নাম বা QR কোড স্ক্যান করে দেখতে পারবেন পন্যটি ই/জ/রা/য়ে/লের কিনা!!

সহজেই, চিনে বাদ দিতে পারবেন, ই/জ/রা/য়েলি পন্য!

সবার সুবিধার্থে পোস্ট-টি শেয়ার করতে পারেন!

ছেলে বাবাকে বললো, আব্বু আমি বিয়ে করতে চাই। একজনকে আমার বেশ পছন্দ হয়েছে।কোথায় চলো দেখি, সব ঠিক থাকলে আমার আপত্তি নেই।মেয়ে...
08/03/2025

ছেলে বাবাকে বললো, আব্বু আমি বিয়ে করতে চাই। একজনকে আমার বেশ পছন্দ হয়েছে।
কোথায় চলো দেখি, সব ঠিক থাকলে আমার আপত্তি নেই।
মেয়েটিকে বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন। ছেলেকে বললেন, দেখ তুমি এই মেয়ের যোগ্য নও। আমার মতো অভিজ্ঞ একজন মানুষই এই মেয়ের স্বামী হওয়া দরকার।
পিতাপুত্রে তখন মস্ত বি।বাদ। মীমাংসার জন্য তারা স্থানীয় বিচারকের কাছে গেলো।
বিচারক বললেন, তোমাদের কথা শুনে এবং মেয়েটিকে দেখে আমার যা মনে হলো, তোমাদের দুজনের কেউই এর নখের যোগ্যও নও। আমার মতো একজন পদস্থ ব্যক্তিই এই মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা রাখে।
এভাবে বিচার গড়াতে গড়াতে দেশের প্রধান পর্যন্ত গিয়ে ঠেকলো। রাজা মেয়ে দেখে হু।ঙ্কার দিয়ে উঠে বললেন, খামোশ! এই মেয়ে রাজার ঘর ছাড়া আর কোথাও মানাবে না।
এই জটিল পরিস্থিতিতে মেয়েটি মুখ খুললো। আমার কাছে এই সমস্যার সমাধান আছে: আমি দৌড় দেবো। যে আমাকে আগে ধরতে পারবে তার সাথেই আমার বিয়ে হবে।
মেয়েটি তীরবেগে দৌড় দিলো। তার পিছু পিছু বরবাহিনীও পড়িমরি করে ছুটলো। দৌড়াতে দৌড়াতে কিছুদূর গিয়ে বরবাহিনী হুড়মুড় করে এক অতল গহ্বরে পড়ে গেলো।
মেয়েটি গর্তের মুখে এসে বললো, তোমরা কি জানো, আমি কে?
আমি হলাম দুনিয়া। আমার পেছনেই সমস্ত মানুষ দৌড়ায়। আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমে সবাই নিজের দ্বীনকে ভুলে যায়। এভাবে এক সময় কবরে চলে যায়, কিন্তু আমার নাগাল পায় না।
'জীবনের ক্যানভাসে আঁকা গল্প' বই থেকে।

এক গ্রামে একজন কৃষক ছিল। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন ব...
03/03/2025

এক গ্রামে একজন কৃষক ছিল। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে।

কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।

মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল।
যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে, পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক।

মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।

পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন,বেরিয়ে যাও আমার দোকান থেকে...

এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করবো না। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না। ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।

কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন ”দাদা! দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ, দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে
এক কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম!!

শিক্ষাঃ আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই।

আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। ’ (সুরা রহমান, আয়াত : ৭-৯)। অন্যত্র বলা হয়েছে, ‘তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায়নিষ্ঠার সঙ্গে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দিই না। ’ (সুরা আনআম, আয়াত : ১৫২)।

পরিমাপে ও ওজনে কম দেওয়ার ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন।

বিচারের দিনে (অসৎ) ব্যবসায়ীদের হাশর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে, তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পুণ্যবান ও সত্যবাদী, তাদের এমনটি হবে না। (মিশকাত, পৃষ্ঠা নং : ২৪৪

আল্লাহ পাক সকল কে সহি বুঝ দন করুন এবং হালাল রিজিক সহজ করে দিন।
আমিন

02/03/2025
Big shout out to my newest top fans! 💎 Selim Reza, Abdullah Masud, Ashraful Bin MohosinDrop a comment to welcome them to...
01/03/2025

Big shout out to my newest top fans! 💎 Selim Reza, Abdullah Masud, Ashraful Bin Mohosin

Drop a comment to welcome them to our community,

কোরআন নাজিলের মাসে কোরআনোই  যেন আসল উদ্দেশ্য হয়ে থাকে। তেলাওয়াত, অর্থ সহ তেলাওয়াত, কোরআনের তাফসীর পঠন, আল্লাহ যেন কুর...
28/02/2025

কোরআন নাজিলের মাসে কোরআনোই যেন আসল উদ্দেশ্য হয়ে থাকে। তেলাওয়াত, অর্থ সহ তেলাওয়াত, কোরআনের তাফসীর পঠন, আল্লাহ যেন কুরআনের মাসে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করার তৌফিক দান করেন আমিন।

28/02/2025

রমজান আগমনের আগে সালাফ রহিমাহুমুল্লাহদের দু'আ ছিল -

اَللَّهُمَّ سَلِّمْنِي لِرَمَضَانَ وَسَلِّمْ رَمَضَانَ لِي وَتَسَلَّمْهُ مِنِّي مُتَقَبَّلاً

অর্থ: হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

[কিতাবুদ দু’আ—ত্বাবারানি; হায়াতুস সাহাবাহ্, খন্ড ৩, পৃষ্ঠা ১৮২]

যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে।তিরমিজি: ৩৩৮২
25/02/2025

যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে।
তিরমিজি: ৩৩৮২

প্রিয় রমাদান এই কুলষিত দুর্বল হৃদয়ে হেদায়েতের নুর হয়ে এসো।
25/02/2025

প্রিয় রমাদান এই কুলষিত দুর্বল হৃদয়ে হেদায়েতের নুর হয়ে এসো।

রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসীই উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে- ইশ! যদি আরেকট...
25/02/2025

রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসীই উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে- ইশ! যদি আরেকটি বারের জন্যেও তারা রমাদান পেতো। সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি, তাদের অনেকেই রমাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আফসোস করবে।
বই: ধূলিমলিন উপহার রমাদান, পৃ: ৯

13/02/2025

...এবং এর কাছেও যেয়ো না


13/02/2025

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম|জলু°ম, মুজ|হিদ, ক|র|ব°ন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ|লিম, মুন|ফিক, ত|গু°ত ও কু-ফফ|রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Address

Khiraychondy, Horipur
Dhaka

Telephone

+8801910903685

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাহুল উম্মাহ পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলাহুল উম্মাহ পাঠাগার:

Share