
25/07/2025
চা মূলত ক্যামেলিয়া সিনেনসিস (Camellia sinensis) নামক গাছের পাতা থেকে তৈরি একটি পানীয়। এর উৎপত্তি চীনে এবং কিংবদন্তি অনুসারে, সম্রাট শেন নুং ঘটনাক্রমে এটি আবিষ্কার করেন। চায়ের প্রধান উপাদান হলো ক্যাফেইন, যা পান করার পর শরীর ও মনকে চাঙা করে তোলে।