Mohona Akter Mitu

Mohona Akter Mitu ফলো দিলে ফলো ব্যাক পাবেন ইনশাআল্লাহ

21/09/2025

মালাই কেক রেসিপি 🍰

উপকরণঃ

ময়দা – ১ কাপ

ডিম – ৩ টি

চিনি – ১ কাপ

তেল/বাটার – ½ কাপ

বেকিং পাউডার – ১ চা চামচ

দুধ – ½ কাপ

ভ্যানিলা এসেন্স – ½ চা চামচ

মালাই লেয়ারের জন্যঃ

তরল দুধ – ২ কাপ

কনডেন্সড মিল্ক – ½ কাপ

ক্রিম – ½ কাপ

গুড়ো দুধ – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – সামান্য

প্রস্তুত প্রণালীঃ

কেক বানানোঃ

1. একটি বাটিতে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না ফেনা হয়।

2. এবার তেল/বাটার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

3. ময়দা ও বেকিং পাউডার একসাথে ছেকে ধীরে ধীরে ব্যাটারে মেশান।

4. এরপর দুধ দিয়ে হালকা ঘন ব্যাটার তৈরি করুন।

5. একটি কেক টিনে তেল মাখিয়ে ব্যাটার ঢেলে দিন।

6. ১৮০°সে প্রি-হিট ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করুন।

মালাই সিরাপঃ

1. একটি পাত্রে দুধ গরম করুন।

2. এতে কনডেন্সড মিল্ক, ক্রিম, গুড়ো দুধ ও এলাচ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন।

3. হালকা ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন।

ফাইনাল স্টেপঃ

1. কেক ঠাণ্ডা হলে কাঁটাচামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন।

2. মালাই সিরাপ কেকের উপর ঢেলে দিন যেন ভেতরে ভিজে যায়।

3. ওপরে চাইলে বাদাম/পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।

👉 ঠাণ্ডা ঠাণ্ডা মালাই কেক পরিবেশন করুন।

21/09/2025

আলুর চপ রেসিপি

যা যা লাগবে:

আলু (সিদ্ধ) – ৪-৫টা মাঝারি

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি – ২-৩টা

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ চা চামচ

লাল মরিচ গুঁড়া – ½ চা চামচ

হলুদ গুঁড়া – ¼ চা চামচ

জিরা গুঁড়া – ½ চা চামচ

লবণ – স্বাদমতো

বেসন (ছোলার ডাল গুঁড়া) – ১ কাপ

চালের গুঁড়া – ২ টেবিল চামচ (চপ ক্রিসপি করার জন্য)

পানি – প্রয়োজনমতো

তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালী:

প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন।

ম্যাশ করা আলুর সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া ও লবণ মিশিয়ে নিন।

আলুর মিশ্রণ থেকে ছোট ছোট গোল বা ডিম্বাকৃতি টিক্কি বানিয়ে নিন।

এবার আলাদা একটা বাটিতে বেসন, চালের গুঁড়া, সামান্য লবণ ও পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

তৈরি করা আলুর টিক্কিগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।

কিচেন টিস্যুতে তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন।

পরিবেশন:
গরম গরম আলুর চপ পরিবেশন করুন সস, চাটনি বা ঝাল স্যালাডের সাথে। #রেসিপি #ঘরোয়ারান্না

17/09/2025
ক্যাপশন,,,,,
17/09/2025

ক্যাপশন,,,,,

27/01/2025

Address

Tongi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801402199919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohona Akter Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share