Freelancer Nazir Hira

Freelancer Nazir Hira Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Nazir Hira, Digital creator, Tongi.

▶️ টাইম ম্যানেজমেন্ট  ◀️★ আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতাই নির্ধারণ করে  আপনার জীবনের  সফলতা বা ব্যর্থতা। ★ জগতের সব সফলকা...
29/12/2022

▶️ টাইম ম্যানেজমেন্ট ◀️

★ আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতাই নির্ধারণ করে আপনার জীবনের সফলতা বা ব্যর্থতা।

★ জগতের সব সফলকাম ব্যক্তিই তাদের জীবনে সময়ের যথার্থ ব্যবহার করেছেন, আর সব ব্যর্থ ব্যক্তি তাদের জীবনে সময়কে তুচ্ছজ্ঞান করে ও বাজেভাবে ব্যবহার করে।

★ প্রকৃতপক্ষে সময় ব্যবস্থাপনাই হলো জীবন ব্যবস্থাপনা।

🔵 সাফল্যের জন্য নিজেকে নিয়ে ভাবতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবেন এবং নিজের সম্পর্কে কী অনুভব করেন তা ব্যাপকভাবে আপনার জীবনের শ্রেষ্ঠত্বের মাত্রা নির্ধারণ করে থাকে।
Freelancer Nazir Hira
Miraj Hossain Ovijatra
.

আপনার যা চাওয়ার দোয়াতে চাইতে থাকুন। সম্ভব অসম্ভব এইসব মানুষের ধারণা। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব! ❤️❤️- ...
29/12/2022

আপনার যা চাওয়ার দোয়াতে চাইতে থাকুন।
সম্ভব অসম্ভব এইসব মানুষের ধারণা।
আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই,
সবই সম্ভব! ❤️❤️

- ডঃ বিলাল ফিলিপস
Freelancer Nazir Hira
Miraj Hossain Ovijatra


⏭️What’s Digital Marketing? ➡️ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান...
26/12/2022

⏭️What’s Digital Marketing?

➡️ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।
Miraj Hossain Ovijatra


আমরা সকলেই  জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।কিন্তু আমরা সহজেই হতাশ হয়ে পরি।কিছুদিন চেষ্টার পর ধরে নেই আমাকে দিয়ে কিছু হবে...
22/12/2022

আমরা সকলেই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।কিন্তু আমরা সহজেই হতাশ হয়ে পরি।কিছুদিন চেষ্টার পর ধরে নেই আমাকে দিয়ে কিছু হবেনা।হতাশ হয়ে মাঝপথে কাজ অসমাপ্ত রেখেই হার মেনে নেই।

কিন্তু হতাশায় না পরে যদি কাজটি শেষ করে ফেলি তাহলেই জয় সুনিশ্চিত।তাই শেষটা না দেখে আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না।


15/12/2022

১. কথা হজম করতে শিখুন ! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইগুলো মেনে চলার তৌফিক দান করুন আমীন 🤲।

একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক...
13/12/2022

একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।

আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।


Admission Going On!
11/12/2022

Admission Going On!


১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 🤫 চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 🤫 চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান ক...
11/12/2022

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
🤫 চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
🤫 চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করেছে?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে ?
🤫 চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতকতা করেছে ?
🤫 চুপ হয়ে যান।
✅ এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না।

✅ তাই নিজের স্বার্থে বাঁচুন,
নিজেকে ভালোবাসুন,
আপনার একজন "রব" আছেন,
সেজদায় গিয়ে বলে দিন,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন। 🥰
আলহামদুলিল্লাহ 💞

03/12/2022

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Nazir Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share