
10/07/2025
👉অভিভাবকদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ:
🔺আজ দাখিল/এসএসসির রেজাল্ট দিবে।
হয়তো আপনার সন্তান পাস করবে, হয়তো করবে না।
কিন্তু মনে রাখবেন—ফলাফল একটা পরীক্ষার, পুরো জীবনের নয়।
🔸সন্তান যদি ফেল করে,তাকে গালি দেবেন না,মারধর করবেন না,তাকে 'অযোগ্য' বলে অপমান করবেন না।
🔺 মনে রাখবেন, আপনার একটি কড়া কথা, একটি অপমান, একটি ধাক্কা—সন্তানকে ঠেলে দিতে পারে নেশার জগতে,ডুবিয়ে দিতে পারে অবসাদে,আর কখনো কখনো ঠেলে দিতে পারে আত্মহত্যার মত চরম সিদ্ধান্তে।
💔 সন্তান ব্যর্থ হলে তার পাশে দাঁড়ান।
বলুন: “তুমি পারবে ইনশাআল্লাহ, এবার না পারলেও পরের বার হবে ইনশাআল্লাহ।”একটা ব্যর্থতা কখনোই তার ভবিষ্যৎকে শেষ করে না,বরং আপনার ভালোবাসা ও সাহসই তার ভবিষ্যতের পথ তৈরি করে দেয়।
🪴 সন্তান মানুষ করার দায়িত্ব আপনার।
তাকে ভালোবাসুন, বোঝান, গাইড করুন।
কারণ সে এখনো পথ খুঁজছে, আপনিই তার দিকনির্দেশনা।
🤲আল্লাহ তা'আলা আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। 🤲
©️©️
আদ-দাওয়াতুল ইসলাহ্ ফাউন্ডেশন
(পবিত্র কুরআন ও সহীহ্ সুন্নাহ্ ভিত্তিক জীবন গঠনে, সমাজ কল্যাণ ফাউন্ডেশন)
ভরনিয়া আমিনপাড়া, রানীশংকৈল, ঠাকুরগাঁও।