20/07/2025
বিদেশ জীবন অনেক কঠিন,, কিন্তু আশেপাশের মানুষ গুলো যদি ভালো হয় তাহলে বিদেশ জীবন সহজ হয়ে যায়,,, আর এখন আমি যে কাজ টা করতেছি সেটা হলো ইনসুলেটরের কাজ এই গুলো,, মোটামুটি সহজেই বলা চলে,,,কিন্তু সব সময় যে এই কাজ করতে পারবে তার কোন নিশ্চয়তা নেই,, কারণ এখানে থাকতে হলে সিনিয়রদের কথা মত কাজ করতে হবে,,, আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন,, তাহলে আপনাকে এইরকম সহজ কাজ দিতে পারে,,,আশা করি বুঝতে পারছেন,,, আর বিদেশ সম্পর্ক মানুষ যা ভাবে সব ভুল ধারণা,,, কারণ বিদেশ যতটাই সহজ ততটাই কঠিন সব নিজের কাছে সে ভাবে পরিস্থিতি তৈরি করে নিতে হবে নিজেকে,,, বলার তো আরো অনেক কিছু আছে কিন্তু সব কিছু লেখার মাধ্যমে বলে বুঝানো যাবে না,,, তো আশা করি যারা ভাবে বিদেশে যায় মানুষ কি করে না করে টয়লেট সাফ নাকি ড্রেন সাফ করে এসব ভুল ধারণা থেকে দূরে থাকবেন,,, আর আমার কোন কথাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙏😇