Redoanul Hoque Milon

Redoanul Hoque Milon আমিও উড়বো পাখিদের মতো। মুক্ত স্বাধীন আকাশে! তবে ডানা ছাড়াই। ঘুরবো দিক-বেদিক, খুজঁবো সৃষ্টির অজানা রহস্য! স্রোতের বিপরীতে চলা মানুষ আমি

18/07/2025

ঠাকুরগাঁও/ শেষবারের মতো মায়ের মুখ দেখতে আ'লীগ নেতা...

শুক্রবার সকাল ৭টার দিকে কামরুল হাসান খোকনের মা নুরজাহান বেগম (৮২)। মায়ের মৃত্যুর খবরে কারাগারেই ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষে থেকে ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে দুই ঘন্টার জন্য রাত সাড়ে ৯টা থেকে সাড়ে রাত ১১পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

17/07/2025

যেই দেশে ট্রেন বগি রেখে চলে যায়, সেখানে সাংবাদিকের ক্যামেরাম্যান রেখে যাওয়া অস্বাভাবিক নয়, যাই হোক ইতিহাস সাক্ষী ক্যামেরাম্যান কখনও মরে না।

13/07/2025

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

সম্মেলন বানচালের সাথে জেলা বিএনপির নেতা জড়িত বললেন ড. টি এম মাহবুবুর রহমান আর ভোট পুনরায় গণনা চান ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী আবু হায়াত নুরুন্নবী...

12/07/2025

বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট শেষে গণনা নিয়ে টালবাহানা ও কারচুপি করে জেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ সময়েও ফলাফল না দিয়ে চলে যেতে চান তারা।

এতেই ক্ষুব্ধ হন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। পরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেন তারা।

একপর্যায়ে মহাসচিবের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হা’ম’লা, গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা...

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে হা*ম*লা
12/07/2025

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে হা*ম*লা

12/07/2025

শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল ঠাকুরগাঁও...

10/07/2025

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২৩৬ জন এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৪ জন জিপিএ ৫ পেয়েছেন। ফেল করেছে দুজন।

"খাঁচার গাড়িতে চার সন্তান, পথে পথে এক মায়ের কান্না…"একটি লোহার তৈরি খাঁচার মতো গাড়ি। ভেতরে বসে আছে তিনটি ১৩ মাস বয়সী শিশ...
09/07/2025

"খাঁচার গাড়িতে চার সন্তান, পথে পথে এক মায়ের কান্না…"

একটি লোহার তৈরি খাঁচার মতো গাড়ি। ভেতরে বসে আছে তিনটি ১৩ মাস বয়সী শিশু। ঠেলে নিয়ে চলছে তাদের ছোট্ট বোন, সাড়ে তিন বছরের মরিয়ম। পাশে মা মোছা: জান্নাত আক্তার। হৃদয় কাঁপানো এমন দৃশ্য দেখা যায় ঠাকুরগাঁও শহরের রাস্তায়।

জান্নাত আক্তারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। পাঁচ বছর আগে বিয়ে হয় মোহাম্মদ হাবিলের সঙ্গে। স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি। এখন ঠাকুরগাঁওয়ের পরিষদপাড়ায় ছোট একটি ভাড়া বাসায় থাকেন চার সন্তান নিয়ে। স্বামী খোঁজ রাখেন না, সংসারে আয়-রোজগারের কেউ নেই। কোনোদিন খাবার জোটে, কোনোদিন খালি পেটে ঘুম।

জান্নাত বলেন,
“খুব অসহায় লাগছে। কখনো ভাবি সব শেষ করে দিই, কিন্তু এই চারটা মুখের দিকে তাকিয়ে নিজেকে আটকাই। খাঁচার মতো এই গাড়িটা নিজেই বানিয়েছি, যাতে বাচ্চাগুলারে নিয়ে বের হতে পারি। কেউ কিছু দেয়, কেউ দেয় না। তবু চেষ্টা করি যেন ওদের না খেয়ে থাকতে না হয়।”

অভাবের তাড়নায় এক সময় আ-ত্ম-হ-ত্যার চিন্তাও করেছিলেন তিনি। কি/ড/নি বিক্রির কথাও ভাবেন। কিন্তু নিজের অসুস্থতা আর ছোট সন্তানদের জন্য সব চিন্তা বাদ দিতে হয়।
জান্নাতের আকুতি,
“একটা ঘর চাই। একটু সহযোগিতা চাই। যাতে সন্তানদের মুখে একমুঠো ভাত তুলে দিতে পারি।”

পরিষদপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন দেখি ওকে রাস্তায় ঘুরতে। খুব কষ্ট হয়। সমাজের সবাই যদি পাশে না দাঁড়ায়, তাহলে এরাই তো নিঃশেষ হয়ে যাবে।”
স্থানীয় দোকানদার মো. আলম বলেন, “সাধ্যমতো সাহায্য করি, কিন্তু এটা তো বড় পরিসরের দায়িত্ব। সরকার বা কোনো মানবিক সংগঠন পাশে দাঁড়ালে পরিবারটা একটা নতুন জীবন পাবে।”

এখনো প্রখর রোদ উপেক্ষা করে বের হন জান্নাত — শুধুমাত্র সন্তানদের মুখে একমুঠো খাবার তুলে দিতে।

আপনার একটু সহানুভূতি বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য। পাশে দাঁড়াই, মানুষ হই।

06/07/2025

পিআর পদ্ধতি না থাকার কারণে মমতাজের মতো মহিলারা সংসদে যায়...

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃ-ত্যুঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী এলাকার বাসিন্দা দুই ...
04/07/2025

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃ-ত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী এলাকার বাসিন্দা দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। শুক্রবার সকালে বাড়ীর পাশে পুকুরপাড়ে খেলছিলেন দুজনে। হটাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। পরে দুজনের লা/শ উদ্ধার করে এলাকাবাসি।

30/06/2025

ঠাকুরগাঁও/ ঝুঁ কি নিয়ে পার হতে হয় কোটি টাকার ব্রিজ

30/06/2025

গ্রামবাসীর কাছে এই রাস্তাগুলো ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। জনসাধারণের ভোগান্তি লাগবে বিশিষ্ট্য ব্যবসায়ী ও বিএনপি নেতা মীর জাহিদ হাসান রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেন।

তিনি গত কয়েক দিন ধরে ইট ও মাটি কিনে রাস্তার বড় বড় খানাখন্দকে ফেলে মেরামত করছেন।

Address

Thakurgaon

Telephone

+8809638759145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Redoanul Hoque Milon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Redoanul Hoque Milon:

Share