
19/09/2025
*🕌 গুরুস্থান কি গরু চরানোর মাঠ?*
আজ আমি আমার মা'র কবর জিয়ারত করতে গিয়েছিলাম —
স্থান: ছেপড়াঝার পাহারভাঙ্গা গুরুস্থান, তোড়িয়া ইউনিয়ন, আটোয়ারী উপজেলা।
কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম, সেটা সত্যি কষ্টদায়ক!
❌ কিছু কবরের ওপর গরুর গবর!
❌ গরু চরানো হচ্ছে কবরের পাশ দিয়ে।
❌ কিছু মহিলাকে দেখলাম—চুল খোলা, শরীরের সতর সম্পূর্ণ ঢাকা না, অথচ তারা গুরুস্থানে চলাফেরা করছে।
*এটা কি কবরস্থানের সম্মান?*
*এটা কি মৃতদের প্রতি আমাদের আচরণ হওয়া উচিত?*
📖 ইসলামে কবরস্থানকে পবিত্র ও সম্মানিত স্থানে পরিণত করতে বলা হয়েছে।
কবরের উপর হাঁটাচলা, বসা, গরু চরানো — এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ।
আর পর্দাহীনভাবে চলাফেরা করা তো আরও বড় ভুল।
➡️ দয়া করে আমরা সবাই সচেতন হই।
➡️ গুরুস্থানকে গরু ছাগলের জায়গা না বানিয়ে, একটি দোয়ার জায়গা হিসেবে সম্মান করি।
➡️ মহিলারা যেন সঠিক পর্দা মেনে গুরুস্থানে আসেন — এই বিষয়ে পরিবারের সবাই দায়িত্বশীল হই।
*আসুন, মৃতদের সম্মান করি — জীবিতদের জন্য দৃষ্টান্ত স্থাপন করি।*
🤲 আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
বি.দ্র. পোস্টটি শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিন.