
16/11/2024
মাঠ ও মানুষ।
একাকীত্বকে বন্ধু বানাতে হবে। জীবনে চাকরি, ব্যবসা, পরিবার, আত্বীয়, বন্ধুবান্ধব সকলের প্রয়োজনে আসতে আসতে নিজের প্রয়োজনকে ভুলে গেলে চলবে না।
সকল ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করতে পারলে যেই মানসিক প্রশান্তি পাওয়া যাবে তা দিয়ে নিঃসন্দেহে জীবনের হাজারটা লড়াই জয় করা সম্ভব।