05/08/2025
*🌙 আলহামদুলিল্লাহ!*
আপনাদের ভালোবাসা ও আস্থায় আজ আমরা শুধু ডিজিটাল বা গেজেট প্রোডাক্ট বিক্রয় করছি না — বরং বরকতের পথে একসাথে হাঁটছি।
📦 আমাদের পেজ থেকে প্রতিদিন যত গেজেট প্রোডাক্ট বা গিজিটাল subscription বিক্রি করি,
যেমন — Gemini Veo 3, HOCO Neckband, Realme Buds, Powerbank, Fast Charger, CapCut Pro, Canva Pro ইত্যাদি —
সেই আয়ের একটি অংশ আমরা প্রতিনিয়ত দিয়ে দিচ্ছি 💝 As-Sunnah Foundation-এ।
🤝 আমরা বিশ্বাস করি —
ব্যবসা শুধু লাভের জন্য নয়, বরং আখিরাতের জন্যও হতে পারে সওয়াবের মাধ্যম।
🕌 তাই আমরা চাচ্ছি — আপনার প্রতিটি লেনদেন হয়ে উঠুক এক একটি সাদকাহ জারিয়াহ।
📿 আপনি যখন আমাদের কাছ থেকে কোনো পণ্য বা সাবস্ক্রিপশন নেন,
আপনিও হয়ে যান এই বরকতময় কাজে একজন গোপন সহযোদ্ধা।
আমরা চাই —
> ব্যবসা হোক দুনিয়ার প্রয়োজনে, আর বরকত হোক আখিরাতের প্রস্তুতি।
🤲 আমাদের জন্য দোয়া করবেন যেন এই ছোট উদ্যোগটি বড় হয়,
আর আমাদের পণ্যগুলো মানুষের উপকারে আসে — দুনিয়া ও আখিরাত দুই জগতেই।
📌 Ak Masum Billah Page — প্রযুক্তির সাথে নৈতিকতা ও বরকতের অঙ্গীকার
📞 ইনবক্সে যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় গেজেট বা ডিজিটাল প্রোডাক্টের জন্য।
গেজেট প্রোডাক্ট বাংলাদেশ, অনলাইন হালাল ইনকাম, ইসলামিক ব্যবসা, ডিজিটাল প্রোডাক্ট সেল বাংলাদেশ, হালাল উপার্জন, Sadaqah Jariyah Business, ডিজিটাল ইসলামিক বিজনেস, হালাল লাভের ব্যবসা, CapCut Pro সেল, Canva Pro সেল, ChatGPT Plus সেল, Realme Buds BD, Gemini Veo 3 BD, Fast Charger Online, Powerbank Buy BD, Trusted Gadget Seller BD, হালাল ব্যবসা, ইসলামিক অনলাইন ইনকাম, Gadget Seller Bangladesh, Digital Services BD, Subscription Seller BD, Online Earning with Purpose, Barakah Business, Support Sunnah Foundation, ইসলাম সম্মত উপার্জন, Facebook Trusted Seller, Buy Gadget Online BD, Tech Product Seller Bangladesh, WhatsApp Seller BD, Dropshipping BD Gadget, As-Sunnah Foundation, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ, আস সুন্নাহ এতিমখানা, আস সুন্নাহ দারুল হাদিস, আস সুন্নাহ ফাউন্ডেশন দান, আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করুন, আস সুন্নাহ ফাউন্ডেশন সাপোর্ট করুন, আস-সুন্নাহ হাফেজি মাদ্রাসা, আস-সুন্নাহ ফাউন্ডেশন অনুদান, আস সুন্নাহ এতিমদের জন্য দান, আস সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রাম, হালাল দান প্ল্যাটফর্ম বাংলাদেশ, ইসলামিক দান ফাউন্ডেশন, Sadaqah Foundation Bangladesh, Islamic Donation BD, Orphan Support Bangladesh, Charity for orphans in Bangladesh, Donate for Allah, Support Islamic Education BD, Zakat Foundation BD, Halal Charity BD, Islamic Relief Bangladesh,
ুন্নাহ_ফাউন্ডেশন
, , , , , , , , , , , , , ,