Nayan roy001

Nayan roy001 "যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়, সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়!"��

📌Topic: মানব শরীরের কোথায় কোথায় Pulse চেক করা হয় জেনে নিন 👇🔴 মানব শরীরের বিভিন্ন অংশে Pulse বা স্পন্দন পরীক্ষা করা যা...
23/05/2025

📌Topic: মানব শরীরের কোথায় কোথায় Pulse চেক করা হয় জেনে নিন 👇

🔴 মানব শরীরের বিভিন্ন অংশে Pulse বা স্পন্দন পরীক্ষা করা যায়, যেখান দিয়ে Artery ত্বকের খুব কাছ দিয়ে গেছে এবং হাড় বা মাংসপেশির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ পালস চেক করার স্থানগুলো দেওয়া হলো -

১. Temporal Pulse

✔️অবস্থান: কানের উপরে, কপালের পাশে।
✔️ব্যবহার: বৃদ্ধদের ক্ষেত্রে বা মাথার রক্তপ্রবাহ যাচাইয়ে।

২. Carotid Pulse

✔️অবস্থান: গলার পাশে, ট্রাকিয়ার (windpipe) দু’পাশে।
✔️ব্যবহার: জরুরি পরিস্থিতিতে (যেমন – হার্ট অ্যাটাক, অজ্ঞান ব্যক্তি)।
✔️সতর্কতা: উভয় পাশ একসাথে টিপা যাবে না, কারণ এতে ব্রেইনে রক্তপ্রবাহ বন্ধ হতে পারে।

৩. Facial Pulse

✔️অবস্থান: চোয়ালের নিচে, mandibular angle-এর সামনে।
✔️ব্যবহার: মুখে রক্তপ্রবাহের অবস্থা জানতে।

৪. Axillary Pulse

✔️অবস্থান: বগলের ভেতরে।
✔️ব্যবহার: শিশুর ক্ষেত্রে বা হাতে রক্তপ্রবাহের সমস্যা মূল্যায়নে।

৫. Ulnar Pulse

✔️অবস্থান: কব্জির ভিতরে, ছোট আঙুলের দিকের পাশে।
✔️ব্যবহার: Radial pulse-এর বিকল্প বা সহায়ক হিসেবে।

৬. Subclavian Pulse

✔️অবস্থান: কলারবোনের নিচে (clavicle-এর নিচে)।
✔️ব্যবহার: কেন্দ্রীয় রক্তপ্রবাহ নিরীক্ষণের জন্য।

৭. Brachial Pulse

✔️অবস্থান: হাতের ভাঁজের ভিতরের দিকে (elbow fold)।
✔️ব্যবহার: শিশু ও নবজাতকদের পালস চেক করার জন্য এবং রক্তচাপ মাপার সময়।

৮. Radial Pulse

✔️অবস্থান: কব্জির ভিতরের দিকে, বৃদ্ধাঙ্গুলির নিচে।
✔️ব্যবহার: সবচেয়ে বেশি ব্যবহৃত।
✔️কারণ: সহজে উপলব্ধ, রক্তচাপ ও হৃদস্পন্দনের পরিমাপের জন্য উপযোগী।

৯. Apical Pulse

✔️অবস্থান: বুকে, হৃৎপিণ্ডের উপরের অংশে (left 5th intercostal space, midclavicular line)।
✔️ব্যবহার: stethoscope দিয়ে শোনা হয়, শিশুদের ও হৃদরোগীর ক্ষেত্রে বেশি ব্যবহৃত।

১০. Abdominal Aortic Pulse

✔️অবস্থান: পেটের মাঝামাঝি, নাভির একটু উপরে।
✔️ব্যবহার: abdominal aortic aneurysm চিহ্নিত করার জন্য।

১১. Femoral Pulse

✔️অবস্থান: উরুর ওপরের অংশে, ইনগুইনাল গ্রোভে (groin area)।
✔️ব্যবহার: শরীরের কেন্দ্রীয় রক্তপ্রবাহ মূল্যায়নের জন্য।

১২. Popliteal Pulse

✔️অবস্থান: হাঁটুর পিছনে (popliteal fossa)।
✔️ব্যবহার: ধমনী ব্লক বা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ (PAD) মূল্যায়নে ব্যবহৃত হয়।

১৩. Posterior Tibial Pulse

✔️অবস্থান: গোড়ালির পিছনের দিকে, মিডিয়াল মালিওলাসের পিছনে।
✔️ব্যবহার: পায়ের রক্তপ্রবাহ ঠিক আছে কি না তা যাচাইয়ে।

১৪. Dorsalis Pedis Pulse

✔️অবস্থান: পায়ের উপরিভাগে, প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝামাঝি।
✔️ব্যবহার: পায়ের রক্তপ্রবাহ চেক করার জন্য।

ভুল ত্রুটি মার্জনীয়
ধন্যবাদ 😊

#বিপিএসসি_নার্সিং_ভাইবা #ধমনি

ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের জন্য এক প্রকার "রিসেট বাটন"। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম না হলে, আমা...
23/05/2025

ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের জন্য এক প্রকার "রিসেট বাটন"। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম না হলে, আমাদের মস্তিষ্কে মারাত্মক পরিবর্তন শুরু হয়।

বিজ্ঞানীরা একটি প্রক্রিয়ার নাম দিয়েছেন "সিন্যাপটিক প্রুনিং" এবং "অ্যাস্ট্রোসাইটিক অ্যাকটিভিটি", যা ঘুমের সময় মস্তিষ্কের অপ্রয়োজনীয় কোষ ও সংযোগ পরিষ্কার করে। তবে, ঘুম না হলে এই প্রক্রিয়াগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে,এমনকি সুস্থ ও কার্যকর কোষও নষ্ট হতে শুরু করে।

একটি ২০১৭ সালের গবেষণায় দেখা গেছে, ইঁদুরদের উপর ঘুমের অভাব ঘটানোর ফলে তাদের মস্তিষ্কে এমন কোষ ধ্বংসকারী কার্যক্রম বেড়ে যায়, যা মানুষের ক্ষেত্রেও প্রয়োগযোগ্য হতে পারে। ফলে দীর্ঘ সময় ধরে ঘুমের ঘাটতি নিউরোনের ক্ষয়, স্মৃতিভ্রংশ, এবং মানসিক রোগের (যেমন: আলঝেইমার, বিষণ্নতা) সম্ভাবনা বাড়িয়ে তোলে।

সংক্ষেপে বলা যায়, ঘুমের অভাব মস্তিষ্কের জন্য কেবল ক্লান্তি নয়,এটি ধীরে ধীরে নিজের অস্তিত্বকেই ঝুঁকিতে ফেলে।

😋😏
21/01/2025

😋😏

🙂🌼
07/01/2025

🙂🌼

ঠাকুরগাঁওয়ে প্রথম হচ্ছে ইত্যাদি রাণীশংকৈল টংকনাথের রাজবাড়ীতেআগামী ৯ তারিখ সন্ধ্যায় এই প্রথম ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য আর ইত...
06/01/2025

ঠাকুরগাঁওয়ে প্রথম হচ্ছে ইত্যাদি রাণীশংকৈল টংকনাথের রাজবাড়ীতে

আগামী ৯ তারিখ সন্ধ্যায় এই প্রথম ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য আর ইতিহাস নিয়ে হানিফ সংকেতের ''ইত্যাদি'' অনুষ্ঠিত হবে।

স্থান : রাণীশংকৈল রাজবাড়ী

ইত্যাদির মঞ্চ প্রস্তুতির কাজ চলছে!

05/01/2025

good afternoon my friends 🥰😘

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল)  সেবনে বাড়ে হিপ ফ্রাকচার!!!বছর খানেক আগে stomach Cancer হয় গবেষনায় পে...
01/01/2025

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল) সেবনে বাড়ে হিপ ফ্রাকচার!!!

বছর খানেক আগে stomach Cancer হয় গবেষনায় পেয়ে সেইগুলো ঊঠিয়ে দেয়।

চিকিৎসক এর পরামর্শ না নিয়েই আমরা অনেকেই এই ওষধ সেবন করে থাকি, গ্যস্ট্রিক এর সমস্যায় তো কথাই নেই।

প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, এটি দেহের জন্য ক্ষতিকর।

বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা উরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসাচুচেট জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের

বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা

অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।

লেখক: রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan roy001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share