Samiya Armaan Blog

Samiya Armaan Blog সম্মান পেলে দশগুণ ফিরিয়ে দিই। অপমান পেলে চুপচাপ কেটে পড়ি🌺
কারণ খেলাটা আমি চুপ থেকেও জিতি....😎🥱
(77)

শুভ সকাল 🌺
09/07/2025

শুভ সকাল 🌺

08/07/2025

Good Night Everyone, 😇

08/07/2025

অলস মানুষের প্রিয় ব্যায়াম হচ্ছে ঘুম থেকে উঠে আবার ঘুমানো😁😜🤣😂

08/07/2025

**"আমি অভিমান করেছিলাম…
কিন্তু কেউ এসে বলেনি, 'তুই কেন অভিমান করলি?'
আমি কষ্টে ছিলাম…কিন্তু কেউ জিজ্ঞেস করেনি, 'তুই ঠিক আছিস তো?' অনেকদিন ধরে চেনা কিছু মুখ, পরিচিত শব্দ,ছোটখাটো আলাপ—সব ছিল।
আমিও ছিলাম।আস্তে আস্তে হয়ত অনেকেই ব্যস্ত হয়ে গেছে, হয়ত আমি গুরুত্ব হারিয়েছি—
বা হয়ত আমি কখনোই খুব একটা গুরুত্বপূর্ণ ছিলাম না। তাই চুপ করে সরে এসেছি।
একবারও কেউ পেছন ফিরে দেখেনি।
সত্যি বলছি, খুব কষ্ট পেয়েছি।
কিন্তু কাউকে দোষ দিই না—
কারণ মন থেকে না চাইলে কেউ থাকে না। আর থাকলেও, সেটা টেকে না।
আমার অভিমান ভাঙাতে কেউ আসেনি—
শুধু এটুকু প্রমাণ হলো, আমার অনুপস্থিতি কাউকে ভাবায় না। তবুও শুভ কামনা সবার জন্য—
কারণ আমি মানুষটা বদলাতে চাই না, শুধু একটু বুঝে নিতে শিখছি।
✍️সামিয়া🌺
#নীরবঅভিমান
#আমিহারাইনি
#নিজেকেবুঝছি
#শুভকামনা_সবারজন্য

টাকা না থাকলে মানুষ নয়, হয়ে যান উপেক্ষিত একটা নাম মাত্র…"সমাজের চোখে মূল্যবান হতে হলে নিজের পকেট ভরা থাকতে হয়।মানুষের গা...
08/07/2025

টাকা না থাকলে মানুষ নয়, হয়ে যান উপেক্ষিত একটা নাম মাত্র…"
সমাজের চোখে মূল্যবান হতে হলে নিজের পকেট ভরা থাকতে হয়।
মানুষের গায়ে দাম লেখে না কেউ, কিন্তু ব্যাংক ব্যালান্স দেখে সম্মান ঠিক করে।
তোমার চরিত্র, গুণ, মেধা — সবই গৌণ, যদি টাকার ভার না থাকে কাঁধে।
যখন টাকায় ভরপুর থাকো, তখন সবাই পাশে আসে, হাসে, মাথায় হাত রাখে।
কিন্তু যখন পকেট খালি হয়, তখন মানুষও খালি হয়ে যায় — সম্পর্ক আর সম্মান দুটোই ফুরিয়ে যায়।
আসলে সমাজ তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার অবস্থানকে।
সম্মান এখানে কাঁধে নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাপে।
তবুও —
টাকার অভাবে নিজের মূল্য হারিও না।
একটা কথা মনে রেখো:
"মানুষ হয়ে থেকো, টাকাও একদিন হবে।
কিন্তু টাকা দিয়ে মানুষ হওয়া যায় না…"

✍️ সামিয়া 🌺

#সমাজের_চোখে_টাকা
#মনের_কথা
#মানুষ_হয়ে_থাকো

#বাস্তবতা

07/07/2025

শুভরাত্রি সবাইকে

হ্যাঁ, বদলে গেছি।কারণ সময় আমাকে শিখিয়েছে—সবাই আপনার মতো হয় না, আর সবাইকে আপনার মতো ভাবাটাই সবচেয়ে বড় ভুল।শিখেছি, চুপ থাক...
07/07/2025

হ্যাঁ, বদলে গেছি।
কারণ সময় আমাকে শিখিয়েছে—সবাই আপনার মতো হয় না, আর সবাইকে আপনার মতো ভাবাটাই সবচেয়ে বড় ভুল।শিখেছি, চুপ থাকলে মানুষ আপনাকে দুর্বল ভাবে। তাই এখন কথা বলি, কিন্তু সময় বুঝে।
শিখেছি, বারবার ক্ষমা চাইলে মানুষ গুরুত্ব হারায়।
তাই এখন দূরে সরে যাই, উত্তর না দিয়েই।
নিজেকে ভালোবাসতে শিখেছি।
কারণ যারা একটুও ভাবেনি, আমি তাদের জন্য ভেবেছি—সেটাই ছিল আমার বোকামি।
আর না। এখন থেকে কেউ যদি আমার সম্মান না রাখে, আমি তাদের জায়গা করে দেব না আমার জীবনে। আমি আমার মূল্য জানি। যে বুঝবে, সে থাকবে। যে বোঝে না—সে হারিয়ে যাক।
আমি কম কথা বলি, বেশি দেখি।
আর বিশ্বাস? সেটা এখন আমি নিজের উপরই রাখি।
#সামিয়া✍️..💚

মানুষ চুপ করে গেলেই ভাবা হয়, বুঝি কিছু যায় আসে না। অথচ ভেতরে তখন কত কিছু ভাঙে, সেটা কেউ দেখে না। এখন আর কারো কাছে কিছু...
07/07/2025

মানুষ চুপ করে গেলেই ভাবা হয়, বুঝি কিছু যায় আসে না। অথচ ভেতরে তখন কত কিছু ভাঙে, সেটা কেউ দেখে না। এখন আর কারো কাছে কিছু বলার ইচ্ছে নেই। শুধু দোয়া চাই, যেন নিজের কাছে সত্য থাকি, নিজের মনের শান্তিটা ধরে রাখতে পারি। বাকিটা আল্লাহর হেফাজতে..😊

আনাসের মতো আইসক্রিম লাভারদের দেখতে চাই😁😁শুভ দুপুর আনতেল আনতিরা🤗😇
07/07/2025

আনাসের মতো আইসক্রিম লাভারদের দেখতে চাই😁😁
শুভ দুপুর আনতেল আনতিরা🤗😇

আমি নিজেই বানিয়ে ফেললাম ফ্রেস ম্যাংগো জুস🍹🥭😋🤤
07/07/2025

আমি নিজেই বানিয়ে ফেললাম ফ্রেস ম্যাংগো জুস🍹🥭😋🤤

বেলুন দেখলেই হইসে কিনে দিতে হবেই হবে 😅🤗🥰
06/07/2025

বেলুন দেখলেই হইসে কিনে
দিতে হবেই হবে 😅🤗🥰

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Samiya Armaan Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiya Armaan Blog:

Share