Hafez Md Sakil Islam Jone 1

Hafez Md Sakil Islam Jone 1 মা হারা সন্তান

*🕌 গুরুস্থান কি গরু চরানোর মাঠ?*আজ আমি আমার মা'র কবর জিয়ারত করতে গিয়েছিলাম —  স্থান: ছেপড়াঝার পাহারভাঙ্গা গুরুস্থান, তোড়...
19/09/2025

*🕌 গুরুস্থান কি গরু চরানোর মাঠ?*

আজ আমি আমার মা'র কবর জিয়ারত করতে গিয়েছিলাম —
স্থান: ছেপড়াঝার পাহারভাঙ্গা গুরুস্থান, তোড়িয়া ইউনিয়ন, আটোয়ারী উপজেলা।

কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম, সেটা সত্যি কষ্টদায়ক!
❌ কিছু কবরের ওপর গরুর গবর!
❌ গরু চরানো হচ্ছে কবরের পাশ দিয়ে।
❌ কিছু মহিলাকে দেখলাম—চুল খোলা, শরীরের সতর সম্পূর্ণ ঢাকা না, অথচ তারা গুরুস্থানে চলাফেরা করছে।

*এটা কি কবরস্থানের সম্মান?*
*এটা কি মৃতদের প্রতি আমাদের আচরণ হওয়া উচিত?*

📖 ইসলামে কবরস্থানকে পবিত্র ও সম্মানিত স্থানে পরিণত করতে বলা হয়েছে।
কবরের উপর হাঁটাচলা, বসা, গরু চরানো — এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ।
আর পর্দাহীনভাবে চলাফেরা করা তো আরও বড় ভুল।

➡️ দয়া করে আমরা সবাই সচেতন হই।
➡️ গুরুস্থানকে গরু ছাগলের জায়গা না বানিয়ে, একটি দোয়ার জায়গা হিসেবে সম্মান করি।
➡️ মহিলারা যেন সঠিক পর্দা মেনে গুরুস্থানে আসেন — এই বিষয়ে পরিবারের সবাই দায়িত্বশীল হই।

*আসুন, মৃতদের সম্মান করি — জীবিতদের জন্য দৃষ্টান্ত স্থাপন করি।*
🤲 আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

বি.দ্র. পোস্টটি শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিন.

01/09/2025

📢 *সুখবর! সুখবর!! সুখবর!!!*

*পঞ্চগড় জেলার সকল আলেম-ওলামা ও দ্বীনদার ভাইদের জন্য এক বিশাল সুসংবাদ!*

সামনে আসছে পবিত্র *ঈদে মিলাদুন্নবী (সা.)*।
এই ঈদ পালনের দলিল–প্রমাণ নিয়ে আমরা অনেকেই চিন্তিত ছিলাম, বিভ্রান্ত ছিলাম।

📘 সেই চিন্তার অবসান ঘটিয়ে, এবার হাজির হয়েছেন আমাদের প্রিয় উস্তাদ,
M***i Osman Goni Salehi
*মুফতি ওসমান গনী সালেহী (দা.বা.)*
তিনি রচনা করেছেন এক অমূল্য কিতাব:
*"ঈদে মিলাদুন্নবী (সা.): একটি তাত্ত্বিক পর্যালোচনা"*

এই কিতাবে রয়েছে:
✅ কুরআন-হাদিস ও ফিকহ থেকে প্রমাণ
✅ সুন্নতের আলোকে মিলাদ পালনের বিশ্লেষণ
✅ এবং সব কিছু রেফারেন্সসহ

📌 মূল্য মাত্র *২২০ টাকা হাদিয়া*।

📍 *যেভাবে সংগ্রহ করবেন:*
– স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন
০১৩২৯৩৬৬০৭১
০১৭২৩৩১৩০১৩
– অথবা সরাসরি চলে আসুন
*ছেপড়াঝার খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স, দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা*

🎉 দ্বীনের কথা ছড়িয়ে দিন, সত্য প্রচারে অংশ নিন।

*আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে আমল করার তাওফিক দান করুন।*
*জাযাকুমুল্লাহু খইরান।*

📚✒️ “জ্ঞান ও ধর্মের আলোয় ভবিষ্যতের পথে…” 🌙
09/08/2025

📚✒️ “জ্ঞান ও ধর্মের আলোয় ভবিষ্যতের পথে…” 🌙

14/07/2025

কিছু মানুষের হঠাৎ পরিবর্তন কলিজায় কাঁটার মতো লাগে..." 💔

11/07/2025

যে আমল করেন ইখলাস থাকতে হবে।

11/07/2025

Active ✅আছি।
ফলো দিলে ১০০% ফলো ব্যাক পাবেন ইনশাআল্লাহ।
Back to back ✅✅

03/07/2025

নর্থবেঙ্গল জামিয়া আল হারামাইন নূরানী তালীমুল কোরআন মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের এসেম্বলির কিছু ভিডিও চিত্র।

20/06/2025

আসসালামু আলাইকুম।
আজ আমি এসেছি আমার মায়ের কবর পরিষ্কার করতে।
মা – এই শব্দটার ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসা, মমতা আর শান্তি।

আমাদের ব্যস্ত জীবনে অনেক কিছু নিয়ে ভাবি, দৌড়াই...
কিন্তু যে মানুষটা আমাদের পৃথিবীতে এনেছে,
তার জন্য সময় না বের করা — এটা বড় আফসোসের বিষয়।

আমি চেষ্টা করি মাঝেমাঝে এসে কবর পরিষ্কার করি।
কারণ এটা শুধু একটা দায়িত্ব না,
বরং এটা আমার ভালোবাসা, আমার শান্তি।

এখানে এসে মনে হয়,
মা যেন এখনো পাশে আছেন।
গাছপালার মাঝে, বাতাসের ছোঁয়ায়,
মনে হয় মা’র দোয়ার ছায়া এখনো রয়ে গেছে।

মা, তুমি নেই,
কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো।

আল্লাহর কাছে দোয়া করি,
তিনি যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আর আমাকে সেই রাস্তায় চালান,
যেখানে আমি তোমার জন্য সদকা জারিয়া হয়ে যেতে পারি।

এই ভিডিও যারা দেখছেন – একটা অনুরোধ,
সময় করে মা-বাবার কবরের খোঁজ নেন, দোয়া করেন।
কারণ তারা এখন আমাদের অপেক্ষায়।

শেষ কথা...
মা-বাবার সেবা করার সুযোগ থাকলে কখনো দেরি কোরো না।
কারণ একবার চলে গেলে –
শুধু কবরের মাটি আর স্মৃতি বাকি থাকে

17/06/2025

জাহান্নামের খাবার।

বন্ধুদের সাথে কোনো এক বিকেলে।
17/06/2025

বন্ধুদের সাথে কোনো এক বিকেলে।

Address

Toria Atoawri
Thakurgaon
5040

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Md Sakil Islam Jone 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share