Lifestyle of Liza

Lifestyle of Liza Liza's story
(11)

দেখেন তো এই গল্পে নিজেকে খুঁজে পান কিনা!রাত ৩টা বাজে।সারা পৃথিবী গভীর ঘুমে ডুবে, আর আমি—একটা ছোট্ট পুতুলের ন্যায় মানুষট...
09/09/2025

দেখেন তো এই গল্পে নিজেকে খুঁজে পান কিনা!

রাত ৩টা বাজে।
সারা পৃথিবী গভীর ঘুমে ডুবে, আর আমি—একটা ছোট্ট পুতুলের ন্যায় মানুষটাকে বুকে নিয়ে জেগে আছি।
তুমি ঘুমাতে চাও না, কাঁদছো… কখনও পেটব্যথা, কখনও ঘাম, কখনও শুধু মায়ের কোলে থাকতে ইচ্ছে।

আমি ক্লান্ত, চোখ জ্বলে যাচ্ছে।
শরীরটা ব্যথায় ভরা, রাতে ঠিকমতো ঘুম হয়নি কতদিন? মনে নেই।
তবু তোমার মুখখানা দেখি—সে কি প্রশান্তি!
তোমার নিঃশ্বাসে আমার জীবনের অর্থ জড়িয়ে আছে।

একটা সময় ছিল, যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম।
এখন খুব একটা আয়না দেখি না,
দেখি তোমার মুখ—যেখানে আমার পৃথিবী, আমার সৌন্দর্য, আমার পরিচয়।

তুমি কাঁদলে, আমার বুক ভেঙে যায়।
তোমার হাসি দেখলে, চোখে জল আসে।
তুমি হাত বাড়িয়ে ধরলে, মনে হয়, জীবন ব্যর্থ হয়নি।
তোমার দুধের গন্ধ মাখা গাল ছুঁয়ে আমি নতুন প্রাণ খুঁজে পাই।

বাইরের মানুষ বলে, "কীই বা করছো সারাদিন?"
তারা বোঝে না, এই ছোট্ট মানুষটাকে গড়ে তুলতে গিয়ে আমি প্রতিদিন ভাঙছি, গড়ছি, শিখছি—এক নতুন মায়ের পরিচয়ে।

তুমি একদিন বড় হবে, হাঁটবে, কথা বলবে, স্কুলে যাবে, স্বপ্ন দেখবে…
তুমি হয়তো এই রাতগুলো মনে রাখবে না।
কিন্তু আমি? আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব—
এই না ঘুমানো রাত, তোমার মুখে লেগে থাকা দুধের দাগ,
আর এক বুক ভালোবাসা নিয়ে জেগে থাকা আমার সমস্ত দিনরাত্রি।

কারণ, মা হওয়া মানেই শুধু জন্ম দেওয়া নয়—
মা হওয়া মানে প্রতিদিন নিজেকে বিসর্জন দিয়ে তোমাকে ভালোবাসা শেখানো।

— ঘুমহীন রাতের গল্প

05/09/2025
5 month celebration.. Alhamdulillah
05/09/2025

5 month celebration..
Alhamdulillah

আমার বাবান পাখি টার আজকে ৫ মাস পূর্ণ হলো।  আলহামদুলিল্লাহ ❤️সবাই আমার বাবান পাখি টার জন্য দোয়া করবেন 🤲🤲
05/09/2025

আমার বাবান পাখি টার আজকে ৫ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ ❤️
সবাই আমার বাবান পাখি টার জন্য দোয়া করবেন 🤲🤲

খুব পছন্দের একটা পিক।  ২০১৯ সালের আমি😍
03/09/2025

খুব পছন্দের একটা পিক।
২০১৯ সালের আমি😍

একটা মানুষ যেমন সবার প্রিয় হতে পারে না তেমনি ড্রাগন ফল টা ও সবার প্রিয় হতে পারলো না  😑😒
03/09/2025

একটা মানুষ যেমন সবার প্রিয় হতে পারে না তেমনি ড্রাগন ফল টা ও সবার প্রিয় হতে পারলো না 😑😒

আসসালামু আলাইকুম, ও শুভ সকাল!  নতুন দিন মানেই আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আরেকটা সুযোগ। সুযোগ। চলুন আলহামদুলিল্লাহ বলেই...
01/09/2025

আসসালামু আলাইকুম, ও শুভ সকাল! নতুন দিন মানেই আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আরেকটা সুযোগ। সুযোগ। চলুন আলহামদুলিল্লাহ বলেই দিনটা শুরু করি আমরা সবাই।

#শুভ_সকাল

থাইরয়েড  নিয়ে কিছু কথা:- থাইরয়েড  দুই প্রকার হয়। হাইপো ও হাইপার।এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু...
31/08/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-
থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার।এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা।মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥

Thank you so much Uncle 😍❤️
26/08/2025

Thank you so much Uncle 😍❤️

Happy Anniversary Uncle & Aunti..অনেক প্ল্যান ছিল বাট সব কিছুই শেষ হয়ে গেলো। এ কঠিন শহরে আমার আব্বু আম্মু কে পাশে পাই নি...
25/08/2025

Happy Anniversary Uncle & Aunti..
অনেক প্ল্যান ছিল বাট সব কিছুই শেষ হয়ে গেলো। এ কঠিন শহরে আমার আব্বু আম্মু কে পাশে পাই নি। আব্বু আম্মুর ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য।

আল্লাহ এ তুমি কীসের পরীক্ষা নিচ্ছো। আমাকে কে দেখবে আমার বেবি টাকে কে দেখবে।
25/08/2025

আল্লাহ এ তুমি কীসের পরীক্ষা নিচ্ছো। আমাকে কে দেখবে আমার বেবি টাকে কে দেখবে।

Address

Tongi

Telephone

+8801834087684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifestyle of Liza:

Share