19/10/2025
🥺❤️🤲
জি আমি কেঁদেছি।
বিড়াল পালার পর আমি বুঝতে শিখেছি মায়া কি জিনিস, সত্যিকারের ভালোবাসা আসলে কেমন❤️ লুসুর আর ব্রাউনির অসুস্থতায় যেনো আমি অস্থির হয়ে যাই অজান্তেই চোখের কোণে পানি এসে পড়ে। সবসময় তাদের হারানোর ভয় কাজ করে মনে। লুসুর বয়স যখন ৮ মাস তখন বুঝেছি লুসু আমার কাছে কত টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তখন আমার পেইজ ছিল না। তখন লুসু অনেক বেশি অসুস্থ হয়েছিল। বামন বিড়াল হওয়ায় ওর নার্ভস এর সমস্যা হয়েছিল ফলে ৪/৫ দিন সে পটি করতে পারে নাই। তার কষ্ট নিজের চোখে যেনো দেখতেই পারতেছিলাম না। আল্লাহর কাছে দুআ করতাম কোনো একটা মিরাকেল করে দাও। আমার অসহায় বাচ্চা টারে এত কষ্ট দিও না।🤲 এক আন্টির পরামর্শে লুসুকে রংপুরে নিয়ে যাই। তখন লুসুকে ট্রিটমেন্ট দিলেও ডাক্তার বলেছিলেন হয়তো লুসুর এই সমস্যা টা সারাজীবন থেকেই যাবে। এনিমা না করালে তার প্যারালাইজড হওয়ার চান্স থাকবে। দিনগুলো যে কি দুশ্চিন্তায় পার করেছি আমরা। কিন্তূ হ্যাঁ আল্লাহ কখনো তার বান্দা কে ফিরায় দেন না। রংপুরের ট্রিটমেন্ট এর পর আমরা ওই ডাক্তারের সকল পরামর্শ খুব কড়া ভাবে পালন করেছি। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই আমার লুসু একদম সুস্থ হয়ে উঠে। এর থেকে বেশী খুশির আমার কাছে যেনো আর কিছুই ছিল না।আমার আদরের বাচ্চা টা তারপর থেকে তার নানি আর মায়ের যত্নে কখনোই তেমন জটিল সমস্যায় পড়ে নাই। দুয়া করবেন যেনো কখনো কোনো বড় সমস্যায় তাকে পড়তেও না হয়। তারা দুই ভাইবোন যেনো সবসময় সুস্থ থাকতে পারে❤️