28/08/2024
Help⚠️ Help⚠️ Help⚠️ Help⚠️ Help⚠️
আসসালামু আলাইকুম সবাইকে। একটা হেল্প দরকার আপনাদের কাছে। আমাদের গ্রাম নোয়াখালীর, অম্বর নগর গ্রাম, সমিতির বাজার। বাজারের উপর আমাদের বাড়ি সেখানে প্রায় ৬০-৬৫ জন এর বেশি মানুষ আছে, ১৬-১৭ জন বাচ্চা আছে। অধিকাংশ মানুষের বাড়ি ডুবে যাওয়ায় তারা উচু বাড়ি গুলোতে ঠাই নিয়েছে। এত দিন বড় কোনো সমস্যা না থাকলেও কালকে আমাদের যে পানির মোটর টা আছে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে আজকে ওনারা কই থেকে পানি খাবে কোন নিশ্চয়তা নেই বাকি সব তো বাদ ই দিলাম। খাওয়ার এর চেয়ে পানির কষ্ট বেশি হবে আজ সকাল থেকে কি ভাবে চলবে জানি না। আশেপাশের অধিকাংশ বাড়িতে খাওয়ার পানির সমস্যা। ৫-৭ টা গ্রামের সব বাজার বন্ধ। মানুষ যে পানিতে সাতরিয়ে গিয়ে কিছু কিনে খাবে এমন অবস্থা অনেক গ্রামে নেই কারন সব দোকান বন্ধ। কালকে সকাল বেলা আমার বোন আর আম্মু খাওয়ার কিনতে বের হইসিলো তারা এশার আযান দেয়ার পর বাড়িতে ফিরেছে (CNG দিয়ে গেলে নরমাল রেটের ভাড়া ২৫০ টাকা সেই পথ হেটে গেছে কিছু, নৌকায় করে গেছে কিছু, ঠেলা গাড়ি দিয়ে গেছে কিছু পথ)। আমাদের সহ আশেপাশের ৭,৮ গ্রামে এখনো কোনো ত্রান-সাহায্য যায় নি। যদিও ত্রান-সাহায্য গিয়ে থাকে তারা সাধারণ মানুষের কাছে সেই গুলো পৌছিয়ে দেয়নি। ফেনী ও কুমিল্লায় অনেক টিম হেল্প করতে গেলে ও নোয়াখালীর দিকে অনেক কম টিম এসেছে। তাই ভাইয়ারা দয়া করে রিকুয়েষ্ট করব যাতে করে আপনারা যদিও আমার দেয়া লোকেশনে যান তাহলে বাড়ি গিয়ে মানুষের হাতে হাতে দিয়ে আসিয়েন।
📌📌📌লোকেশন: নোয়াখালি, জমিদার হাট, উত্তর অম্বর নগর গ্রাম, সমিতির বাজার, আবু তাহের ভবন বা হাজি আবু তাহের এর বাড়ি।
অন্য কোন তথ্য জানতে হলে দয়া করে ইনবক্স করুন।
[সব শেষে একটা কথা বলতে চাই এই সব মানুষ পরিস্থিতির শিকার, না হয় কেও ইচ্ছা করে কারো কাছে সাহায্য চায় না।]