পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin

পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin কারো তাবেদারি করে না * আংশিক নয় পুরো সত্য * সত্য প্রকাশে আপোসহীন।

14/09/2025

আমরা বলিনি নির্বাচনে যাবো না : জামায়াত নেতা

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটকপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কু...
25/08/2025

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক (২২) ও তার ঘনিষ্ঠ সহযোগী অরিফ হোসেন বাধন (২৩) কে ইয়াবা, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার আগে পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক সম্রাট আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দেশের বাইরে ফুটবল খেলে মধ্যে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরবর্তীতে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন। আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন।

পুলিশ জানায়, আটককৃতরা আরমানের হয়ে ইয়াবা সরবরাহ ও অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।

এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন,
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটককৃত আশিক ও বাধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় দলের সাবেক ফুটবলার আশিকের মতো তরুণদের মাদকের পথে যাওয়া সমাজের জন্য বড় ধরনের হুমকি।

06/08/2025

সাংবাদিক এই সাংবাদিক.....

ভারত থেকে নি র্যা তনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবির সংবাদর প্রকাশের জেরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জয়নুল নামে এভাবেই মোবাইল ফোনে হু ম কি দেওয়া হয়।

#ঠাকুরগাঁওপ্রতিদিন #হরিপুর #সীমান্ত #বর্ডার #সাংবাদিক

29/07/2025

আপনি কি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শান্তিবাগ আবাসিক এলাকায় জমি কেনার জন্য ভাবছেন?

📣 জমি বিক্রয় বিজ্ঞাপন 📣

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ মাঠের উত্তর পশ্চিম কোণে শান্তিপূর্ণ ও সুন্দর মনোরম পরিবেশে ৫ শতক জমির একটি প্লট জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে। ফ্ল্যাট বাসা ও ম্যাচ তৈরির বাসা জন্য উপযুক্ত জমি। স্বপ্নের জায়গাটি কিনতে আর দেরি নয় আজই যোগাযোগ করুন।
যাতায়াতের জন্য রেকর্ডিয় প্রশস্ত রাস্তা
✅ দাম: আলোচনা সাপেক্ষে, সুলভ মূল্য
✅ নামজারি ও কাগজপত্র: শতভাগ নির্ভরযোগ্য, আপডেট ও সম্পুর্ণ নিষ্কন্টক।

📲 আজই যোগাযোগ করুন:
01717353987

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি পরিত্যক্ত খামারে এই ব্যাক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে হয়ে মা*রা গেছে। রবিবার সন্ধ্যায় পৌর শহরের ...
27/07/2025

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি পরিত্যক্ত খামারে এই ব্যাক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে হয়ে মা*রা গেছে। রবিবার সন্ধ্যায় পৌর শহরের সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে খামারে চু*রি করতে গিয়ে তিনি বিদ্যুৎ*স্পৃষ্ট হন। কেউ তাকে চিনে থাকলে নিম্ন বর্ণিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01320137454!

26/07/2025

জুজুৎসুতে আগ্রহ বাড়ছে মেয়েদের।

#জুজুৎসু #খেলাধুলা

সবুজ শ্যামল গ্রাম বাংলা
17/07/2025

সবুজ শ্যামল গ্রাম বাংলা

17/07/2025

বাংলাদেশে পেঁয়াজ সংরক্ষণে তাক লাগানো যন্ত্র আবিষ্কার।

17/07/2025

শিশু শিক্ষার্থীদের অসাধারণ পারফরম্যান্স

বৃষ্টি ভেজা চুলের যত্ন
09/07/2025

বৃষ্টি ভেজা চুলের যত্ন

বর্ষায় চারপাশ পানিতে থৈ থৈ। চলছে মাছ ধরা ছবি: দৈনিক খোলা কাগজ #মাছ  #কাগজ
07/07/2025

বর্ষায় চারপাশ পানিতে থৈ থৈ। চলছে মাছ ধরা

ছবি: দৈনিক খোলা কাগজ

#মাছ #কাগজ

পঞ্চগড় ঠাকুরগাঁও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরো ৩১ জনকে.....বিস্তারিত কমেন্ট বক্সে
07/07/2025

পঞ্চগড় ঠাকুরগাঁও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরো ৩১ জনকে.....
বিস্তারিত কমেন্ট বক্সে

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin:

Share