20/11/2023
ভর্তি বিজ্ঞপ্তি
নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এ
শিশু শ্রেণি ও ৯ম শ্রেণিতে #শূন্য_আসনের
বিপরীতে ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে।
"কোটি স্বপ্ন বুকে নিযুত ঈপ্সা চোখে"
----------------------------------------------------
🟥 সর্বাধিক প্রতিযোগিতামূলক বিশ্বে
শিশু-কিশোরদের মেধা-মনন বিকাশে
একঝাঁক সুদক্ষ শিক্ষকদের নিপূণ
প্রয়াসে আধুনিক ও নৈতিক শিক্ষার
সমন্বয়ে আপনার সন্তানে'র বহুমাত্রিক
যোগ্যতার রূপায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে Nekmarad Ideal School & College ||
🟥 মফস্বল পর্যায়ে সর্বাধিক ডিজিটাল পদ্ধতিতে মাউশি কর্তৃক ক্যারিকুলাম অনুসরণ করে
পাঠদান কার্যক্রম পরিচালনা।
🟥 একটি শিক্ষা প্রতিষ্ঠানে যুগোপযোগী
পাঠ পরিকল্পনা, সফল হওয়ার জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ আবশ্যক ।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে
কো-ক্যারিকুলার এ্যাক্টিভিটি। যেমন:স্কাউটিং,ডিবেটিং,আর্ট ও আবৃত্তি ক্লাব,কালচারাল এ্যাক্টিভিটি, ইংলিশ ক্লাব , স্পোর্টিং ক্লাব,মেডিক্যাল ক্লাবিং।
যে কোন শিক্ষার্থীর জন্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
🟥 শিক্ষক-শিক্ষার্থী অনুপাত :
প্রাইমারী সেকশনে প্রতি শাখায় ০১:৩০ ও
হাইস্কুল সেকশনে ০১:৪০ জন।
🟥 ডায়েরির ব্যবহার:শিক্ষক-অভিভাবক সেতুবন্ধন একজন শিক্ষার্থী'র ক্যারিয়ার গঠনে
অত্যাবশ্যকীয় বিষয়, সে লক্ষ্যে
শিক্ষাবর্ষের শুরুতে'ই শিক্ষার্থীকে(প্রাইমারী সেকশন) স্কুল ডায়েরি প্রদানের মাধ্যমে
দৈনিক পাঠ পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীর Class Performance অবগত করা।
🟥 ব্যবহারিক ক্লাস:
শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান শাখার- পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাস পরিচালনা করা হয় ।
🟥 মূল্যায়ন পদ্ধতি:
শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন মূল্যায়ন করা হয়।
🟥 শ্রেণি Assessment (CA)
🟥 দ্বি-মাসিক Assessment(MA)
🟥 প্রান্তিক Assessment (IA)
🟥🟨🟩 একনজরে :
নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ
✅ মেধাবী ও নিবেদিত প্রাণ শিক্ষক-শিক্ষিকা
দ্বারা Participatory Method-এ শিক্ষাদান।
✅ Feedback ক্লাসের মাধ্যমে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের অগ্রসর করা।
✅ নিয়মিত অভিভাবক সমাবেশ ও Home Visit কার্যক্রম।
✅ আরবী লেখা ও নূরানী পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষা।
✅গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ব্যবস্থা।
✅ বার্ষিক আবশ্যিক অনুষ্ঠান:
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা/বনভোজন/মিলাদ মাহফিল/নবীনবরণ/ বিদ্যালয় উৎসব/ত্রৈ-মাসিক
অভিভাবক মতবিনিময় ||
✅ Prospectus Book এর মাধ্যমে সকল Rules & Rights সু-স্পষ্ট।
২৫। বিদ্যালয়ের কালচারাল ক্লাস, (নাচ, গান, নাটক, আবৃত্তি, ড্রইং, হামদ-নাত, কনভারসেশন, বিতর্ক প্রতিযোগীতা) ইত্যাদির সু-ব্যবস্থা।
✅ ডিজিটাল এ্যাটেনডেন্স ও অটো এসএমএস কমিউনিকেশন।
✅ (১ম থেকে ৪র্থ) শ্রেণী পর্যন্ত স্পেশাল কুরআন শিক্ষা।
✅ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
✅ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, আচার-আচারণ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় নিরপেক্ষতা, জেন্ডার সচেতনতা বিষয় গুলোতে অধিক দৃষ্টি প্রদর্শন করাই বিদ্যালয়ের মুখ্য বৈশিষ্ট্য।
✅ বালক ও বালিকা আলাদা শাখা ও ভিন্ন ওয়াশব্লকের ব্যবস্থা।
🚭 মাদক মুক্ত ও শৃংখলা ভংগের ব্যাপারে জিরো টলারেন্স ভুমিকা।
⚠️ শৃংখলায় কঠোরতা প্রদর্শনে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান।
আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করুন ও সরাসরি বিদ্যালয় অফিসে
যোগাযোগ করুন অথবা ভিজিট করুন
www.idealnk.edu.bd