Lahiri Mohius Sunnah Qawmi Madrasa লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • Lahiri Mohius Sunnah Qawmi Madrasa লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা

Lahiri Mohius Sunnah Qawmi Madrasa  লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা অফিসিয়াল পেইজ। ধন্যবাদ ❣️

Lahirihat Qawmi Madrasa জেনারেল সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
12/05/2025

Lahirihat Qawmi Madrasa জেনারেল সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

আলহামদুলিল্লাহ!আগামী ০৯ ডিসেম্বর ২৪ইং, রোজঃ সোমবার ঐতিহ্যবাহী লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদ্রাসায়  দ্বীনি মাহফিল ও ...
26/11/2024

আলহামদুলিল্লাহ!
আগামী ০৯ ডিসেম্বর ২৪ইং, রোজঃ সোমবার ঐতিহ্যবাহী লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদ্রাসায় দ্বীনি মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ ....
উক্ত মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

11/05/2024

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
লাহিড়ী মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা
লাহিড়ী হাট, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লাহিড়ী মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার নূরানী বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মুহতামিম বরাবর আবেদন করা জন্য জানানো যাচ্ছে।

শর্তসমূহ

১. আরবি ও বাংলা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

২. আরবী বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর হতে হবে।

৩.এসএসসি অথবা তার সমমান শিক্ষাগত যোগ্যতা ব্যক্তির জন্য অগ্রাধিকার থাকবে।

বি: দ্র: বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের সাথে সকল শিক্ষাগত

যোগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে

মুহতামিম
মাও. রফিকুল ইসলাম
মোবাঃ ০১৭২১০১৮৭২১

আরো জানতে Lahirihat Qawmi Madrasa তে মেসেজ করুন

11/05/2024

ব্যাঙের ছাতার মতো নয় ,
এদেশে কওমী মাদ্রাসা হবে গাছের পাতার মতো।
ইনশাআল্লাহ !
মুফতী জসিমুদ্দীন দা. বা. দারুল উলূম হাটহাজারী।

24/04/2024

ভর্তি চলছে ভর্তি চলছে
লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসায়
#কিতাব_বিভগ
#হিফজ_বিভাগ ও
#মক্তব_বিভাগে ভর্তি চলছে।
যোগাযোগ : 01721018721

19/04/2024

মাওলানা নুর হুসাইন কাসেমী রহ. নিজের একজন ছাত্রকে এক মাদরাসায় উস্তাদ হিসেবে প্রেরণের সময় কিছু মূল্যবান নসিহত উপহার দেন :

✪ ☞ বাজী! কেতঈন নযর আনিল খারেজ থাকবে। অর্থাৎ, বাহিরের মাশগালা থেকে নিজেকে দূরে রাখবে। প্রাতিষ্ঠানিক ফিকির ছাড়া ভিন্ন কোনো ধান্ধায় জড়াবে না।

✪ ☞ মুহতামিম ও কর্তৃপক্ষকে নিজের প্রতিপক্ষ বানাবে না।

✪ ☞ উস্তাদ মোতালা, ছাত্র মোতালা, মুহতামিম মোতালা করবে না। শুধুমাত্র কিতাব মোতালায় সময় কাটাবে। কারণ, সবাইকে শোধরানো তোমার দায়িত্ব নয়।

✪ ☞ যদি তেপায়াকে পড়াতে হয় তবু বিল-ইস্তিআব মোতালা করে পড়াবে। তাহলে নিজে বনে যাইবা।

✪ ☞ কাজকে কখনো অবহেলা করবে না। যারা কাজ করে তারা কখনো ঠকে না। কাজের নাম ইসমে আজম। কাজ করতে থাকো, সব পথ এমনিতেই খুলে যাবে। ©

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণের নামে বিভিন্ন জীব-জন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভা যাত্রা করা, মুখে উল্কি আঁকা এবং নারী-পুরুষ...
14/04/2024

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণের নামে বিভিন্ন জীব-জন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভা যাত্রা করা, মুখে উল্কি আঁকা এবং নারী-পুরুষের অবাধ বিচরণসহ সকল অনৈসলামিকতা ও বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকা মুসলিমদের একান্ত কর্তব্য। একজন ঈমানদার মুসলমানের জন্য এরূপ কর্মকাণ্ড নিঃসন্দেহে কুফরের চূড়ান্ত পর্যায়ভুক্ত।

বর্ষবরণের নামে কথিত মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে মূলত ভিনদেশী হিন্দুত্ববাদি ও আগ্রাসী মনুবাদ সাংস্কৃতির প্রসার ঘটানোর চেষ্টা চলছে। নতুন বছরের প্রথম দিন বাঘ, ভাল্লুক, সাপ, কুমির, পেঁচা, ময়ূর ও বিভিন্ন দেব-দেবীর বড় বড় মূর্তি, ছবি নিয়ে ও মুখোশ পরে মঙ্গল শোভা যাত্রার নামে যে র‌্যালি বের করা হয়, এখানে কার কাছে নতুন বছরের মঙ্গল ও কল্যাণ কামনা করা হচ্ছে? ইসলামী শরীয়ত অনুযায়ী কোন জীব-জন্তু, বন্যপ্রাণী ও দেব-দেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে ঈমান থাকবে না।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, “আর আল্লাহ ছাড়া এমন কিছুকে আহ্বান করো না, যা তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর, তাহলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে”। (সূরা ইউনুস, আয়াত- ১০৬)।

আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, “তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকে, যে ক্বিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না এবং তারা তাদের আহবান সম্বন্ধেও অনবহিত”। (সূরা আহকাফ, আয়াত- ৫)।

ভাল-মন্দ, মঙ্গল-অমঙ্গল সব কিছুই আল্লাহর হুকুমেই সংঘটিত হয়ে থাকে। মুসলিমকে কল্যাণ ও মঙ্গল কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছেই। সুতরাং মুসলিমদের জন্যে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি চর্চা অবশ্যই পরিত্যাজ্য। মঙ্গল কামনার উদ্দেশ্যে শোভাযাত্রা করা বড় শিরকের পর্যায়ভুক্ত যা একজন মানুষকে ইসলামের গন্ডি থেকে বের করে দেয়।

তাছাড়া জীব-জন্তু বা প্রাণির ছবি অংকন করা এবং মূর্তি তৈরি করা আল্লাহ তাআলা মুসলিমদের উপর হারাম করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনু উমার (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “নিশ্চয়ই যারা এসব ছবি-মূর্তি তৈরি করে, ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে- তোমরা যেসব ছবি-মূর্তি তৈরি করেছ তাতে রূহ দান কর”। (সহীহ বুখারী, হাদিস নং- ৫৯৫১)।

হযরত আয়েশা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন- একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হতে ফিরলেন। এমতাবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের উপর দিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরা করে দিলেন এবং বললেন- “যারা ছবি-মূর্তি অংকন করে ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে”। (সহীহ বুখারী, হাদিস- ৫৯৫৪)।

যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি-মূর্তিকে এত ঘৃণা করতেন, সেখানে বিভিন্ন জীব-জন্তুর ছবি-মূর্তি তৈরি করে রাস্তায় রাস্তায় র‍্যালি বের করা যে কতটা ঘৃণিত ও নিন্দনীয় কাজ তা সহজেই অনুভব করা যায়।

বর্ষবরণের উৎসবের নামে নারী-পুরুষ পরস্পরের মুখে উল্কি আঁকা, জীব-জন্তুর মুখোশ পরা, নারীরা লালপাড়ের সাদা শাড়ি পরিধান করে কপালে শাখা-সিঁদুর লাগিয়ে সম্মিলিত উলুধ্বনি দেয়া, মূর্তি নিয়ে আনন্দ মিছিল করা এগুলোর সবই হিন্দু ধর্মীয় রীতি। অথচ মুসলিমদের জন্য কাফির মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা হারাম ঘোষণা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত”। (সুনানে আবু দাউদ ৪০৩১)।

তাই একজন প্রকৃত মুমিন হতে হলে আপনাকে অবশ্যই পহেলা বৈশাখে কথিত মঙ্গল শোভাযাত্রার মত কুফরি সাংস্কৃতিক আয়োজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যথায় আপনি তাদেরই একজন হিসেবে গণ্য হবেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত এবং সহীহ বুঝ দান করুন। আমীন।।

মাশাআল্লাহ! আফ্রিকার সেনেগালের মাটিতে ৩০ টি দেশ কে পিছনে ফেলে  হাফেজ ক্বারী আবু রায়হানের বিশ্বজয়।
08/04/2024

মাশাআল্লাহ!
আফ্রিকার সেনেগালের মাটিতে ৩০ টি দেশ কে পিছনে ফেলে হাফেজ ক্বারী আবু রায়হানের বিশ্বজয়।

06/04/2024

লাহিড়ীহাট মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা
লাহিড়ীহাট, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

‌||ভর্তি বিজ্ঞপ্তি||

আগামী ৮ শাওয়াল, ১৪৪৫ হিজরী মুতাবেক ১৮ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

বি.দ্র. নতুন ও পুরাতন সকল ছাত্রকে নিজ নিজ ভোটার আইডি/ জন্ম নিবন্ধনরে স্পষ্ট ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।

ছুটির বিজ্ঞপ্তিঃসুপ্রিয় অভিভাবক-অভিভাবিকাবৃন্দ❗পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের প্রতি রইলো অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবার...
05/04/2024

ছুটির বিজ্ঞপ্তিঃ
সুপ্রিয় অভিভাবক-অভিভাবিকাবৃন্দ❗
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের প্রতি রইলো অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক....

Lahiri Mohius Sunnah Qawmi Madrasa লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা র সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক/অভিভাবিকা ও সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ০৫-০৪-২০২৪ এপ্রিল রোজ শুক্রবার হইতে ১৮-০৪-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৩ দিন পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে মাদরাসার পাঠদান বন্ধ থাকিবে। পরবর্তী তারিখ ১৮-০৪-২০২৪ইং রোজ বৃহস্পতিবার মাদরাসা খোলা হইবে ইনশা-আল্লাহ।

অতএব, উক্ত খোলার তারিখে ছাত্র/ছাত্রী ও সম্মানিত শিক্ষকদেরকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে-
প্রধান শিক্ষক
অত্র মাদ্রাসা।

  ইরাকি নাস্তিক সালওয়ান মোমিকা, যিনি সুইডেনে কুরআন পুড়িয়েছিলো। নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ।❤️
03/04/2024



ইরাকি নাস্তিক সালওয়ান মোমিকা,
যিনি সুইডেনে কুরআন পুড়িয়েছিলো।
নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আলহামদুলিল্লাহ।❤️

নফলে বেড়ে যায় দু'আ কবুলের চান্সফরজের পর অধিক নফল আমল করা দুআ কবুলের সহায়ক। হজরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত—রাসূলুল্ল...
01/04/2024

নফলে বেড়ে যায় দু'আ কবুলের চান্স
ফরজের পর অধিক নফল আমল করা দুআ কবুলের সহায়ক। হজরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত—রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহ তায়ালা বলেন, “যে আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। বান্দা যে সকল উসিলায় আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আমলসমূহ। অন্যদিকে নফল আমলের মাধ্যমে বান্দা আমার এত নিকটবর্তী হয় যে, আমি তাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি হয়ে যাই তার কান, যা দিয়ে সে শোনে; তার চোখ, যা দিয়ে সে দেখে; তার হাত, যা দিয়ে সে ধরে; তার পা, যা দিয়ে সে চলে। সে কিছু চাইলে আমি অবশ্যই দান করি, সাহায্য চাইলে সাহায্য করি। এমন মুমিন বান্দাকে মৃত্যু দিতে আমি সবচেয়ে বেশি দ্বিধাবোধ করি; কারণ সে মৃত্যু অপছন্দ করে আর আমি অপছন্দ করি তাকে অসন্তুষ্ট করতে।"
'মিরাকুলাস প্রেয়ারস' বই থেকে। আমরা যত বেশি ফর‍য আদায়ে যত্নবান হবো, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবো। আর ফরযের পর নফলের কম বা বেশির কারণেই এই নৈকট্যের পরিমাণেও হবে বেশি বা কম। ফরয তো আবশ্যিক, সবাই-ই সেটা করেন। কিন্তু যত্নের সাথে ফরয আদায় করি আমরা কজন? আর এরপরে নফলেই বা যত্নবান থাকে কজন? কিন্তু যারা থাকে, তারাই হতে পারেন রবের কাছের মানুষ। যারা দু'আয় হাত তুললে সেই দু'আ দ্রুতই পৌঁছে যায় আরশের দরবারে।
Collect

Address

Lahiri Hat, Baliadangi
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lahiri Mohius Sunnah Qawmi Madrasa লাহিড়ী মহিউস সুন্নাহ ক্বাওমী মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share