It's Tahsin Creation

It's Tahsin Creation ইচ্ছা ও ধৈর্য শক্তি থাকলেই আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।

মানুষ মানুষের লেগা কাঁদে অথচ আমার লেগা কান্নার কেউ নাই,আমার একটা মানুষ হইলো না।
05/10/2024

মানুষ মানুষের লেগা কাঁদে অথচ আমার লেগা কান্নার কেউ নাই,
আমার একটা মানুষ হইলো না।

13/08/2023
তর্ক বির্তক নাই, সোজা সমাধানে দিপু খালা🤓
11/08/2023

তর্ক বির্তক নাই, সোজা সমাধানে দিপু খালা🤓

ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (FOB), বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৃহত্তম সম্প্রদায় (480K+ সদস্য), শনিবার, 19 আগস্ট, 2023, ...
21/06/2023

ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (FOB), বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৃহত্তম সম্প্রদায় (480K+ সদস্য), শনিবার, 19 আগস্ট, 2023, ICCB, বসুন্ধরাতে "NATIONAL FREELANCERS CONFERENCE (NFCON2023)" নামে এশিয়ার বৃহত্তম ফ্রিল্যান্সার সম্মেলন আয়োজন করছে।

প্রায় 3000+ দর্শক যারা ফ্রিল্যান্সার বা আইটি শিল্পে আগ্রহী তারা এই মেগা ইভেন্টে অংশ নেবেন। এছাড়াও, 200+ শীর্ষ পেশাদার, উদ্যোক্তা এবং প্রভাবশালীরা যোগ দেবেন। অনুষ্ঠানে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে কয়েকজন সম্মানিত অতিথিও উপস্থিত থাকবেন।

আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সার হওয়ার স্বার্থে এতো বড় একটা সুযোগ পাইছি।জানি না সুযোাগটা কাজে লাগাতে পারবো কি না!! কিন্তু স্বপ্ন সবাই একসাথে লাখো ফ্রিল্যান্সাররা একএিত হবো।ইনশাআল্লাহ দেখা হবে সকল ফ্রিল্যান্সারদের সাথে🥰🥰



ফ্রিলান্সিং এর সুবিধা:আমার কাছে সব থেকে বড় সুবিধা হলো আমার ইচ্ছামতো কাজ করতে পারছি। ঘরে থাকলে ঘরে বসে কাজ করতে পারছি। কো...
16/06/2023

ফ্রিলান্সিং এর সুবিধা:
আমার কাছে সব থেকে বড় সুবিধা হলো আমার ইচ্ছামতো কাজ করতে পারছি। ঘরে থাকলে ঘরে বসে কাজ করতে পারছি। কোথাও বেড়াতে গেলে ল্যাপটপ টা নিয়ে গেলাম, অবসরে বসে হালকা কিছু কাজ করে নিলাম, ঘোরাঘুরির টাকাটাও উঠে গেল। মজা না..?

আবার ধরুন কাজ করতে করতে হঠাত ভালো লাগছে না। ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ুন। কে মানা করেছে আপনাকে…? পরে উঠে কাজটা করে নিবেন। যেমন আমি এখন আমার একটা কাজ ফেলে এই উত্তরটা করতে বসেছি। ক্ষতি কি..? রাত ২ টায় আবার বসব, সমস্যা নেই তো…

সবসময় পরিবারকে সময় দেওয়া যায়। যা বাড়ি, তাই অফিস। আহা!!



জীবনে খারাপ সময় আসবেই🥹ভেঙ্গে পড়লে চলবে না৷ যার কাছে কিছুই নেই তার কাছেও সময় থাকে। সেটা খারাপ হউক বা ভাল। কাজে লাগানোর মধ...
14/06/2023

জীবনে খারাপ সময় আসবেই🥹ভেঙ্গে পড়লে চলবে না৷ যার কাছে কিছুই নেই তার কাছেও সময় থাকে। সেটা খারাপ হউক বা ভাল। কাজে লাগানোর মধ্যেই আমাদের স্বার্থকতা🥰
খারাপ সময়েও বসে থাকার কোনো অর্থ নেই। চেষ্টা করুন💪বারবার চেষ্টা করুন💪 দেয়াল ভেঙ্গে দরজা গড়ুন।

আপনি ফ্রিল্যান্সিং করবেন কিন্তু কবে থেকে শুরু করবেন সেটাই জানেন না? এই জানা অজানার মধ্যে জতটুকু টাইম লস করছেন তাতে করে আ...
12/06/2023

আপনি ফ্রিল্যান্সিং করবেন কিন্তু কবে থেকে শুরু করবেন সেটাই জানেন না? এই জানা অজানার মধ্যে জতটুকু টাইম লস করছেন তাতে করে আপনি ক্রমশ পিছেই যাচ্ছেন।
ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন কিংবা কোনো কনফিউশান। সময়কে কাজে লাগান, যা করবেন দ্রুত সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তহীনতায় না ভুগে এক্সপার্টদের সাথে পরামর্শ করুন।


Social Media(সামাজিক যোগাযোগ মাধ্যম)সাধারণত, social শব্দের অর্থ সামাজিকতা। তবে অর্থগতভাবে যাই হোক না কেন social media বল...
11/06/2023

Social Media(সামাজিক যোগাযোগ মাধ্যম)

সাধারণত, social শব্দের অর্থ সামাজিকতা। তবে অর্থগতভাবে যাই হোক না কেন social media বলতে আমরা Facebook, Instragram, Twitter, LinkedIn এসব বুঝি।একে অপরের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখতে মূলত এই মাধ্যম গুলোর সৃষ্টি হয়েছে। আমরা প্রতিনিয়ত এসব ব্যবহার করি‌। কিন্তু আমরা অনেকেই জানিনা এসব মাধ্যম থেকে ইনকাম করা সম্ভব। মনে করুন আপনার একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে এখন‌ আপনি চান আপনার পন্য গুলো অনলাইনে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের মাধ্যমে বিক্রি করতে, সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে জনপ্রিয় একটি সোশ্যাল প্লাটফর্ম। সেটা হতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার। তবে শুধুমাত্র প্রোডাক্ট সেল করাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নয় মূলত আপনার পন্যটি প্রসারের উদ্দেশ্য বা আপনার দক্ষতা তুলে ধরতে যে বিষয়টি তুলে ধরেন তাই‌ সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
বর্তমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এছাড়াও বিভিন্ন পন্যর প্রচার (promotion)করে দিয়েও অনেকই ১০ ডলার থেকে শুরু করে ১০ হাজার ডলার পর্যন্ত ইনকাম করছেন। আমরা যারা অযথা সময় নষ্ট করছি বা দেখছি বিভিন্ন সময় পন্য কিনছি, মূলত তারা আমাদের ব্যবহার করেই ইনকাম করছে হাজার হাজার টাকা। সেক্ষেত্রে আমরা এখন থেকেই নিজেরাও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে ইনকাম করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,তাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এসকল বিষয়ে অবগত থাকা একান্ত জরুরি।





03/06/2023

With Friends 🖤🥀
Sing by Adat....

01/06/2023

বন্ধুরা মিলে একটু ফান আর আড্ডা😅
গানটা যদিও প্রফেশনাল ভাবে গাওয়া নয় তবুও পজিটিভ নিবেন প্লিজ!!🥰🖤

  Create By Tahsin islam
28/05/2023


Create By Tahsin islam

Address

Shilmoon Road
Tongi
1710

Alerts

Be the first to know and let us send you an email when It's Tahsin Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Tahsin Creation:

Share