Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও

Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও Official page of Bangladesh Betar-Thakurgaon
(2)

বাংলাদেশ বেতার জনগণের কথা বলে । ঠাকুরগাঁও বেতার উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য ধারন, লালন ও পালনে অসামান্য ভুমিকা পালন করে আসছে । বেতারে বিভিন্ন বয়সের মানুষের ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য ঠাকুরগাঁও বেতার নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে প্রয়োজনীয় তথ্য ও বিনোদন দিয়ে আসছে । প্রতিদিন দৈনিক চার বার বিবিসির সংবাদ প্রচার করা হচ্ছ

ে সকাল ৬:৩০ মিনিটে সকাল ৭:৩০ মিনিটে রাত ৭:৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে । এফ এম ৯২.০ মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট হতে সকাল ৮:০০ টা পর্যন্ত ও 2:47 মিনিট হতে রাত রাত ১১:০০ টা পর্যন্ত ।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইদানিং" শোনা যাবে প্রতি রবি ও বুধবারে রাত ৮.০০ টায় ও কৃষক ভাইদের জন্য "কৃষাণ মাটি দেশ" অনুষ্ঠান শোনা যাবে প্রতি শুক্র,শনি, মঙ্গল ও ব্রহস্পতিবার রাত ৮.০০ টায় ।
এছাড়া প্রতি সোমবার লাইভ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮.০০ টা হতে রাত ১০.৩০ টা পর্যন্ত। রাত ৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত অনুষ্ঠানে শ্রোতারা এসএমএস করে তাদের পছন্দের গান শুনতে পাবেন । এজন্য এসএমএস করতে পারেন ০১৭৭৪৮৬৩৬০৯ (ইংলিশ এসএমএস) অথবা ০১৭৯২৮৩৩৭৫৫ (বাংলা এসএমএস) নম্বরে ।
আর ১০.০০ টা হতে ১০.৩০ টা পর্যন্ত ফেসবুক এ কমেন্টস করে আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ।

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোন মতামত জানাতে চিঠি লিখতে পারেন "পত্রালাপ অনুষ্ঠানে",
প্রযত্নে-
আঞ্চলিক পরিচালক
বাংলাদেশ বেতার
ঠাকুরগাঁও।

এছাড়া বিস্তারিত তথ্য জানতে নিচের অংশটি পড়তে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও ।
ভূমিকাঃ
ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে প্রায় ৫ কিঃ মিঃ উত্তরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। ১১ নভেম্বর, ১৯৮৮ সালে প্রায় ২৯.৫৬ একর জমির উপর স্থাপিত এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র রীলে কেন্দ্র হিসেবে কাজ শুরু করে। পরবর্তীতে ১ লা মার্চ, ১৯৯৭ সালে ২ ঘণ্টার অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির অনুষ্ঠান প্রচার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার গণ মানুষের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও সংবাদ, শিক্ষা, তথ্য ও বিনোদনের একমাত্র ইলেক্ট্রনিক্স মিডিয়া হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার কৃষ্টি ও সংস্কৃতি ধারণ ও লালন করার ক্ষেত্রে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠান সম্পর্কে ধারণাঃ
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এ বিভিন্ন শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠান করতে আসেন। অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কোন গান কিংবা আলোচনা অনুষ্ঠানের পাণ্ডুলিপি প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন করে নিতে হয়। অনুমোদিত পাণ্ডুলিপি রেকর্ড করার জন্য স্টুডিওতে যেতে হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কনসোল এর মাধ্যমে অনুষ্ঠান রেকর্ড করেন এবং তা সংরক্ষণ করেন। পরে প্রচার তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। শ্রোতারা রেডিও সেট কিংবা মোবাইলে এফ এম তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারেন।
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর অনুষ্ঠানসমূহঃ
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতিদিন ১৩ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয়। এর মধ্যে নিজস্ব অনুষ্ঠান ৭ ঘণ্টা, জাতীয় অনুষ্ঠান (ঢাকা থেকে সমগ্র বাংলাদেশে একযোগে প্রচারিত) ৪ ঘণ্টা এবং বিবিসি সংবাদ ২ ঘণ্টা।
নিজস্ব অনুষ্ঠানঃ
ক) মিডিয়াম ওয়েভঃ ৯৯৯ কিলো হার্জে ৪ ঘণ্টার অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন দুপুর ২ টা ৫০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ।
খ) এফ এমঃ ৯২ মেগাহার্জে প্রতিদিন সকাল ৭ টা হতে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত আধ ঘণ্টা। রাতের অনুষ্ঠান ৮ টা হতে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা ৩০ মিনিট।
জাতীয় অনুষ্ঠানঃ
সন্ধ্যা ৬.৫০ মিনিট হতে রাত ১১.০০ টা পর্যন্ত মিডিয়াম ওয়েভ হতে ঢাকার অনুষ্ঠান রীলে করে শোনানো হয়।
বিবিসি সংবাদঃ
দৈনিক ৪ টি স্লটে বিবিসি বাংলা সংবাদ প্রচারিত হয় সকাল ৬.৩০ মিনিটে ও ৭.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে এফ এম ৯২ মেগাহার্জে।




বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর অনুষ্ঠান সমূহকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়ঃ

১ তথ্যমূলক অনুষ্ঠানঃ
ক) উন্নয়নমূলক অনুষ্ঠানঃ বাংলাদেশ বেতার সরকারের অন্যতম মুখপাত্র । বিভিন্নও মন্ত্রণালয় এর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারিত অনুষ্ঠান “এগিয়ে চলেছে বাংলাদেশ” প্রচারিত হয় মাসের ১ম, ৩য় ও ৫ম শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিটে। এছাড়া উন্নয়নমূলক গান, স্পট, জিঙ্গেল ও নাটিকা সবসময় প্রচার করা হয়ে থাকে।
খ) সাধারণ অনুষ্ঠানঃ সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর তথ্যমূলক গ্রন্থিত অনুষ্ঠান, আলোচনা, বার্ষিকী, সংকলন সহ বিভিন্ন ফরমেটে অনুষ্ঠান প্রচার করা হয়।

২ শিক্ষামূলক অনুষ্ঠানঃ
শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে প্রতি শনি ও মঙ্গল বার বিকেল ৩.৩০ মিনিটে একটি ২৫ মিনিটের ক্লাস ভিত্তিক লেকচার প্রচার করা হয়ে থাকে। স্বনামধন্য স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়। স্থানীয় সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান “একতারা” এবং সাহিত্য সম্পর্কিত অনুষ্ঠান “সাহিত্য আসর” প্রচারিত হয়ে থাকে এ কেন্দ্র থেকে। এছাড়া মাঝে মাঝে ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


৩ বিনোদনমূলক অনুষ্ঠানঃ
শ্রোতাদের বিনোদনের কথা বিবেচনা করে ঠাকুরগাঁও বেতার হতে নানা ধরণের গান ও নাটক প্রচার করা হয়। প্রতি মঙ্গলবার বিকেল ৫.১০ মিনিটে একটি করে নাটক প্রচার করা হয়। পালা গান, ভাওয়াইয়া গান, পল্লিগীতি, আধুনিক গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রায় প্রতিদিন প্রচার করা হয়। ম্যাগাজিন অনুষ্ঠান “ইদানিং”, সঙ্গীত শিক্ষার আসর “সারেগামা”, ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “মিউজিক টাইম” সহ বিশেষ দিবস ভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে।

৪ বিশেষ গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠানঃ
ক) প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠানঃ প্রতিবন্ধী এতিম ও অনাথ শিশুদের জন্য বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান “আমরাও পাড়ি” প্রচারিত হয় মাসের ১ম বুধবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে।
খ) শিশুদের জন্য অনুষ্ঠানঃ শিশুদের অংশগ্রহণমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “শিশু বিচিত্রা” প্রচার করা হয় প্রতি বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনিটে।
গ) তরুণদের জন্য অনুষ্ঠানঃ “তারুণ্য” প্রচারিত হয় মাসের ২য় ও ৪র্থ সোমবার বিকেল ৩.৩০ মিনিটে।
ঘ) নারীদের জন্য অনুষ্ঠানঃ মহিলাদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান “নারী জগত” মাসের ১ম ও ৩য় সোমবারে প্রচার করা হয়।
ঙ) প্রবীণদের জন্য অনুষ্ঠানঃ “হারানো দিনের আমি” শিরোনামে প্রবীণদের জন্য এ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার করা হয় মাসের ২য় ও ৪র্থ বুধবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে।
চ) কৃষকদের জন্য অনুষ্ঠানঃ ঠাকুরগাঁও বেতারের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান “কৃষাণ মাটি দেশ” অনুষ্ঠানটি স্থানীয় ভাষায় কৃষক ভাইদের জন্য প্রচারিত হয়ে থাকে। আসর ভিত্তিক এ অনুষ্ঠানে প্রতিদিন একজন বিশেষজ্ঞ কৃষিবিদ চাষি ভাইদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানটি ৬.০৫ মিনিটে ঠাকুরগাঁও বেতার হতে শোনা যাবে প্রতি শনি, সোম, বুধ ও শুক্র বার মিডিয়াম ওয়েভ হতে ৯৯৯ কিলোহার্জে।
এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী, আওয়ামী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা সময়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

৫ শ্রোতাদের অংশগ্রহণমূলক অনুষ্ঠানঃ
ক)পত্রালাপঃ শ্রোতারা বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। চিঠি পত্রের জবাব দানের অনুষ্ঠান “পত্রালাপ” এ শ্রোতাদের পাঠানো চিঠি পাঠ করে শোনানো হয় এবং তাদের প্রশ্নের জবাব প্রদান করা হয়। পত্র প্রেরনের মাধ্যমে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে মতামত প্রদান করেন যার ফলে অনুষ্ঠানের মান উন্নয়ন সহজ হয়। অনুষ্ঠানটি প্রচারিত হয় মাসের ২য় ও ৪র্থ রবিবার সন্ধ্যা ৬.০৫ মিনিটে।
খ) সেতুঃ শ্রোতাক্লাব ভিত্তিক এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লাবগুলোর অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।
গ) বন্ধু আড্ডাঃ প্রতি সোমবারে শ্রোতাদের অংশগ্রহণে এসএমএস ও ফেসবুক আড্ডার আয়োজন করা হয় রাত ৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত। জনপ্রিয় ও সাড়া জাগানো এ অনুষ্ঠানে শ্রোতাদের এসএমএস পড়ে তাদের অনুরোধের গান প্লে করে শোনানো হয়।
শ্রোতারা তাদের মোবাইল এর মেসেজ অপশন থেকে BBTH< Space>NAMELOCATIONCOMMENTS টাইপ করে 16242 নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
এছাড়া ফেসবুক আড্ডায় যোগ দিতে লগ ইন করতে পারেন www.facebook.com/fm92.bbt ঠিকানায় এবং আমাদের ফ্যান পেজে কমেন্টস করে অংশগ্রহণ করতে পারেন।
উপরোক্ত অনুষ্ঠানগুলো প্রচারের পাশাপাশি বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জনগুরুত্বপূর্ণ ভাষণ, মন্ত্রিসভার শপথ গ্রহন, সংসদের অধিবেশন সমূহ সরাসরি সম্প্রচার করা হয়। এর বাহিরেও স্থানীয় মন্ত্রী কিংবা সাংসদ অথবা ঠাকুরগাঁও এ সফররত কোন মন্ত্রীর বা ভিআইপির বক্তব্য রেকর্ড করে “সংবাদ তরজ্ঞ” আকারে প্রচার করা হয়ে থাকে।

নেপথ্যের কলাকুশলীঃ
বাংলাদেশ বেতারের প্রতিটি অনুষ্ঠান নির্মাণে বেতার প্রশাসন, শিল্পী, কলাকুশলী, বাদ্যযন্ত্রী, প্রকৌশলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্নভাবে যুক্ত থাকেন। শ্রোতাদের উপযোগী করে অনুষ্ঠান বানানো ও তা প্রচার করার জন্য সবাইকে অনেক কাজ করতে হয়। বিসিএস তথ্য ক্যাডার এর কর্মকর্তা গণ প্রশাসন সহ সার্বিক কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করে থাকেন। এছাড়া রয়েছে নিজস্ব স্টাফ যারা সার্বক্ষণিক ভাবে দাপ্তরিক কাজে সহযোগিতা করে থাকেন।
অনুষ্ঠান সচিবঃ একজন অনুষ্ঠান সচিব অনুষ্ঠান নির্মাণে সকল ধরণের সাচিবিক কাজ পালন করেন।
প্রযোজনা সহকারীঃ প্রযোজনা সহকারী অনুষ্ঠান প্রযোজনা করার যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন।
অনুষ্ঠান প্রযোজকঃ ঠাকুরগাঁও বেতারে ৪ জন সঙ্গীত প্রযোজক ও ২ জন নাট্য প্রযোজক রয়েছে। তারা নিয়মিতভাবে সঙ্গীত ও নাটক প্রযোজনা করে থাকেন।
নিজস্ব শিল্পীঃ ঠাকুরগাঁও বেতারে মোট ৮ জন নিজস্ব শিল্পী কাজ করে থাকেন। তাদের মধ্যে একজন সঙ্গীত প্রযোজক ছাড়া বাকি ৭ জন বিভিন্ন আঙ্গিকে কাজ করে থাকেন।
অনিয়মিত শিল্পীঃ অত্র কেন্দ্রে ৩৫ জন অনিয়মিত শিল্পী মাসিক চুক্তিতে সঙ্গীত প্রযোজনা, উপস্থাপনা, বাদ্য যন্ত্র বাজানো সহ অন্যান্য দাপ্তরিক কাজ করেন।
এছাড়া বেতারের কথক, আলোচক, শিল্পী ও কলাকুশলী হিসেবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সরকারী কর্মকর্তা, চিকিৎসক, বুদ্ধিজীবী, কৃষিজীবী, আইনজীবী, সুশীল সমাজ, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, কৃষক সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রশাসনিক কাঠামোঃ
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এর অনুষ্ঠান শাখার প্রশাসনিক কাঠামো নিম্নরুপ।

আঞ্চলিক পরিচালক (০১ জন)
!
!
উপ-আঞ্চলিক পরিচালক (০১)
-------------------------------------------------------------
! !
সহকারী পরিচালক (০১) সহকারী পরিচালক(০২)

দর্শক-শ্রোতাবন্ধু, আপনারা বেতারের প্রাণ। আমাদের আয়োজন কেবল আপনাদের জন্য! সবসময় আপনাদের সাথে থাকুন। Thanks for being a to...
11/10/2025

দর্শক-শ্রোতাবন্ধু, আপনারা বেতারের প্রাণ। আমাদের আয়োজন কেবল আপনাদের জন্য! সবসময় আপনাদের সাথে থাকুন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ferdous Ahmed, Md Sohel Rana Sohel, মো সোহেল রানা, AK Azad, Ripon Chandra Singha, মোঃসাইদুল ইসলাম, Mostakin Islam, Manik Roy, M S Jaman, মোঃমকবুলার রহমান

11/10/2025

শুধু মিউজিকের সুর শুনে গানের লিরিক্স কমেন্টে লিখুন...!
পরিবেশনায়: বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের নিজস্ব মিউজিক্যাল টিম♥️
লাইক, কমেন্ট ও শেয়ারের মাঝে আমাদের সাথে থাকুন।
11.10.2025]

#মিউজিক #গান #বাংলাদেশবেতারঠাকুরগাঁও See less See less

দর্শক-শ্রোতাবন্ধু, আপনাদের পছন্দের সকল অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আগামীকাল ১১.১০.২০২৫) এর অনুষ্ঠানমালা। আশা করছি, আমাদের...
10/10/2025

দর্শক-শ্রোতাবন্ধু, আপনাদের পছন্দের সকল অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আগামীকাল
১১.১০.২০২৫) এর অনুষ্ঠানমালা। আশা করছি, আমাদের অনুষ্ঠান আপনাদের ভাল লাগবে। অনুষ্ঠান শোনার ও দেখার আমন্ত্রণ রইলো।

লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের পাশে থাকুন। সকলের মঙ্গল হোক!

10/10/2025

বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম .........!
শিল্পী: সরলা রানী রায়
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও
[10.10.2025]

#বাংলাদেশবেতারঠাকুরগাঁও #গান See less See less See less

10/10/2025

“আলোকিত জীবন” (ফোন ইন অনুষ্ঠান)
শ্রোতাবন্ধুরা, আজ (শুক্রবার ১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭-৩০ মিনিটে এফ এম ৯২ মেগাহার্যে ও বেতার অ্যাপসের মাধ্যমে। প্রচারিত হবে ইসলাম ধর্ম / ধর্ম বিষয়ক ম্যাগাজিন ও চিঠিপত্র,ফেসবুক পেইজ (www.facebook.com/bbthkg), ই-মেইল ([email protected]), ও ফোন-ইন অনুষ্ঠান আলোকিত জীবন। আজকের বিষয়ঃ ইসলাম ধর্মে হাদিসের গুরুত্ব।
অংশগ্রহণেঃ মাওলানা মোঃ খলিলুর রহমান । সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ পেতে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন সন্ধ্যা ০৭ টার মধ্যে । এছাড়াও, অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন ০১৭৩০২৪০০৩৭ নম্বরে।

10/10/2025

মোহরানা টাকা নিয়ে প্রশ্ন উত্তর
অংশগ্রহণেঃ মাওলানা মোঃ ফজলে রাব্বী মুর্তজাবী ।
সঞ্চালনে: হাসান রায়হান।
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও
[10.10.2025]

See less See less

10/10/2025

" কিশলয়"
শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান
গ্রন্থনা: লাইলা ফেরদৌসী
উপস্থাপনা: মাহজাবিন মোহনা
শব্দ গ্রহণ ও সংগীত পরিচালনা: তুষার কান্তি বর্ধন অনলাইন সম্পাদনা: মোহাম্মদ আলী
প্রযোজনা: মোঃ নুরুল আবছার। [10/10/2025]

10/10/2025

খোদারও প্রেমে .........!
শিল্পী: হুমাইরা হুসেন
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও
[10.10.2025]

#বাংলাদেশবেতারঠাকুরগাঁও #গান See less See less See less

দর্শক-শ্রোতাবন্ধু, আপনাদের পছন্দের সকল অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আগামীকাল (১০.১০.২০২৫) এর অনুষ্ঠানমালা। আশা করছি, আমাদে...
09/10/2025

দর্শক-শ্রোতাবন্ধু, আপনাদের পছন্দের সকল অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আগামীকাল
(১০.১০.২০২৫) এর অনুষ্ঠানমালা। আশা করছি, আমাদের অনুষ্ঠান আপনাদের ভাল লাগবে। অনুষ্ঠান শোনার ও দেখার আমন্ত্রণ রইলো।

লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের পাশে থাকুন। সকলের মঙ্গল হোক!

09/10/2025

নিয়তির এমন ধরন .........!
শিল্পী: সুইটি ইসলাম
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও
[09.10.2025]

#বাংলাদেশবেতারঠাকুরগাঁও #গান See less See less See less

09/10/2025

কেন এতো মায়া মায়া লাগে .........!
শিল্পী: মো মফিজুল ইসলাম চৌধুরী
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও
[09.10.2025]

#বাংলাদেশবেতারঠাকুরগাঁও #গান See less See less See less

09/10/2025

“আড্ডার প্রহর”
শ্রোতা বন্ধুরা, আজ (বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫খ্রি.) রাত ০৮.০৫ মিনিটে এফএম ৯২.০ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের অ্যাপসের ঠাকুরগাঁও কেন্দ্রে আড্ডার প্রহরে চিঠি, ফেসবুক মতামত পাঠিয়ে এবং ফোন করে অংশগ্রহণ করতে পারবেন –চিঠি পাঠানোর ঠিকানা, প্রযত্নেঃ আঞ্চলিক পরিচালক, বাবেঠা-৫১০০), ফেসবুক পেইজে Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও । এবং ০১৭৩০-২৪০০৩৭ মোবাইল নাম্বারে অনুষ্ঠান চলাকালীন সরাসরি কল করতে পারেন ।

১। কারও জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা অথবা মৃত্যুবার্ষিকী ও শোকের স্মরণে সান্তনা জানান
২। বাংলার রূপবৈচিত্র্য-দর্শনীয় স্থান বা ঐতিহাসিক পূরাকীর্তি নিয়ে (সংক্ষেপে) লিখুন
৩। বর্তমানে সাপের উপদ্রব বন্ধে ও সাপের কামড় থেকে বাঁচতে সচেতনতা নিয়ে লিখতে পারেন।
আবহাওয়া পরিবর্তনকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিষেয়ে লিখুন।
৪। বাঙালি সংস্কৃতির স্বরূপ যেমন মিডিয়া, সঙ্গীত, নাটক, যাত্রা- পালা, চলচ্চিত্র প্রভৃতি নিয়ে লিখুন।
৫। শ্রোতাক্লাব এর আর্থ-সামাজিক কাজ ও অন্যান্য বিষয়ে নিয়ে লিখুন।
৬/ আবহাওয়া পরিবর্তনকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিষেয়ে লিখুন।

এসব নিয়ে কথা হবে আজ (বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫খ্রি.) আড্ডার প্রহর অনুষ্ঠানে রাত ০৮.০৫ মিনিট থেকে রাত ০৯-০০ টা পর্যন্ত । শুনতে টিউন এফএম ৯২.০ মেগাহার্জে অনুষ্ঠান শুনুন বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও-এর সাথেই থাকুন।
বিঃ দ্রঃ গঠনমুলক মতামত প্রদানের জন্য অনুরোধ রইল। মন্তব্য/ মতামতের মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন।...................................................................................................................................................................................................................................
অনুগ্রহ করে একের অধিক কমেন্ট করবেন না।অবশ্যই শুধু চিঠি / ফেসবুক / ফোনে যেকোন একটি মাধ্যমে কমেন্ট করবেন।

Address

Bangladesh Betar
Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও:

Share