Thakurgaon news - ঠাকুরগাঁও নিউজ

Thakurgaon news - ঠাকুরগাঁও নিউজ Thakurgaon News- ঠাকুরগাঁও নিউজ
(1)

✅ঠাকুরগাঁও জেলার সংবাদ।

✅ রংপুর বিভাগের সংবাদ।

✅ ব্রেকিং নিউজ ও সংবাদ।

✅ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

✅ বিনোদন ও সেলিব্রিটি সংবাদ।

✅ খেলাধুলার সংবাদ।

✅রাজনৈতিক আপডেট।

06/11/2025

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে দিনাজপুরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা

সভাপতি মোশারফ, সম্পাদক আলীম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক...
30/10/2025

সভাপতি মোশারফ, সম্পাদক আলীম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে চেয়ারম্যান পদে দৈনিক মানবজমিন ও ডেইলি অবজারবারের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আযম রেহমান, সভাপতি পদে দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস ও আমার সংবাদ প্রতিনিধি আব্দুল আলীমকে নির্বাচিত করা হয়।

বুধবার বিকালে প্রেস ক্লাব হলরুমে দ্বি-বার্ষিক বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সোবহান (দৈনিক সরেজমিন বার্তা), সিরাজুল ইসলাম (দৈনিক উত্তরবঙ্গ), মাহাফুজুর রহমান (বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন (নাগরিক টিভি ও নয়া দিগন্ত), মোঃ শামসুজ্জোহা ( দৈনিক গণতদন্ত), মাহাবুবুর রহমান বুলু ( দৈনিক সকালের সময়)।

সাংগঠনিক সম্পাদক মির্জা রুহুল আমিন চোখা ( দৈনিক লাল সবুজের বাংলাদেশ),

সহ - সংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ (কোষাধ্যক্ষ), কাজী আজিজুল হক (দৈনিক দিনকাল), প্রচার সম্পাদক আলমগীর কবির জুয়েল (বাংলার প্রতিদিন), দপ্তর সম্পাদক পারভেজ হাসান (দৈনিক মুক্তি), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিম ( দৈনিক গণ বার্তা), আইন বিষয়ক সম্পাদক বকুল কুমার রায় (বিডি নিউজ ২৪ বাংলা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ( ঢাকার প্রতিদিন), হাবিবুর রহমান জীবন( দৈনিক মাতৃজগত),কার্যনির্বাহী সদস্য শেখ শমসের আলী (দৈনিক ভোরের আওয়াজ), ইয়াসমিন রেহমান (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড), মোঃ লুৎফর রহমান ( দৈনিক আমাদের প্রতিদিন)

সাধারণ সদস্যরা হলেন, মাসুদ রানা পলক,( দৈনিক ইনকিলাব), ফারুক হাসান( দৈনিক আলোকিত সকাল), সাইফুর রহমান বাদশা (সংবাদ সারাদিন ডট কম), আসাদুজ্জামান আসাদ( দৈনিক বাংলাদেশ সমাচার), নাফিউল ইসলাম এলিন ( দৈনিক আজকের সংবাদ), আবু বক্কর সিদ্দিক( দেশ বুলেটিন ও দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), মাহফুজ জামান মাহফুজ ( দৈনিক আমাদের মাতৃভূমি), মোঃ রশিদুল ইসলাম( সাপ্তাহিক উত্তরের কন্ঠ), রাসেল রানা( দৈনিক ঘোষণা), আইনুল হক( দৈনিক প্রথম বাংলাদেশ), শেখ রানা ( আরজেএফ ভয়েস), জাহাঙ্গীর আলম ( দৈনিক আলোকিত সময়), ফরহাদ রেজা অনিক ( দৈনিক বাংলার আলো), জয়নুল আবেদীন ( মুভি বাংলা টিভি), বিপ্লব হাসান, (রাণীশংকৈলের খবর), মোশারফ হোসেন ( দৈনিক বর্তমান দিন), ইমদাদুল হক (দৈনিক শেকড় সন্ধানে),মোশারফ হোসেন( দৈনিক বর্তমান দিন), আরফান আলী(দৈনিক গণ বার্তা), লিওনুর রহমান লিয়ন( ঠাকুরগাঁও নিউজ), একরামুল হক( দৈনিক দেশ পত্রিকা), সাদেকুল ইসলাম মানিক( দৈনিক সংবাদ সারাবেলা)।

এই নির্বাচিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।

21/10/2025

আলহামদুলিল্লাহ। পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন বাতিল করে পুনরায় নতুন তফসিলের মাধ্যমে নির্বাচন করার আশ্বাস দিয়েছেন। শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার।

18/10/2025

সৈয়দপুর সাব স্টেশনের মেরামত কাজের কারণে ও
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট বন্ধ উত্তরাঞ্চলের ৮ জেলায় লোডশেডিং বাড়বে

17/10/2025

নীলফামারীতে পরকীয়া প্রেমিকের ছু' রি' কাঘা'তে প্রা' ণ গেল গৃহবধূর...

17/10/2025

প্রিয় ঠাকুরগাঁওবাসী

আমরা আনন্দের সাথে জানাচ্ছি অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধনের জন্য কাজ শুরু করা হচ্ছে।

17/10/2025

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণে অনিশ্চয়তা, বিভক্ত দলগুলো

17/10/2025

দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ ফেলের হারে প্রথম নীলফামারী! জেলার ১০ প্রতিষ্ঠানের সবাই ফেল...

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon news - ঠাকুরগাঁও নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thakurgaon news - ঠাকুরগাঁও নিউজ:

Share