MR Nayan

MR Nayan বিশ্বাসী লেখক

কবিতা★স্বপ্ন তরী ★          মনসুর রহমান নয়নস্বপ্ন ভাঙ্গার ঢেউ দেখেছিকতো জীবন জুড়ে।স্বপ্ন তরী ডুবে যায়আসার আগেই তীরে।স্ব...
10/01/2025

কবিতা
★স্বপ্ন তরী ★
মনসুর রহমান নয়ন
স্বপ্ন ভাঙ্গার ঢেউ দেখেছি
কতো জীবন জুড়ে।
স্বপ্ন তরী ডুবে যায়
আসার আগেই তীরে।
স্বপ্ন বোঝাই তরীটা হায়
ভেঙ্গে হয় যে চুরমার।
চোখের সামনে ঘটে সবিই
তবু নেই যে কিছুই করার।

ভাবুক মাঝি ভাবতে থাকে
কী ছিলো তার ভুল ?
স্বপ্ন তরী ডুবলো কেনো
ভেবেও পায় না সে কুল।
বাস্তবতা বড়ই কঠিন
সময় টা যে স্বার্থপর।
আপন বেগে ছুটে চলে
ধারে না তো কারো ধার।

তরীর মাঝি স্বপ্নবাজ
স্বপ্ন দেখে তবু।
ভাঙ্গা তরীর বৈঠা হাতেই
ব্যর্থতার নদী পার হবে সে কভু।
আপন মনে করে কাজ
নতুন স্বপ্ন ছড়ায় চোখে।
সাত সমূদ্র পারি দিয়েও
একদিন সে যাবে তার লক্ষ্যে।
(ইনশাআল্লাহ)

সালন্দর,ঠাকুরগাঁও সদর

কবিতা:💝শুভ জন্মদিন 💝            মনসুর রহমান নয়নআঠারো বছরে পা দিলে আজ সতেরো করে পার,কতো স্বপ্ন নিয়ে উঠছো বেড়ে কাঁধে নিয়ে ...
06/01/2025

কবিতা:💝শুভ জন্মদিন 💝
মনসুর রহমান নয়ন
আঠারো বছরে পা দিলে আজ
সতেরো করে পার,
কতো স্বপ্ন নিয়ে উঠছো বেড়ে কাঁধে নিয়ে ভার।
দিন যতো যাবে তুমি জ্ঞানী হবে আরো,
এরই সাথে দায়িত্বটাও হবে অধিকতরো।

সবার প্রিয় হবে তুমি জায়গা নিয়ে মনে ,
মিলে মিশে থেকো ছোট বড় সবার সনে।
সবকিছুকে আপন করে নিও কাছে টেনে ,
হিংসা বিদ্বেষ ভুলে ভালবাসার ক্ষণে।

এভাবেই হোক চলমান তোমার পথো যাত্রা,
দ্বীপ্তময়ী হোক আরো ন্যায় নীতির মাত্রা।
সফলতার মুকুট মাথায় যাও অবিরাম ছুটে,
দুঃখের আঁধার মন মাজারে আলোয় যেন টুটে।

বাবা মা যে স্বপ্ন দেখে ভাল মানুষ হবার,
স্বপ্নে সুভাষ ছড়াও তুমি মধ্যমনি সবার।
আনবে সুনাম নিজের নামে করবে সবিই জয়,
সবার মনে জায়গা নিয়ে হবে আস্থাময়।

তোমার জন্মদিনের এই প্রহরে
রইলো অনেক দোয়া,
সকল বাঁধা পেরিয়ে
সফলতা আসুক আকাশ ছোঁয়া।
ভালবাসার মনিকোঠায় এই আমাকেও রেখো,
শুভেচ্ছা নিও জন্মদিনে
আমার মনিরা হৃদয় রাণী ওগো।
(শুভ জন্মদিন)
তারিখ :০৭/০১/২০২৫ইং
সীতাকুণ্ড, চট্টগ্রাম

05/01/2025
 #গাজওয়াতুল হিন্দ ডাকছে হে মুসলিম তোমায়
26/11/2024

#গাজওয়াতুল হিন্দ ডাকছে হে মুসলিম তোমায়

26/10/2024

(এই লিখা প্রিয় বউটার জন্য)
কবিতা :★আমার মনিরা ★
কথা ও কন্ঠে :মনসুর
আমার মনিরা,তুমি ছাড়া
খুব অসহায় লাগে।
আমার হৃদয়ে,শুধু তোমায় নিয়ে
ভাল থাকার ইচ্ছে জাগে।

এই মন সারাক্ষণ
থাকে তোমার ভাবনায়।
ঘুমিয়েও স্বপ্নে দেখি
আর জেগে রইলেও ভাবি কল্পনায়।

তুমি আছো বুকের মাঝে
তোমাকে পাই কাছে প্রশান্তিময় অনুভবে।
সীমাহীন ভালবাসা,মায়ার বাঁধনে
তুমি সারাজীবন বেঁধেই রেখো এভাবে।

আমার বাঁচা-মরা তোমার সাথেই
একিই সাথে যেন হই বুড়া-বুড়ী।
আমার ভালবাসা,আমার মনিরা
ওগো প্রিয়তমা সখের নারী।

তারিখ :২৫/১০/২৪ইং
সীতাকুণ্ড, চট্টগ্রাম

আল্লাহ্ সবাইকে এমন করেই একত্রিত রেখো।
06/10/2024

আল্লাহ্ সবাইকে এমন করেই একত্রিত রেখো।

মাও সাঈদ আনসারী ছেলের বিয়ে দেশে পুরো দেশ অবাক। Arif। Weddding

26/09/2024

বিকাল বেলা সাগর পাড়ে

দোয়া ও অভিনন্দন রইল প্রিয় ভাই।
22/09/2024

দোয়া ও অভিনন্দন রইল প্রিয় ভাই।

16/09/2024

ওওওও আপা!"""

26/08/2024

কালা মানিকের বি'চি সমাচার
খান সাহেব ভাল হয়ে যান ....

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Nayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share