20/04/2025
শুধু স্মৃতি নয়, তোমার জীবাশ্ম বহন করাও আমার ভালোবাসা।
এক কাপ কফির পর এক ঝাঁক স্মৃতি ঝেড়ে ফেলে কত দ্রুত এগিয়ে চলি আমরা। ইংরেজিতে 'মুভ অন'।
সম্পর্কের সুন্দর দিনগুলো ভুলে যাওয়ার বড্ড তাড়া!
অথচ মৃত্যুর পর লখিন্দরের স্মৃতি আগলে কত বেহুলার চলাচল হয় ফ্লোরিডার জলাভূমি জুড়ে।
জীব বৈচিত্র থেকে আমরা শুধু একে অপরের মাংস খুবলে নিতে শিখলাম। ভালোবাসা শিখতে পারলাম কই? 💔