Creative Ohab

Creative Ohab সত্য কথা বলতে বা লিখতে সাহস লাগে কলিজা লাগে রাজনৈতিক দলের পরিচয় লাগে না। নিজের বিবেকই যথেষ্ট।�

৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটেপূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট...
07/09/2025

৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।

শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে

পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে

সর্বোচ্চ (চাঁদ সবচেয়ে লাল) হবে রাত ১২টা ১১ মিনিটে

পূর্ণগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে

সম্পূর্ণ শেষ হবে ভোর ২টা ৫৫ মিনিটে

তাই বাংলাদেশের আকাশে ৭ সেপ্টেম্বর রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত সুন্দরভাবে রক্তিম চাঁদ (Blood Moon) দেখা যাবে।

17/03/2025

প্রেম করেছো নিজের ইচ্ছায়।
হোটেলে s*x করেছো নিজের ইচ্ছায়।প্রেমিকের সাথে যখন,তখন ফোনে সেক্স করেছো।সেটাও নিজের ইচ্ছায়।ডেটে গেলে শরীরের,জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো।কাওকে জিজ্ঞেস কর নাই,,,,,কাজটা কি ঠিক না বেঠিক ? দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল,,,,,!!!এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে,, এখন বলছো,,, পৃথিবীর সব ছেলেরাই খারাপ।
"""""তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে,তা তো বলো না! তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ,যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে,,,,,,কখনো কি বুঝার বা জানার চেস্টা করেছো,,,,একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বুঝাই??যে ছেলে তোমার পিছে ঘুরে, তোমাকে ইম্প্রেস করছে তার,,কি ভরসা, যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না এসবের পর ও ,,তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো,, তা আর স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেরাবে "ওই মেয়েটা ভালো না আমিও করছি,,! এই কথা তো আর মিথ্যা না,,,,!!!
তাকে এই কথা বলার সুযোগ দিলো কে? তুমিই তো নাকি???এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে,,, বাবা-মা এখন যার সাথে বিয়ে দিবে,,,তাকেই বেচে নিয়ে চুপ থাকবে,,,!!! তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেচিয়ে,,,, তাকে উপহার দিবে,,,,!!!!
হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর
জন্যেই করে।
যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ।মেয়েদের কাছে অাশা করবো সুধু সুন্দর প্লেবয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে,ক্লাশের লাষ্ট ব্রেঞ্চে বসা সান্ত ছেলেটাকে সুযোগ দিবে। সে আর যাই করুক তোমার মোন ভংবেনা।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন..🙂
_____প্রোফাইল থেকে ঘুরে যেও 🫵☺️✨

24/01/2025

ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত বাংলাদেশে।

আপনি ভালো আছেন?

কোথায় আছেন, কেমন আছেন জানাতে পারেন কমেন্টে।

21/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও।
ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার।
টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও ।
কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে।
এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।
পাশে পড়ে আছে মোবাইল।
হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে।
কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল।

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির।
চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মা রা গিয়েছে।
সারা শরির শক্ত কাঠ হয়ে আছে।
ঊমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল।
তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা।
সারা শরির শক্ত হয়ে পড়েছে।
ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃ ত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধন/গ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃ/ত।

আফসোস- মানুষ তার মৃ/ত্যুর পরেও পাপ জারি রেখে যায়।
যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

তাদের ফাস্ট মিট এর পর কারা জানি বলে ছিলো ছেলেটা বাসায় গিয়েই ব্লক করে দিবে ভালোবাসা এখানে শেষ 😅 কিন্তুু পরের দিনই তাঁরা ব...
19/01/2025

তাদের ফাস্ট মিট এর পর কারা জানি বলে ছিলো ছেলেটা বাসায় গিয়েই ব্লক করে দিবে ভালোবাসা এখানে শেষ 😅 কিন্তুু পরের দিনই তাঁরা বিয়ে করে সবাই কে বুঝিয়ে দিলো,
তারা অবশেষে বিয়ে করে নিলো। সৌন্দর্য ক্ষণস্থায়ী গুন টাই আসল! আমি তাদের চিনি না,জানিও না,কখনো কথা হয়নি তাও কত মায়া হচ্ছে মেয়েটার উপর! এত্ত আনন্দ লাগছে মনে হয় নিজের কেউ পূর্নতা পেল। আসলে সঠিক পুরুষ এমনি ভালোবাসার মানুষকে হারাতে দিবে না যতই কষ্ট হোক লড়াই করে প্রেমের পূর্ণতা পাওয়াবে..!🤍🎀💜

14/01/2025

বড় বড় অনেক নে'তারা আমাদের পোস্ট দেখে লাইক কমেন্ট করে না,
কতটা নিচু মন মানসিকতা,
ভাবে তারা লাইক দিলে আমরাও বড় নে'তা হয়ে যাবো।

ওরে সুদির ভাইয়েরা তোদের আমরা আগেও গনতাম না, ৫ তারিখের পর তো আসল গুর্দা/কলিজা দেখে ফেলেছি,
তোদের মত হিজলা নে'তা হবার ইচ্ছা/শখ কোনটাই আমাদের নাই।।

আগামীতে কর্মীরাই ঠিক করবে কারা আমাদের নে'তৃত্ব দিবে ✊✊

লিংগ ছাড়া সিংহ আমাদের প্রয়োজন নাই 😔😔

14/01/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।

বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে। 🙂

14/01/2025

নিবার্চন ২০৪১ সালে ঘোষণা করা উচিত...
যাতে ক্ষমতা লোভীরা সব আধা পাগল হয়ে মারা যায়...

14/01/2025

চাদাবাজির বিরুদ্ধে কথা বললে, একদল মানুষকে জামাত-শিবির বানিয়ে দেয়।
এর কারন কি? দেশের জনগন কি চাদাবাজির বিরুদ্ধে কথা বলবে না?

03/12/2024

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Ohab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category