Ami Wasif er Ammu

Ami Wasif er Ammu ༎আমি༎প্রয়োজনেই༎সীমাবদ্ধ༎কারো༎প্রিয়༎হয়ে༎ওঠার༎সামর্থ্য༎আমার༎নেই༎
(11)

বাবা ছেলেকে শিখাচ্ছে "গো'' মানে গরু, তখনই রান্নাঘর থেকে ডাক এল "ও গো শুনছো?"🙂
16/08/2025

বাবা ছেলেকে শিখাচ্ছে "গো'' মানে গরু, তখনই রান্নাঘর থেকে ডাক এল "ও গো শুনছো?"🙂

16/08/2025

এমন একটা সমাজে বাস করি, যেখানে নিজের ইচ্ছায় বাসায় কাজ করলে সূর্য নাকি পশ্চিম দিক দিয়ে উঠে!🙂

চলো সবাই নুডুলস খাই 😋😋😋😋😋
15/08/2025

চলো সবাই নুডুলস খাই 😋😋😋😋😋

15/08/2025

সব কিছু মেনে নিতে নিতে দেখবেন এক পর্যায়ের সবাই ঠিকঠাক আছে কিন্তুু আপনি ভালো নেই

14/08/2025

একটা মানুষের সাথে সম্পর্কে থাকার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট 'রাতে শান্তিতে নিশ্চিন্তে ঘুমোতে পারাটা!'

যার সাথে থাকলে দুশ্চিন্তা করতে হয়, রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় না। নিজের ভেতর অস্থিরতা কাজ করে; তার সাথে যতো দ্রুত সম্ভব দূরত্ব বাড়িয়ে দেয়াটা শরীর এবং মন উভয়ের জন্যই উপকারী।

ভাবছো, একদিন সব ঠিক হয়ে যাবে! আপাতত একটু কষ্ট করে সব সহ্য করে নেই। শোনো ভাই, এই একদিনটা কখনোই আসবে না, গ্যারান্টি দিচ্ছি কখনোই আসবে না।

রিয়েল আইডি দিয়ে একে অপরকে ব্লক করে fake আইডি দিয়ে নজর রাখাকে কি বলে?🙂
14/08/2025

রিয়েল আইডি দিয়ে একে অপরকে ব্লক করে fake আইডি দিয়ে নজর রাখাকে কি বলে?🙂

শুভ বিকেল 🥰🥰🥰🥰
13/08/2025

শুভ বিকেল 🥰🥰🥰🥰

13/08/2025

এতো সুন্দর লেখাটা!!


"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শ*ত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

রান্না না জানলে বেশি করে ঝাল দিয়ে দিন! যিনি খাবেন 'একটু ঝাল বেশি হয়েছে' ছাড়া আর কোনো বদনাম করতে পারবেন না!🙂
12/08/2025

রান্না না জানলে বেশি করে ঝাল দিয়ে দিন! যিনি খাবেন 'একটু ঝাল বেশি হয়েছে' ছাড়া আর কোনো বদনাম করতে পারবেন না!🙂

12/08/2025

When I was about to fall again and again, but still stood up —
O Allah, now I understand, it was You helping me.

এটা আপনার পছন্দের খাবার হলে অবশ্যই চিনতে পারবেন 😋😋
11/08/2025

এটা আপনার পছন্দের খাবার হলে অবশ্যই চিনতে পারবেন 😋😋

11/08/2025

Will you keep trying?

"Yes."

Until when?

"Until Allah opens a door I never expected."

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ami Wasif er Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share