
27/04/2025
উস্তাদে মুহতারামের সুস্থতার জন্য দোয়া কামনা................................................................
জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা -১২১৭ সহ ঢাকা শহরের একাধিক মাদ্রাসার শাইখুল হাদিস, হাজারো আলেমের উস্তাদ, উস্তাদে মুহতারাম আল্লামা জাফর আহমদ দা:বা: রোড এক্সিডেন্ট করেছেন। এক্সিডেন্টে হুজুরের মাথা ফেটে গেছে। হুজুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে আজগার আলী হাসপাতালে নেওয়া হয়েছে।
আল্লাহ তায়ালা হুজুরকে দ্রুত সুস্থতা দান করে আবার হাদিসের মসনদে বসে ইলমে ওয়াহির খেদমত করার তৌফিক দান করুন।
সকলের কাছে হুজুরের আশু রোগ মুক্তির জন্য দোয়ার বিনীত আবেদন রইল। ゚