
06/02/2025
নিখুঁত এক পিতার গল্প শুনবো আজ! তবে মানুষের নয়, মাছের! জাউফিশের আশ্চর্যজনক পিতৃত্ব আপনাকে মুগ্ধ করবে! এই প্রজাতির পুরুষ মাছেরা সত্যিকার অর্থেই প্রকৃতির অসাধারণ পিতা! কিন্তু কেন এবং কীভাবে? স্ত্রী জাউফিশ পুরুষ জাউফিশের মুখে প্রায় ৪০০টি ডিম পাড়ে!
আর সেই ডিমগুলো পুরুষ মাছটি নিজের মুখে টানা দুই সপ্তাহ বহন করে। যেন ডিম ফুটে বাচ্চারা নিশ্চিন্তে পৃথিবীতে আসতে পারে! এই সময়ে পুরুষ মাছটি কোনো খাবার খায় না! কেবল মুখ খোলা রেখে ডিমগুলোকে নিরাপদ রাখে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে।
সবচেয়ে মজার বিষয় হলো, এই সময়ে মহিলা জাউফিশ সম্পূর্ণ বিশ্রাম উপভোগ করে! প্রকৃতির এই বিস্ময়কর পিতৃত্বের উদাহরণ প্রামাণ করে জীবজগতেও পিতৃত্ব কতোটা দায়িত্বশীল এবং মমতাময় হতে পারে! পৃথিবীর সব বাবাই বুঝি এমন? সব পুরুষ মানুষই বুঝি এমন? সত্যি মানুষ হোক কিংবা অন্যান্য প্রাণী, বাবার তুলনা একমাত্র বাবাই…