Keya Moni page

Keya Moni page official page ��

.........
23/07/2025

.........

23/07/2025

Big shout out to my newest top fans! MD Mustakim Hosean Shihab, ẞäd Kïñg, Mst Maya Moni, Kajol Ahmed, Md Shawon Akon, Md Mominullah, AK Khokon Ali, Md Rakib

মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্...
22/07/2025

মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।
প্রিয় শিক্ষক ও অভিভাবক ব্যাথার থেকে বেশি তার স্টুডেন্টদের জন্য কাতরাচ্ছিল।
তিনি বার বার বলছিল,”ভাই,আমার বাচ্চা গুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন,ওদের কষ্ট হচ্ছে অনেক” এগুলো বলছিল আর কান্না করছিল 😔

সব ক্লাস ৩/৪ এর বাচ্ছা এরা কত হাহাকার করছে বাহিরে জাপ দেওয়ার জন্য ছবিটা দেখলে কেমন যেন লাগে।😭💔
21/07/2025

সব ক্লাস ৩/৪ এর বাচ্ছা এরা কত হাহাকার করছে বাহিরে জাপ দেওয়ার জন্য ছবিটা দেখলে কেমন যেন লাগে।😭💔

দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না 😭😭😭ইয়া মাবুদ তুমি রহম করো সবাইকে😥😥এই জুলাই শুধু আমাদের থেকে সব কেড়েই নিলো.... ২০২৪  জুলা...
21/07/2025

দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না 😭😭😭

ইয়া মাবুদ তুমি রহম করো সবাইকে😥😥

এই জুলাই শুধু আমাদের থেকে সব কেড়েই নিলো.... ২০২৪ জুলাই এ কেড়ে নিয়েছে হাজারো শিক্ষার্থীর প্রান ..... আর সেই জুলাই আবারো কেড়ে নিলো শিক্ষার্থীদের প্রান....

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।তাই শেষ মুহূর্ত পর্...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।

তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন।

🥹Latest Update: Updated at 4.33 PM.

The Fight is over. No more hope.
ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উত্তরা থেকে সিএমএইচে নেওয়ার সময় সে বেঁচে ছিলো। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেলো চিরতরে।😭

নোট: আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র

Pray for milestone 🥺🤲
21/07/2025

Pray for milestone 🥺🤲

একেকটা লাইভ, একেকটা ছবি দেখছি—আর বুক কেঁপে উঠছে! মানুষের কান্না, ছুটোছুটি, আহাজারিতে আকাশ ভারী হয়ে গেছে। যাদের আহত হতে দ...
21/07/2025

একেকটা লাইভ, একেকটা ছবি দেখছি—আর বুক কেঁপে উঠছে! মানুষের কান্না, ছুটোছুটি, আহাজারিতে আকাশ ভারী হয়ে গেছে। যাদের আহত হতে দেখছি, তাদের দিকে তাকাতেই ভয় লাগে!

একটা শিশুকে দেখলাম, অটোর ভিতর তোলা হচ্ছে—পুরো শরীর ঝলসে গেছে! কিছু মানুষ এতটাই আহত যে ৩-৪ জন মিলে ধরেও সোজা করতে পারছে না! শরীরে এমন কোনো জায়গাই অবশিষ্ট নেই, যেখানে ছোঁয়া যায়!

২০২৫ সাল মনে হয় বাংলাদেশ ‍জন্য অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিপর্যয়... থামছেই না

একেকটা লাইভ, একেকটা ছবি দেখছি—আর বুক কেঁপে উঠছে! মানুষের কান্না, ছুটোছুটি, আহাজারিতে আকাশ ভারী হয়ে গেছে। যাদের আহত হতে দ...
21/07/2025

একেকটা লাইভ, একেকটা ছবি দেখছি—আর বুক কেঁপে উঠছে! মানুষের কান্না, ছুটোছুটি, আহাজারিতে আকাশ ভারী হয়ে গেছে। যাদের আহত হতে দেখছি, তাদের দিকে তাকাতেই ভয় লাগে!

একটা শিশুকে দেখলাম, অটোর ভিতর তোলা হচ্ছে—পুরো শরীর ঝলসে গেছে! কিছু মানুষ এতটাই আহত যে ৩-৪ জন মিলে ধরেও সোজা করতে পারছে না! শরীরে এমন কোনো জায়গাই অবশিষ্ট নেই, যেখানে ছোঁয়া যায়!

২০২৫ সাল মনে হয় বাংলাদেশ ‍জন্য অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিপর্যয়... থামছেই না কিছুই।

কী মারাত্মক প"র"কী"য়া🤧
05/01/2025

কী মারাত্মক প"র"কী"য়া🤧

01/01/2025

দেশে নাকি ৪০ কোটি মানুষ৷
অথচ ফেবসুকে পোস্ট দিলে ৫ জনেও রিয়েক্ট দেয়না।🙁🌿

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা 💔
01/01/2025

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা 💔

Address

Gazipura
Tongi
2000

Alerts

Be the first to know and let us send you an email when Keya Moni page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share