Nijum Rattry SR

Nijum Rattry SR আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম কাজের চেয়ে নামাজ উত্তম আসুন সবাই পাচঁ অক্ত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ্ I Love Allah AND MY SON
(17)

21/07/2025

সবাই কে একদিন যেতে হবে এ-ই মায়ার ভূবণ ছেড়ে হয়তো আজ নয়তো কাল
শুভ রাত্রি

21/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন

সব কথা বলা হয় না…কিছু অনুভব কেবল চোখ ভেজায়  কিংবা রাতের চুপচাপ নির্জনতায় জানান দেয় নিজের উপস্থিতি।তোমাকে ভালোবেসে আজও কি...
21/07/2025

সব কথা বলা হয় না…

কিছু অনুভব কেবল চোখ ভেজায়
কিংবা রাতের চুপচাপ নির্জনতায় জানান দেয় নিজের উপস্থিতি।

তোমাকে ভালোবেসে আজও কিছু বলিনি —
শুধু নীরবে শুনেছি…
তোমার না বলা অনুভব…

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!MD Sohag Hossain, Mofejul Islam  ...
21/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Sohag Hossain, Mofejul Islam

Very nice 💓💖
21/07/2025

Very nice 💓💖

“ভালোবাসা যখন প্রাপ্তির বদলে দিয়ে যায় শুধু শূন্যতা…”""ভালবাসার প্রাপ্তিটা যদি হয় কেবলই শূন্যতা,তবে আমি সেই শূন্যলোকেই আজ...
21/07/2025

“ভালোবাসা যখন প্রাপ্তির বদলে দিয়ে যায় শুধু শূন্যতা…”""

ভালবাসার প্রাপ্তিটা যদি হয় কেবলই শূন্যতা,
তবে আমি সেই শূন্যলোকেই আজও আছি তোমার প্রতীক্ষায়।
যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল এই মন,
আজ সেই মানুষটাকেই ভেবে ঝরে দু’চোখে অশ্রুধারা।

জানি, এই যন্ত্রণার আকুতি
কারো হৃদয়কে আর ছুঁবে না,
এই যন্ত্রণা কেবলই কেঁদে যাবে
হৃদয়ের গভীর অন্ধকারে।

বারবার ভিজিয়ে দিয়ে যাবে এই আহত মনের দেয়াল—
যেখানে থাকবে শুধু কষ্টের তীব্রতা।

তবুও, এই মন শুধু তোমায় ভাবে,
তোমায় ভালবাসে।
যতই তোমায় ভুলতে চায়,
ততই গভীরভাবে ভালবেসে ফেলে।

কারণ, এই মন চায় না আলোকিত জীবনের মাঝে
আঁধারের কোনো বর্ণালী।



🖤

20/07/2025

চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখের অশ্রু পড়ার কারণ খুঁজে পাওয়া অনেক কঠিন এটাই বাস্তব
শুভ রাত্রি

20/07/2025

আসসালামু আলাইকুম লাইভে থাকা সবাই কে

শুভ সন্ধ্যা
20/07/2025

শুভ সন্ধ্যা

ভুল করলে স্বীকার করো, শিখো, এবং আগাতে থাকো। ভুল করা অপরাধ নয়—অপরাধ হচ্ছে সেই ভুল থেকে না শেখা।               ゚
20/07/2025

ভুল করলে স্বীকার করো, শিখো, এবং আগাতে থাকো। ভুল করা অপরাধ নয়—অপরাধ হচ্ছে সেই ভুল থেকে না শেখা।

20/07/2025

চিরন্তন বাস্তবতা চোখের জল এত সহজ না🍂🍁🍂🍁

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijum Rattry SR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share