
02/02/2025
#অনেক দিন ধরে মা সরস্বতী কে
নিয়ে একটা কবিতা
লিখবো
ভাবছি
আজ তা সম্পুণ হলো ?
_ _ _(কবিতা ~ মা সরস্বতী) _ _ _
কবি:_ উদয় রায়
লেখক:_উদয় রায়
#মায়ের শাথে এসেছি সেই কত দিন আগে~তার পরেতে একলা আশে মা সরস্বতী পঞ্চমীর মাঘে ?
#হস্তি কিংবা দোলায় এলে দিঘ পথ হতো ~তাইতো আশে আকাশ পথে হংশ যে তার রথ?
#পারার যতো দস্যি ছেলে কুমার পারায় গেলো~ হল্লি করে বিদ্যার দেবি সরস্বতী কে আনলো?
# পাটশালা বা ক্লাবের কাচবাতিটার তলে ~রাত জেগে সব সাজাই দেবির পূজোয় ফুলে ফলে?
#দূগা পূজোর সময় ছিলো শিউলি ফুলের মালা~ আচকে মায়েরে সাজায় পলাশ ফুলের বালে ?
#সবার আগে অন্জলি দেয় ফেল করা শেই ছেলে~ হাত জোর করে কয় পাশ করে দেও মা মোরে ?
#সুর আর আলোয় ভরে উঠুক এই বিশ্বচরাচরে?
কবি:_ উদয় রায়