07/10/2025                                                                            
                                    
                                                                            
                                            🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶
এই মর্মে জানানো যাচ্ছে যে,
মোঃ তামিম হাসান (রোহান)
পিতা: মোঃ কামরুল হোসেন
গ্রাম: নাকোইল, উপজেলা: শৈলকূপা, জেলা: ঝিনাইদহ
বয়স: ১৫ বছর
তিনি মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, ব্যাপারীপাড়া, ঝিনাইদহে অধ্যয়নরত একজন শিক্ষার্থী।
গত ০৩/১০/২০২৫ ইং (শুক্রবার) সকালবেলা তিনি বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি মাদ্রাসায় পৌঁছেননি। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আজ ০৭/১০/২০২৫ (মঙ্গলবার) সকাল ৬:০০ টায় পরিবারকে জানানো হয় যে, তামিম  এখনও মাদ্রাসায় ফেরেনি ।
তামিম হাসান (রোহান) নিখোঁজ রয়েছেন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে নিচের ঠিকানায় বা ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
📞 যোগাযোগ:01816270361 ০১৯৮৩৯০৬৫২২
যে কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান দিতে পারেন, তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হবে।
— পরিবার, মোঃ কামরুল হোসেন
গ্রাম: নাকোইল, উপজেলা: শৈলকূপা, জেলা: ঝিনাইদহ।