
10/01/2025
কবিতা
★স্বপ্ন তরী ★
মনসুর রহমান নয়ন
স্বপ্ন ভাঙ্গার ঢেউ দেখেছি
কতো জীবন জুড়ে।
স্বপ্ন তরী ডুবে যায়
আসার আগেই তীরে।
স্বপ্ন বোঝাই তরীটা হায়
ভেঙ্গে হয় যে চুরমার।
চোখের সামনে ঘটে সবিই
তবু নেই যে কিছুই করার।
ভাবুক মাঝি ভাবতে থাকে
কী ছিলো তার ভুল ?
স্বপ্ন তরী ডুবলো কেনো
ভেবেও পায় না সে কুল।
বাস্তবতা বড়ই কঠিন
সময় টা যে স্বার্থপর।
আপন বেগে ছুটে চলে
ধারে না তো কারো ধার।
তরীর মাঝি স্বপ্নবাজ
স্বপ্ন দেখে তবু।
ভাঙ্গা তরীর বৈঠা হাতেই
ব্যর্থতার নদী পার হবে সে কভু।
আপন মনে করে কাজ
নতুন স্বপ্ন ছড়ায় চোখে।
সাত সমূদ্র পারি দিয়েও
একদিন সে যাবে তার লক্ষ্যে।
(ইনশাআল্লাহ)
সালন্দর,ঠাকুরগাঁও সদর