D.M. Mehedi Hasan

D.M. Mehedi Hasan A professional digital marketer & SEO expert. I have four years of experience in this field. It's my passion to work in this industry.

If you are looking for a Digital marketing expert, you are in the right place.

আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান?আপনি কি জানেন ইউটিউব চ্যানেল গ্রো করতে  লোগো, ব্যানার ডিজাইন এবং ভিডিও SEO কতটা গুরুত...
03/07/2024

আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান?
আপনি কি জানেন ইউটিউব চ্যানেল গ্রো করতে লোগো, ব্যানার ডিজাইন এবং ভিডিও SEO কতটা গুরুত্বপূর্ণ?

আপনার ইউটিউব চ্যানেলকে সফল করতে কিছু মূল উপাদানের উপর গুরুত্ব দেয়া খুবই প্রয়োজন। আজ আমরা আলোচনা করবো লোগো, ব্যানার ডিজাইন এবং ভিডিও SEO এর গুরুত্ব নিয়ে:

🎨 লোগো ডিজাইন:
আপনার চ্যানেলের লোগো হলো আপনার ব্র্যান্ডের প্রথম পরিচিতি। এটি যেন চিত্তাকর্ষক এবং আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

লোগো ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখুন:
1.সহজ এবং স্পষ্ট ডিজাইন
2.চমকপ্রদ রং
3.আপনার ব্র্যান্ডের উদ্দেশ্য প্রতিফলিত হওয়া

🌟 ব্যানার ডিজাইন:
ব্যানার হলো আপনার চ্যানেলের শিরোনাম যা ভিজিটরদের আকর্ষণ করবে। এটি আপনার চ্যানেলের বিষয়বস্তু এবং স্টাইল সম্পর্কে একটি প্রথম ধারণা দেয়।

ব্যানার ডিজাইন করার সময়:
1 উচ্চমানের চিত্র ব্যবহার করুন
2.আপনার আপলোডের সময়সূচি উল্লেখ করুন
3.আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যোগ করুন

🔍 ভিডিও SEO:
SEO (Search Engine Optimization) হলো আপনার ভিডিওগুলিকে সার্চ ইঞ্জিনে উঁচুতে তুলে ধরার জন্য প্রয়োজনীয় কৌশল। সঠিক SEO ব্যবহার করলে আপনার ভিডিওগুলি সহজে খুঁজে পাওয়া যাবে।

ভিডিও SEO তে খেয়াল রাখুন:
1.প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করুন
2.আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন লিখুন
3.সঠিক ট্যাগ যোগ করুন
4.ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন ব্যবহার করুন

আপনার চ্যানেলের জন্য এই তিনটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে এগুলো প্রয়োগ করলে আপনার চ্যানেলের গ্রোথ অনেক দ্রুত হবে।

আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ নিয়ে আরও বিস্তারিত জানতে চান? কমেন্টে জানান অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন! 🚀
C𝐨𝐧𝐭𝐚𝐜𝐭: 01317170842
Email: [email protected]

page সাজানোর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কেমন ❓প্রথমে দর্শনদারী তারপর গুনবিচারী । ফেসবুক বিজনেস পেইজ মূলত একটি ভ...
01/06/2024

page সাজানোর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কেমন ❓
প্রথমে দর্শনদারী তারপর গুনবিচারী । ফেসবুক বিজনেস পেইজ মূলত একটি ভ্রাম্যমান শপ ।

যখন আমরা কোনো দোকানে বা শপিংমলে কেনাকাটা করতে যাই তখন নিশ্চই ঐ দোকান বা শপিংমলের ডেকোরেশন টা আগে চোখে পড়ে, তাই না ? জ্বি । দোকান বা শপিংমলের ডেকোরেশনটিই আগে চোখে পড়ে ।

আমরা জানি যে, দোকানের ডেকোরেশন যত সুন্দর হয় ক্রেতার ভিড় ও ততই বেশি থাকে ! সুতরাং ফেসবুক বিজনেস পেইজ এর ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করে সাজিয়ে গুছিয়ে নিতে হয় যাতে করে ক্রেতার আকর্ষণ থাকে এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে একটি সাজানো-গোছানো Facebook Business পেইজ ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় বহুগুণে ।

কেনো আমাদের মাধ্যমে কাজ করাবেন?

কারন আমরাই দিচ্ছি অল্প খরচেই অনেক সুবিধা✌️

বিস্তারিত জানতে পেইজে মেসেজ করুন।

ফেসবুকে যে কোন পেজ তৈরি করতে.......অফার প্রাইস : :Only 1000 Tk  For One Page ( Full Page All Complete Setup )Professiona...
20/05/2024

ফেসবুকে যে কোন পেজ তৈরি করতে.......

অফার প্রাইস : :
Only 1000 Tk For One Page ( Full Page All Complete Setup )

Professional page Create and Setup .....

যেসব সার্ভিস গুলো পেজের মধ্যে থাকছে.............
My Service :...................
✅ logo design .
✅ Unice cover design .
✅ Page Category Setup.
✅ User Name & Customs URL Setup.
✅ Page Address & Location setup.
✅ Page personal Number.
✅ WhatsApp Number Setup
✅ Page Professional Gmail Setup.
✅ Page Any Social Media Link Setup.
✅ Page Website Link Setup.
✅ Business WhatsApps Number Setup.
✅ page messenger auto question Setup.
✅ And auto answer Setup .
✅ Page description add .
✅ Professional page link setup .
✅. Page Call to Action Button Setup.

..... Etc .....

আপনার Online business কে আরো Professional করার জন্য page Professional Setup করা প্রয়োজন। আপনার কোন প্রকার প্রশ্ন থাকলে, আমাকে inbox অথবা Messenger SMS দিতে পারেন।

অফার প্রাইস : :
Only ১০০০ টাকা For One Page ( Full Page All Complete Setup )
.........Thank you so much .........

07/05/2024
I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
07/05/2024

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

26/04/2024

আপনি কি আপনার ফেসবুক বিজনেস পেজটি নিয়ে খুব চিন্তায় আছেন? আপনার পেজটি কি প্রফেশনালভাবে সেটআপ করা নেই? কিংবা আপনার পেইজ এ লাইক ফলোয়ার খুবই কম? বা আপনি কি টার্গেটিং করে বুস্টিং করবেন ভাবছেন?

তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। খুব অল্প মূল্যে আমাদের কাছে থেকে সার্ভিস সমূহ নিতে পারবেন।

আমাদের সার্ভিস সমূহ:
১. প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেটআপ।
২. ফেসবুক লাইক এবং ফলোয়ার।
৩. ফেসবুক পেজ SEO।
৪. টার্গেটিং করে বুস্ট সার্ভিস।
৫. Carousel ad run।
৬. ফেসবুক মার্কেটিং।

যোগাযোগ করুন ইনবক্সে

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে ...
13/04/2024

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশন-এর কারণ ভবিষ্যৎ। তারচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন; আনন্দে বাঁচুন!

২. ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায়- কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে? আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন!

৩. পরম সমালোচনাকারী হচ্ছে- যিনি প্রতিনিয়ত আপনাকে আর্শীবাদ করেন ‘একজন’ হয়ে উঠার জন্য...! সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু- বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন... তাঁদের কখনোই অবহেলা করবেন না! আপনি বরং বিনয়ী হোন, মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন; সবকিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে!

৪. কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই। কারণ আমি বুঝতে পারি যে, আমি সঠিক কাজটাই করছি! আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি!! মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে!!!

৫. জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়ত ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না- এটা সময়ের অপচয়! সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন, জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনিই মহাসুখী!

৬. চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়ত অনেক কিছু পারেন; তবে দরকার নেই তা বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান... যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে-ই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে!

৭. আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন- নিজেকে বদলে ফেলুন; আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে!

৮. আপনার চিন্তা-ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন- এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে; স্রেফ সময়ের অপেক্ষা।

৯. জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে copy করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই- প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা! কোথায় জন্মেছেন- সেটা আপনার নিয়তি; কোথায় পৌঁছাবেন- সেটা আপনার কর্মফল!

১০. আজকে থেকে ঠিক ৯৯৯ দিন পরে আপনার অবস্থান কোথায় হবে- সবকিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন, তার ওপর!

১১. কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না। কেননা মিথ্যা কথা সব সময়ই সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছোটে। কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময়ক্ষেপণ ও বেগ পেতে হয়!

১২. জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, ভালো করারই সময় কম। মন্দ কাজ করার সুযোগ কই? ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়!

১৩. আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসা-হাসিই না করে, তবে বুঝে নেবেন- লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে! আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে..! তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না- সেই স্বপ্ন দেখবেন না।

১৪. কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাস করেন! বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন, যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে।

১৫. মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক-এ লাইক-এর সংখ্যা দিয়ে যাচাই করা যায় না; মৃত্যুর পর উনার জানাজায় ক’জন হাজির হলেন- সেটাও দেখার বিষয়!

১৬. সুস্থ দেহ+প্রশান্ত মন = উপভোগ্য জীবন। শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস।

১৭. জ্ঞানীরা বলেন কেননা তাঁদের কাছে বলার মতো কিছু কথা আছে; আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে! কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার আগে অন্তত তাঁর সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়...!

১৮. যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে, সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্যধারণ করুন… ভবিষ্যতে আরো ভালো দিন আসবে!

১৯. প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে, সে-ই প্রকৃত সুখী। হবে না, পারবো না, আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু মজার ব্যাপার- নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে, তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে- এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে, জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতিবাচক ভাবনার টানুন ইতি, বেড়ে যাবে জীবনের গতি!

২০. মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না, সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই। মজার ব্যাপার হলো- আপনি যখনি আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন (অর্থাৎ কাগজ-কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন), মস্তিষ্ক কেবলমাত্র তখনি নতুন কিছু ভাববার সুযোগ পায়, নচেৎ আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না (ঢোকার জায়গা পায় না)। কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয়, যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে…! তাই মাথায় যত বুদ্ধি আসে, যত দ্রুত সম্ভব কাজে লাগান; হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে! অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়।

২১. পৃথিবীতে এমন কোনো কাজ নেই- যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন! যারা কোনোকালেই কিছু করবে না- তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই- থাকতে পারে না। এ পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে, সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে!

29/03/2024

যখনই মনে হবে কোনো কিছু খুব কঠিন এবং সেটা তোমাকে দিয়ে কোনোভাবেই সম্ভব না.....

এটা মনে রেখো যে,খুব সম্ভবত তোমার আগে বা পরে যারাই এই পরিস্থিতিতে পড়েছিলো তাদের ক্ষেত্রেও এই সিচুয়েশন টি ঠিক একই রকম কঠিন এবং অসম্ভব মনে হয়েছিল,তারাও কিন্তু একদিনে সফলতা পায়নি। তাদের কেও অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকক্ষেত্রেই শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল শুধুমাত্র তারা হাল ছেড়ে দেয়নি বলে।

তাই হাল ছেড়োনা। আর একবার চেষ্টা করো। হয়তো এবার, না হয় পরেরবার। সফলতা আসবেই ⛳

লাইফে কোনো ইসসস রাখা যাবেনা। যা হবে সব সেরা। প্রতিটা কাজ সেরা,প্রতিটা মোমেন্ট সেরা,প্রতিটা দিন সেরা,প্রতিটা সপ্তাহ সেরা,প্রতিটা মাস সেরা। তবেই তুমি সেরা জায়গায় যাবা 💪💪💪

যখন যা করছো সেটা বেস্ট ভাবে হচ্ছে কিনা খেয়াল রাখবা। তাহলেই ইনশাল্লাহ সব কিছু বেস্ট হয়ে যাবে।

মাথায় রাখবা এই কাজ টা আমার থেকে বেস্ট ভাবে,এর থেকে সুন্দর করে আর কেও করতে পারবেনা, এই মাইন্ডসেট টা খুব জরুরি । ঠিক ততোটাই ইফোর্ট দিবে কোনো কাজের সময়ে যেন এর থেকে বেশি ইফোর্ট আর কারো পক্ষেই দেওয়া সম্ভব না।

এক্সাম হল থেকে বের হয়ে,ইসস আমি আরো একটা প্রশ্ন এন্সার করতে পারতাম,আরো একটা মার্ক পেতাম যদি এটা করতাম,এরকম কোনো ইসসস রাখা যাবেনা লাইফে। প্রতিটা জায়গায় নিজের যোগ্যতার সবটুকু দিয়ে আসতে হবে।

নিজের সেরা খেলাটাই করে আসতে হবে লাইফের প্রতিটা খেলায়, তবেই তুমি সেরা,তবেই তুমি জয়ী 💪

©

মুসলমানদের জানা উচিৎ! টাইমলাইনে রেখে দিতে পারেন।মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়। ব্যাটেল জু...
21/03/2024

মুসলমানদের জানা উচিৎ! টাইমলাইনে রেখে দিতে পারেন।
মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

(SSC)এসএসসি পরিক্ষার পর একজন স্টুডেন্টের লেখা পড়ার পাশাপাশি নিচের ৫ টি স্কিলের মধ্যে কমপক্ষে ৩ টা স্কিল আয়ত্ত করা উচিত...
21/03/2024

(SSC)এসএসসি পরিক্ষার পর একজন স্টুডেন্টের লেখা পড়ার পাশাপাশি নিচের ৫ টি স্কিলের মধ্যে কমপক্ষে ৩ টা স্কিল আয়ত্ত করা উচিত।

* স্পোকেন ইংলিশে দক্ষতা।

★ বেসিক কম্পিউটার

★ ফ্রিল্যান্সিং

★ কমিউনিকেশন স্কিল।

কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এগুলোকে পরোয়া করেনা, সার্টিফিকেটের জন্য দৌড়ায়। লেখা পড়া শেষ হওয়ার পর এরাই চাকরির জন্য দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় করে।

মনে রাখবেন এখন আর শুধু সার্টিফিকেট দেখে জব
হয়না, স্কিল আর এক্সপেরিয়েন্স দেখে জব হয়। তাই সময়কে অযথা নষ্ট না করে যত পারেন নিজেকে
স্কিলফুল করার চেষ্টা করুন।




 অতিরিক্ত কোর্স কেনা এবং অতিরিক্ত টিউটোরিয়াল দেখার কুফল।নতুন বছরের আগমন। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আপডেট হতে হয়। প্...
21/03/2024


অতিরিক্ত কোর্স কেনা এবং অতিরিক্ত টিউটোরিয়াল দেখার কুফল।
নতুন বছরের আগমন। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আপডেট হতে হয়। প্রতিটি সেক্টরে নতুন নতুন জিনিস শিখতে হয়। তাই আমরা বিভিন্ন ধরনের কোর্স করে থাকি। বর্তমানে অনলাইন সেক্টরে বিভিন্নজনের বিভিন্ন সেক্টরের কোর্স সেল করে আর আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করে কোর্স কেনার জন্য।
আপনাকে বুঝতে হবে কোন কোর্স টা আপনার জন্য পারফেক্ট।

কিভাবে বুঝবেন কোন কোর্সটা নিজের জন্য পারফেক্ট? তা জানতে হলে আমার আর্টিকেল টি পড়েন। অনলাইনের সমুদ্রে আপনি কূল কিনারা খুঁজে পাবেন না। এক সেক্টর থেকে আরেক সেক্টর। আজ এটা ভালো লাগে তো কাল আরেক জন বললো তো আরেকটা ভালো লাগে। এভাবে জাম্পিং করতে করতে বেশিরভাগ নতুনরা সেই সমুদ্রে হাবুডুবু খেতে থাকে। অবশেষে কিছুই ভালোমতো শেখা হয়না। আজ বলবো আপনার কি করা উচিৎ।
প্রথমে আপনি কোন সেক্টরে ক্যারিয়ার বিল্ড করতে চান সেটা আগে আমার আর্টিকেলটি পড়ে ঠিক করুন। আমি গ্রাফিক ডিজাইনার। এজন্য আমি বলবো না যে আপনিও গ্রাফিক ডিজাইন শিখেন। আবার গ্রাফিক ডিজাইন শিখলে তার আবার অনেক ক্যাটগরি আছে। সবকিছু পারফেক্টভাবে শেখা লাগবেনা কয়েকটা বিষয়ে দক্ষ হলেওই হবে। আর সব বিষয়ে ব্যাসিক ধারণা নিলেই হবে।

গ্রাফিক ডিজাইনের কিছু ক্যাটাগড়িতে টপ লেভেলের এক্সপার্ট হলেও হবে আর বেশি কিছু লাগবেনা।আবার আপনি একটা ক্যাটাগরির কাজ শিখবেন তো অন্য ক্যাটাগরির কাজ আপনার কাছে সহজ মনে হলেও ডিজাইনের মান ঠিক রাখতে পারবেন না। তাই সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন। আবার কাউকে দেখলেন যে UI & UX ডিজাইন সেক্টরে ভালো ইনকাম করছে তার লাইফ স্টাইল ভালো।তাকে দেখে অনুপ্রাণিত হলেন। আবার সেটাতে মুভ করলেন কোর্স কিনলেন কিছু ভিডিও দেখলেন। পরে আর ভালো লাগলোনা । রেখে দিলেন।আবার কিছুদিন পর আরেকজন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ সেক্টরের মানুষজন ভালো করছে। তারা বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছে কত স্মাট কত প্যারাহীন জীবন যাপন করছে। আবার তাই ভাবলেন সেটা শিখবেন।
আবার কারো হ্যাকিং এর প্রতি ঝোঁক বেশি তো ইথিক্যাল হ্যাকিং শিখতে চাইলেন।
এভাবে কিন্তু চলতে থাকবে আর শেষ হতে থাকবে আপনার মূল্যবান সময়, পরিশ্রম আর অর্থ।

আমি বলি যে, আপনি যদি অনলাইনের কোন সেক্টরে সফল হতে চান তাহলে অফলাইনে ভালো মেন্টরের অধিনে কাজ শিখেন।
আপনি কি স্কিল শিখতে চান ? কার কাছ থেকে শিখতে চান? সেটা জানতে হলে আমার আর্টিকেলটি পড়েন।
প্রতিদিন অনুশীলন করেন । গুগল এবং ইউটিউবে রিসার্স করেন।
বিশ্বাস করেন আর না ই বা করেন যদি আপনি গুগলে, ইউটিউব, ফেইসবুকে ব্যবহার সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি হারিয়ে যাবেন।
বছরের পর বছর চলে যাবে কোনদিকেই স্থায়ী ভাবে মুভ করতে পারবেন না। সময় গড়াতে থাকবে না পারবেন সঠিক সময়ে স্বপ্ন পূরণ করতে না পারবেন সঠিক সময়ে বিয়ে করতে না পারবেন সঠিক সময়ে মা -বাবার কাধেঁর বোঝা হালকা করতে। হতাশায় নিমজ্জিত হয়ে ধুকতে থাকবেন।
আমরা কোন কোর্স কেনার আগে সতর্ক হই। শুধু কম্পিউটারের ড্রাইভে শত শত কোর্স ডাউনলোড করে রাখলেই হবে না।

দেখা যায় রেকর্ডেড কোর্স কিনে ২০% ও দেখা হয় না। অনুশীলনও করা হয় না। তবে কিছু মানুষ ব্যতিক্রম আছে যারা সত্যিই এসব কোর্স কিনে অনুশীলন করে কাজে লাগাতে পারে যারা প্রচন্ড ধৈয্যশীল এবং প্রবল আগ্রহী।
অতিরিক্ত কোর্স না কিনি। আর কিনলেও সম্পূর্নটা দেখে শেষ করার চেষ্টা করি।
একটা বিষয়ে পরিপূর্ণ দক্ষ হয়ে গেলে আরেকটা স্কিল শিখে রাখা দোষের কিছু নয়। তবে যে স্কিলে পরিপূর্ণ দক্ষ হবেন যে স্কিল দিয়ে যাতে আর্ন করতে পারেন।
তাই সময়ের আগেই সতর্ক হই। সময় নস্ট না করি। ফেইসবুকে ইউটিউবে সময় কম দেই। বন্ধুবান্ধবদের সাথে অতিরিক্ত আড্ডা থেকে বিরত থাকি।
নিজের ক্যারিয়ারে সফল হওয়ার জন্য চেষ্টা করি বাকিটা আল্লাহ তায়ালার ইচ্ছা।
আল্লাহ তায়ালা আমাকে এবং সবাইকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন। ভুল হলে ক্ষমাপ্রার্থী। আমি ততো বড় কেহ নই। আমাকেও কোন পরামর্শ দিতে পারেন। যাতে আমার উপকার হয়। চলবে?
ফি আমানিল্লাহ।

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when D.M. Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D.M. Mehedi Hasan:

Share