22/07/2025
🔥 আগুনে পোড়া হলে কী করবেন, আর কী করবেন না 🔥
✅ যা করবেন:
প্রথমেই পোড়া জায়গায় প্রচুর পানি ঢালুন। পরিষ্কার ও ঠান্ডা পানি কয়েক মিনিট ধরে ঢালতে থাকুন। এতে জ্বালাভাব কমবে আর টিস্যুতে ক্ষতির আশঙ্কা কমবে।
পোড়ার জায়গা ঢেকে রাখার দরকার হলে পরিষ্কার, ভেজা কাপড় ব্যবহার করুন।
❌ যা করবেন না:
টুথপেস্ট লাগাবেন না — এটা পোড়া ত্বকে আরও ক্ষতি করতে পারে।
ডিমের কুসুম লাগাবেন না — ইনফেকশনের ঝুঁকি বাড়ায়।
বরফ লাগাবেন না — বরফ সরাসরি লাগালে ত্বকের নিচের টিস্যু আরও ক্ষতিগ্রস্ত হয়।