বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অত্যন্ত চমৎকার একটি পেশা, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু কিছু জানি, ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে অল্প সময়ে একটি কোর্স কমপ্লিট করে আপনি যথেষ্ট স্কিল হতে পারেন এবং সেই স্কিল কাজে লাগিয়ে আপনি হয়ে উঠতে পারেন একজন self-employed, অর্থাৎ একজন স্বাধীন আত্মনির্ভরশীল কর্মী সেক্ষেত্রে আপনাকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হচ্ছে না প্রতিনিয়ত আমাদের দেশ
ে বেকারের সংখ্যা বেড়েই চলেছে,এবং যে হারে দেশের বেকার বেড়ে চলেছে সেই হারে কিন্তু দেশে কর্মসংস্থান নেই সেক্ষেত্রে আমরা চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সারা বিশ্বের যেকোনো প্রান্তের ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করে দিয়ে অর্থ উপার্জন করতে পারি. ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমাদের এমনই একটি পথ দেখায় .আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছেন.এদের মধ্যে কেউ বা রয়েছে ছাত্র কেউ আবার গৃহিণী আবার অনেকেই রয়েছেন চাকুরীজীবী, আবার কেউবা চাকরির পাশাপাশি কাজটি করতে গিয়ে সফলতার একটি পর্যায়ে এসে চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র ফ্রিল্যান্সিংকেই বেছে নিয়েছেন ফুলটাইম ক্যারিয়ার হিসেবে. এখন যে বিষয়টি আমি শেয়ার করব তা শুনলে হয়তো বা আপনার চোখ কপালে উঠবে, আমরা যদি কোথাও চাকরি করি তবে আমাদের বেতন যদি 10000 হয় আগামী মাসে কি 20000 হয়ে যাবে না তা কিন্তু হবেনা তবে ফ্রিল্যান্সারদের,এক মাসে দুইবার নয় ছয় মাসেও নয় আবার এক বছরেও নয়, এভাবে কোনো কোনো ব্যক্তি 10 বছর কাজ করেও তার কিন্তু বেতন দ্বিগুণ হয়নি,কিন্তু আপনি যদি একজন ফ্রিল্যান্সারের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তার বর্তমান পর্যন্ত ইতিহাস টেনে দেখেন তার উপার্জন কিভাবে বেড়েছে,এই সেক্টরে আপনি যদি প্রথম মাসে উপার্জন করে 50 ডলার পরের মাসে 100 তার পরের মাসে 200 তার পরের মাসে 300 তার পরের মাসে,কেউ যদি এই ক্যারিয়ারে লেগে থাকে অন্তত এক বছর পর সে কিন্তু মাসে হাজার ডলার উপার্জন করতে পারবে, এবার আপনি ভেবে দেখুন বছরের-পর-বছর চাকরি করেও আপনার এ ধরনের উন্নতি হয় কি. বিষয়টি আপনার কাছে গল্প মনে হলেও এটাই বাস্তব. তবে হ্যাঁ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি আপনি এইভাবে, ডেভলপ করতে চান, তবে আপনাকে অবশ্যই একজন চমৎকার প্রশিক্ষক,খুঁজে পেতে হবে যিনি আপনাকে প্রতিনিয়ত হাতে ধরে কাজ শিখাবেন পদে পদে,প্রতিটি পদক্ষেপে আপনাকে কোনটি মৌল কোনটি সঠিক কোন পথে গেলে আপনি সফল হতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনাকে কোনটি মৌল কোনটি সঠিক কোন পথে গেলে আপনি সফল হতে পারবেন. তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন,
ফ্রিল্যান্সিং বিষয়টি না অত্যন্ত কঠিন না আবার অত্যন্ত সহজ. সঠিক গাইডলাইন ছাড়া আপনি বারবার বাধাগ্রস্ত হতে পারেন. তাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে আপনি আপনার সঠিক মেন্টরকে বেছে নিন.