Bahadur Shah’R MaZar 0.2

Bahadur Shah’R MaZar 0.2 “বাহাদুর শাহ্ র মাজারে আপনাকে স্বাগতম”

16/07/2025

সেনা বাহিনীর ট্রাংক নিয়ে সাধারণ মানুষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক😀

12/07/2025

কি মনে করছেন!
বি এন পি কে ওরা শেষ করে দিবে?
না, তা কোনো দিন করবে না, তিলে তিলে খাবে, আগামী ৩ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে,বি এন পি যত অপকর্ম করবে তাদের ভোট তত কমবে এটা সহজ হিসাব,
বি এন পি কে দিয়ে তারা মব সৃষ্টি করে আওয়ামিলীগ এর নেতা কর্মীদের উপর হামলা চালাইছে,তারা জানে বি এন পি কে পুরোপুরি শেষ করলে কাল আওয়ামিলীগ তাদের শেষ করে দিবে,
বর্তমানে দেশে আইন এবং অর্থনীতি জামায়াতের হাতে, শুধু পুলিশ বি এন পির নিয়ন্ত্রণে , তো কি মনে করেন,
এটা ও তো একটা মাস্টারপ্ল্যান 😀,
তারা সুপরিকল্পিত ভাবে এই সব করছে,তা না হলে বি এন পির আমলে করা মামলার আসামি সাবেক বি এন পির সন্ত্রাসী গুলো কে ৫ তারিখ এর বের করে দেওয়ার কারন কি?
তারা ভালো করে জানে এরা বের হলে আবার অরাজকতা করবে,আওয়ামিলীগ এর সব দখল করবে তারেখ জিয়াকে খুশি করাতে,
বহু আগে বলেছি তারা বি এন পি কে খাবে অন্য স্টাইলে,
৭১ এর প্রতিশোধ এখনও শেষ হয় নি,
বি এন পি হয়তো জামায়াতকে আপান ভাই মনে করে, দেখেন বি এন পির বেশির ভাগ নেতা স্বাধীনতার স্বপক্ষের,যদি ও বি এন পি এখন আর স্বাধীনতার কথা বলে না, কারন জামায়াতের সাথে প্রেম করতে যাই অতীত ভুলে গেছে তারা ,
অন্য দিকে জামায়াত কিছুই ভুলে নাই,তারা বি এন পির মুখ দিয়ে ৭১ বিরোধী করা বের করছে কিন্তু তাদের ভাই হত্যার প্রতিশোধ তো নেওয়া বাকি,
বি এন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধা সেক্টর কমান্ডার ছিলো।
তার নেতৃত্বে কম পাকিস্তানি আর রাজাকার হত্যা হইছে?
সেই সব এর প্রতিশোধ এখন ও বাকি,

দেখতে থাকো,

11/07/2025

২০১৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল সাহাবাগ আন্দোলন।
"ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার!"
"ম-তে মুজাহিদ, তুই রাজাকার!"
"ন-তে নিজামী, তুই রাজাকার!"
এই ছিল আমাদের গর্জন। আমাদের শ্লোগান। আমাদের রক্তে লেখা প্রতিজ্ঞা।

আমরা বলেছিলাম,
"নিজামী তোর ফাঁসি হবে বাংলার মাটিতে!"
"তোর কবর হবে পাকিস্তানের মাটিতে!"

একটা সময় সেই দাবি পূরণ হয়েছিল—নিজামীর ফাঁসি হয়েছিল এই বাংলার মাটিতে।
গণজাগরণ মঞ্চ, সাহাবাগ, তরুণ প্রজন্ম—সবাই মিলে যুদ্ধাপরাধীদের বিচার ছিনিয়ে এনেছিল।

কিন্তু...
আজ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই,
আজ যখন স্বাধীনতার পক্ষের শক্তির গলা রুদ্ধ করতে চায় নতুন পাকিস্তানি ভাবধারা,
ঠিক তখনই নিজামীর কবরটা “নীরবে” চলে গেলো পাকিস্তানের মাটিতে।

শ্লোগানটা এখন আর প্রতিশোধ নয়, হয়ে গেল ভবিষ্যদ্বাণী।

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে, ততদিন এই ভূখণ্ড থাকে বাংলাদেশ।
আওয়ামী লীগ নেই, মানচিত্রটা থাকে ঠিকই, কিন্তু মাটি যেন হয়ে যায় পূর্ব পাকিস্তান।

এটাই কি আমাদের স্বাধীনতার স্বপ্ন ছিল?

07/07/2025

🟥 প্রথম অধ্যায়: প্রতিশোধের বীজ

১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে শুধু তাদের সামরিক শক্তিরই নয়, বরং বাংলাদেশে অবস্থানরত দোসর শক্তিগুলোরও পরাজয় ঘটে।
আলবদর, রাজাকার, শান্তি কমিটি, জামায়াতে ইসলামী—এই সব দেশদ্রোহী গোষ্ঠী বাঙালির বিজয়ের দিনটিকে আত্মিকভাবে মেনে নিতে পারেনি।

পাকিস্তান সরকার পরাজয় স্বীকার করলেও, বাংলাদেশে অবস্থানরত জামায়াতে ইসলামী ও তাদের অনুসারীরা মনে মনে প্রতিশোধের আগুন পুষে রাখে।
তাদের দৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিশোধের মূল লক্ষ্যবস্তু।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে তারা মনে করেছিল—এটাই তাদের "প্রতিশোধের বিজয়"।

কিন্তু ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে রক্ষা পান।
বেঁচে যায় স্বাধীনতার চেতনা। বেঁচে যায় ইতিহাস।

01/07/2025

এই শব্দের কাছে - পৃথিবীর সব লাক্সারি বাইক/গাড়ির শব্দ তুচ্ছ!❤️‍🩹

26/06/2025

আমি মনে কি ক্ষমতা হলো বালের মত,
সবাই মনে করে নিজের টা বেশি.

21/06/2025

❝আমি বিশ্বাস করি ইসলামে, দাঁড়িয়ে থাকি স্বাধীনতার পক্ষে, মাথা নত করি না কারো বিভেদের সামনে❞

আমি মুসলমান—কিন্তু অন্ধ বিশ্বাসের ধারক নই।
আমি নামাজ পড়ি, তওবা করি, কিন্তু কারো ঈমানের সার্টিফিকেট দেয়ার দায় আমার নয়।

আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী—যিনি ধর্ম নয়, মানুষ দেখতেন।
যার কণ্ঠে ছিল স্বাধীনতার ঘোষণা, আর যার রক্ত মিশে আছে এই মাটির রন্ধ্রে রন্ধ্রে।

আমি আওয়ামী লীগের সমর্থক—কিন্তু অন্ধ অনুসারী নই।
আমি সমর্থন করি সেই নীতিকে, যেখানেই মানুষ দাঁড়ায় মাথা উঁচু করে, যেখানে রাষ্ট্র আগে, ব্যক্তি পরে।

আমি ঘৃণা করি সাম্প্রদায়িক রাজনীতি,
যারা ধর্মের মুখোশ পরে জাতিকে বিভক্ত করে, ইতিহাসকে বিকৃত করে, এবং ‘ধর্মের নামে’ রক্ত চায়।

আমি শান্তির কথা বলি—কিন্তু দুর্বলতা নয়।
আমি সংলাপে বিশ্বাসী—কিন্তু দালালি নয়।
আমি মানবতা চাই—কিন্তু রাজাকারদের মাফ না।

❝আমার পরিচয় আমি মুসলমান,
আমি বাঙালি,
আমি মুক্তিযুদ্ধের পক্ষে—আর আমি কখনোই হেরে যাওয়া প্রজন্মের উত্তরসূরি নই।❞

12/06/2025

ভরতের বিমান বিধ্বস্তের ঘটনার বিমানে থাকা ২৪২ জন যাত্রীর সবাই নি'হত হয়েছেন, إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ 😭

২৪২ যাত্রীসহ আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান একটি মেডিক্যাল কলেজের MBBS হোস্টেলের উপর আছড়ে পড়েছে।

হোস্টেলের ক্যান্টিনে লাঞ্চটাইম চলছিল তাই তখন MBBS পড়ুয়ারা লাঞ্চ করছিল আর সেই সময়ই বিল্ডিংয়ে আচমকাই আছড়ে পড়ে বিমানটি।

গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি শবে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল তাই তাতে বিপুল পরিমাণে জ্বালানী ছিল।






02/06/2025

সমুদ্র, সূর্যাস্ত আর শান্তির নাম—কক্সবাজার। 🌊🌅💙

02/06/2025

তার পর তারা এই দল থেকে পদত্যাগ করে আস্তে আস্তে নিজেদের মূল দলে ফিরে যাবে,

01/06/2025

সব ধরনের ক্লাস চলতাছে এই বৃষ্টির মধ্যে-😆

04/12/2023

যদি জিজ্ঞেস করা হয়, "আমেরিকায় আসবো কিনা"?বলা হয়, "এসো না"।
যদি জিজ্ঞেস করা হয়, "কানাডায় আসবো কিনা"?
বলা হয়, "এসো না"।
যদি জিজ্ঞেস করা হয়, "ইউরোপে আসবো কিনা"?
বলা হয়, "এসো না"।
যদি জিজ্ঞেস করা হয়, "মধ্যপ্রাচ্যে আসবো কিনা"?
বলা হয়, "এসো না"।

যদি জিজ্ঞেস করা হয়, "বাংলাদেশে থাকবো কিনা"?
বলা হয়,"বিদেশ চলে যাও"।
তাহলে, বাঙ্গালী যাবে কোথায়?

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Bahadur Shah’R MaZar 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share